নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ হইছে এই নিয়া বঙ্গস্থানে হই হই রব পরে গেছে।আরে ভাই এটা একটা রাজনৈতিক চাল,
আবার যখন রাজনৈতিক পটপরিবর্তন হবে তখন আবার সব ঠিক হয়ে যাবে।
আমি ভারতীয় টিভি চ্যানেল বন্ধের পক্ষে নই,কারন অখাদ্য বর্জন করার চেয়ে সুখাদ্য গ্রহণ করা উত্তম এই কথা আমরা সবাই খুব ভালো করে জানি।এখন কথা হচ্ছে এই সুখাদ্যর ব্যবস্থা করবে কে??? তাছাড়া আমাদের দেশের টিভি চ্যানেলের যা অবস্থা তাতে নির্ভয়ে ইন্ডিয়ান মাল গ্রহণ করাই যায়।আপনি একজনকে উত্তম জিনিস ব্যবস্থা করার পরই ক্ষতিকর জিনিস বর্জনের উপদেশ দিতে পারেন।না হয় আপনি পুষ্টিকর খাবার না দিয়েই যদি জীবাণুযুক্ত খাবার কেড়ে নেন তাহলে না খেয়ে মারা যাওয়া ছাড়া উপায় থাকবে না।হিন্দি চ্যানেল গুলোর উত্তম বিকল্প চ্যানেল তৈরি হতে বাংলাদেশে আরও একশতাব্দী অপেক্ষা করা লাগবে,আর এর মধ্যে কিন্তু বড় ভাইয়ের অবস্থান থেকে বড় ভাইয়ের বয়স বাড়তেই থাকবে,আই মিন তারাও আরও ভালো কিছু করতেই থাকবে।তাছাড়া হিন্দি চ্যানেলগুলো অনেক বেশি তথ্যপূর্ণ,আধুনিক,এবং অনুসন্ধানী অনুষ্ঠান প্রচার করে থাকে যা বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর কাছ থেকে আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।এখন আপনিই বলুন কষ্টার্জিত টাকা দিয়ে কি বাংলাদেশী টিভি চ্যানেল এর মত বাসি,পচা,নোংরা খাবার কিনব নাকি ???বাংলাদেশী টিভি চ্যানেলে যেখানে আধঘণ্টা অনুষ্ঠানে ১ ঘণ্টা বিজ্ঞাপন থাকে সেটা দেখব নাকি এর থেকে ভালো কিছু থাকলে সেটা দেখব???? ভাই আমি ভালো গুনগতমানসম্মত জিনিস চাই এইবার সেটা বাংলাদেশেরই হোক আর ইসরায়েলরই হোক তাতে আমার কোন সমস্যা নেই। তাছাড়া এটা বিশ্বায়নের যুগ,অবাধ তথ্যপ্রবাহের যুগ এখন বিটিভি নিয়ে পরে থাকলে চলবে না। বিশ্বকে হাতের মুঠোই পেতে চাইলে বিদেশি টিভি চ্যানেলকে অস্বীকার করার সুযোগ নাই। এই যুগে বিটিভি দেখা মানে হচ্ছে আপনি নির্ঘাত প্রাগউতিহাসিক যুগে পরে আছেন। আর আমার মাঝে এত আবেগ নাই ভাই!!!!
এইবার আসি হিন্দি মুভির কথায়,pk/3idiots কিংবা বাজরঙ্গি ভাইজান এর মত জগৎবিখ্যাত মুভি দেখার পরেও কি বাঙলা মুভির মত অখাদ্য,কুখ্যাদ্য গ্রহণ করার মনমানসিকতা কয়জনের থাকে বলুন!!!!!!! বাঙলা সিনেমাতে কি আপনি কখনো চৌধুরী সাহেবের মেয়ে,দেহ পাবি মন পাবি না ইত্যাদি এইজাতীয় পাগলের প্রলাপ ছাড়া আর কিছু কি কখনো শুনছেন??? আমাদের ডিরেক্টরদের মাথায় কি কখনো PK,3idiots কিংবা বাজরাঙ্গি বাইজান এর মত মুভি বের হবে অথবা এই ধরণের স্ক্রিপ্টে তাদের কাজ করার সৌভাগ্য হবে বলে মনে হয়???তাহলে হুদাই চিল্লাপাল্লা করে লাভ কি বলুন!!!
