নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

ব্রিটেনে আর কি গণতন্ত্র আসল গণতন্ত্র তো আমাদের বঙ্গস্থানে !!!!

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৩৭




ব্রিটেনে আর কি গণতন্ত্র আসল গণতন্ত্র তো আমাদের বঙ্গস্থানে !!!! ব্রিটেনে মাত্র ৪৮+৫২=১০০% ভোট পড়ে!! আর মাসাল্লাহ আমাদের দেশে অনেক গণতন্ত্র আছে কারন আমাদের দেশে কখনো কখনো ১৫০%,আবার কখনো ১১০% কিংবা ১২০% এর মত ভোট পরে মোটকথা আমাদের গণতন্ত্রে ১১০% এর নিচে ভোট বলে কিছু নেই,

আমি বেক্সিট নিয়ে আমাদের দেশের কয়েকজন চুতিয়া গণতন্ত্র বিশেষ-অজ্ঞের সাথে কথা বললে তারা আমাকে চাপা ক্ষোবের সঙ্গে জানায়,"ব্রিটেনে কুন গণতন্ত্র নেই,সব গণতন্ত্র বাংলাদেশে চলে এসেছে" এদের মধ্যে এক চুতিয়া আমাকে জানায়,"ক্যামেরুন যদি আগে আমাদের বলে রাখত তাহলে ভোটের আগের দিন রাত আমরা আমাদের গনতান্ত্রিকদের তাদের দেশে রপ্তানি করে দিতাম তাহলে আগের রাতেই ফলাফল নির্ধারণ হয়ে যেত" কেউ কেউ আমাকে আরও আশার বানী শুনালেন,"বাংলাদেশ এখন গণতন্ত্রে স্বয়ংসম্পূর্ণ এখন সরকার চাইলেই আমাদের গণতন্ত্র বিদেশে রপ্তানি করে প্রচুর বইদাশিক মুদ্রা আয় করা সম্ভব,কারন পৃথিবীর একমাত্র বাংলাদেশী গণতন্ত্রেই ভোটে জয়ের নিশ্চয়তা প্রদান করে,এখানে হারার কুন সম্ভবনা নেই"""""!!!!!!!
আবার কেউ কেউ সীমান্ত দিয়ে গণতন্ত্র অবৈধভাবে বিদেশ প্রাচার হওয়ার কথা বলেন, যার প্রমান হিসাবে সর্বশেষ পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনের দিকে আঙ্গুল তুলেন,যেখানে এইবারের নির্বাচনে প্রচুর ভোট জালিয়তি,ভোট কেন্দ্র দখলের খবর শুনা গেছে।একজন বিশেষ-অজ্ঞ এই জন্য তৃপ্তির ঢেকুর তুলে আমাকে জানান এগুলো সবই আমাদের একার কৃতিত্ব!!!!

ব্রিটেনে কেন গণতন্ত্র নেই? এই প্রশ্নের উত্তরে সবগুলো চুতিয়া একই উত্তর প্রদান করেন,নিম্নে তা দেওয়া হলঃ