আমাদের গতবছরে মুভি ও মিউজিক শিল্পে টোটাল সরকারি বাজেট ছিল ১৮৮ কোটি টাকা যা কিনা ভারতের মধ্যম মানের একটি মুভির আয়ের সমান ,আর বাজ্রাঙ্গি ভাইজান তো ৫০০ কোটি রুপি ছাড়াল।
তাই আমি মনে করি যতদিন পর্যন্ত আমরা ভারতের থেকে ভালো কিছু করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই ভারতের ওপর নির্ভর করতেই হবে।তবে অতিদ্রুত আমাদের এই অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: যদি একটু কষ্ট স্বীকার করে ব্যাখ্যা দিতেন তাহলে একটু ভালো হত।তবে অবশ্যই আমাদের সংস্কৃতিটাকে ও গুরুত্ব দিতে হবে তা আমি অস্বীকার করছি নে,পাশাপাশি অন্য সংস্কৃতিটাকেও শ্রদ্ধা করতে হবে।কোন সংস্কৃতিই অপসংস্কৃতি নয়,হয়তবা সেটা আমার কাছে খারাপ কিংবা বেখাপ্পা লাগতে পারে আরেকজনের কাছে সেটা পূজনীয় হতে পারে।এটা একটা আপেক্ষিক বিষয়,তাছাড়া ব্যক্তি স্বাধীনতারও একটা ব্যাপার আছে।
২| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩১
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমি আপনার সাথে একমত নই, অনেক কথাতেই।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনি দয়া করে বলবেন কি কোন কথাতে আমার সাথে একমত নন???
৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ব্যবসা ও মানুষের চাহিদা কোনটি আগে। কোনটি নৈতিক বা অনৈতিক।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৪
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: নৈতিকতা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন বলতেই হয়,নৈতিকতা যে একটি আপেক্ষিক টার্ম এটি বোধহয় ভুলেই গেছেন।আপনার সংস্কৃতিতে যেটা বেহায়াপনা,অন্যর সংস্কৃতিতে সেটা খুব মার্জিত জিনিস।
অবশ্যই আমার ভালো গুনগত মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রয়েছে। এখন সেই চাহিদাটা যদি দেশি পণ্যে ব্যর্থ হয় তাহলে তো অবশ্যই বিদেশি পণ্য গ্রহণ করতেই হবে।
৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমি একটা কথাই বলি 'জি-বাংলা', 'স্টার জলসা' এই দুটু চেনেল যে বাংলার নারীদের ধ্বংস করছে এটাকে আপনি কিভাবে দেখেন?
৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ব্যবসায়িক কারণে, অর্থ্যাৎ উচ্চ হারে লাভ করছে (দর্শক চাহিদা ও চার্জ প্রদান, বিজ্ঞাপন, মজুরী প্রদান, রাজনৈতিক সমর্থন, প্রশাসনিক সমর্থন, সাংস্কৃকিত বিনিময়ে লেখক-বুদ্ধিজীবীর উপর প্রভাব ও সফর সঙ্গি বানানো, শিক্ষা উপকরণ বিনিময়, পন্য ও সিনেমার ব্যবসা, ক্রেতা তৈরী) ভারতীয় চ্যানেল। আমাদের কারো কারো জ্ঞান-চিন্তা-চেতনা-দৃষ্টিভঙ্গিতে "পারিবারিক রাজনীতির ভারতীয় সিরিয়াল সংস্করণ" প্রভাব ফেলে এবং কেউ কেউ এ নিয়ে কথা বলতে শুরু করেছি (যেসব ব্যবসা প্রতিষ্ঠান এসব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারে না, এটা তাদের কারসাজিও হতে পারে। তবে আমার জানা নাই)। বাজার অর্থনীতির যুগে নৈতিক কথা বলে আমরা কতটুকু অধিকার রক্ষা করতে পারব জানিনা।
৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৩:৫২
রাকু হাসান বলেছেন: আপনার পরামর্শ যৌক্তিক মনে হয়েছে । কিন্তু বাস্তবতা মানতে কষ্ট হয় ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথায় যুক্তি আছে আর আমি অনেকাংশেই আপনার সাথে একমত। কিন্তু কিছু ইস্যুতে আপনার সথে একমত হতে পারছিনা। ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই ইস্যুটা স্কিপ করছি। ভালো থাকবেন।