১। মৃত ব্যক্তিরা ব্রিটেনে ভোট দিতে পারে না কিন্তু আমাদের এই বঙ্গস্থানে মৃত,জীবিত নির্বিশেষে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে!!!!!
২।ব্রিটেনে ভোটারের উপস্থিতির হার ১০০% এর মধ্যে থাকে যেটা আমাদের দেশে ১১০% এর নিচে নামার কুন সম্ভবনা নেই,তবে তিনি একটা আশঙ্কার কথা জানালেন যে,"যখন দেশে স্বৈরশাসক ক্ষমতায় থাকে তখন ভোটারের উপস্থিতির হার কমে যাওয়ার সম্ভবনা থাকে তবে মাসাল্লাহ আমাদের দেশে ১০০% উপরেই থাকে"!!!!
৩।আমাদের দেশের গণতন্ত্র খুবই লিবারেল গণতন্ত্র,কারন আমাদের বঙ্গদেশে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া যায় খুবই সহজে যেটা ব্রিটেনে দেওয়া যায় না!!!!
৪।আমাদের দেশে রাজনীতিবিদরা ভোটকে একটা সফল ব্যবসায়ে পরিণত করতে পেরেছে তিনি জানান যদিও এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়েছে(আমি এই জন্য তাৎক্ষনিক দাড়িয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি), "আমাদের গণতন্ত্রে এখন শুধু টেকা আর টেকা" তিনি আরও জানান ভোটের আগের রাত আমাদের দেশের গণতন্ত্রে ভোটারদের কাছে ৫০০/১০০০ টাকার নোট গায়েবিভাবে নাজিল হয়,তিনি হেসে বলেন ব্রিটেনের গণতন্ত্রে ৫০০/১০০০ টাকার নোট বলে কিছু নেই!!!
৫।আমাদের দেশের গণতন্ত্রে কোন বিরোধীদলের ঝামেলা থাকে না,যেটা অন্যান্য দেশের গণতন্ত্রে থাকে!!
৬।আমাদের দেশে একজন গণতন্ত্র প্রেমী পুরো গ্রামবাসীসহ তার চৌদ্দগুষ্টির ভোট দিয়ে সাহায্য করতে পারে যেটা অন্য দেশে দেওয়া যায় না!!!!

তবে কয়েকজন সিনিয়র নায়েবে ভাঁড়প্রাপ্ত গণতান্ত্রিক আমীর আমাকে এখনকার রাজনীতিবিদদের আদব লেহায়েজ নিয়ে প্রশ্ন তুলেন!!"আগে ভুট আসলে সালাম কালাম করত এখন কুটি কুটি টেকা নিয়ে ...........................!!!!!!!!!!!!!!!!!!!!ব্রিটেনে আর কি গণতন্ত্র আসল গণতন্ত্র তো আমাদের বঙ্গস্থানে !!!! ব্রিটেনে মাত্র ৪৮+৫২=১০০% ভোট পড়ে!! আর মাসাল্লাহ আমাদের দেশে অনেক গণতন্ত্র আছে কারন আমাদের দেশে কখনো কখনো ১৫০%,আবার কখনো ১১০% কিংবা ১২০% এর মত ভোট পরে মোটকথা আমাদের গণতন্ত্রে ১১০% এর নিচে ভোট বলে কিছু নেই,

আমি বেক্সিট নিয়ে আমাদের দেশের কয়েকজন চুতিয়া গণতন্ত্র বিশেষ-অজ্ঞের সাথে কথা বললে তারা আমাকে চাপা ক্ষোবের সঙ্গে জানায়,"ব্রিটেনে কুন গণতন্ত্র নেই,সব গণতন্ত্র বাংলাদেশে চলে এসেছে" এদের মধ্যে এক চুতিয়া আমাকে জানায়,"ক্যামেরুন যদি আগে আমাদের বলে রাখত তাহলে ভোটের আগের দিন রাত আমরা আমাদের গনতান্ত্রিকদের তাদের দেশে রপ্তানি করে দিতাম তাহলে আগের রাতেই ফলাফল নির্ধারণ হয়ে যেত" কেউ কেউ আমাকে আরও আশার বানী শুনালেন,"বাংলাদেশ এখন গণতন্ত্রে স্বয়ংসম্পূর্ণ এখন সরকার চাইলেই আমাদের গণতন্ত্র বিদেশে রপ্তানি করে প্রচুর বইদাশিক মুদ্রা আয় করা সম্ভব,কারন পৃথিবীর একমাত্র বাংলাদেশী গণতন্ত্রেই ভোটে জয়ের নিশ্চয়তা প্রদান করে,এখানে হারার কুন সম্ভবনা নেই"""""!!!!!!!
আবার কেউ কেউ সীমান্ত দিয়ে গণতন্ত্র অবৈধভাবে বিদেশ প্রাচার হওয়ার কথা বলেন, যার প্রমান হিসাবে সর্বশেষ পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনের দিকে আঙ্গুল তুলেন,যেখানে এইবারের নির্বাচনে প্রচুর ভোট জালিয়তি,ভোট কেন্দ্র দখলের খবর শুনা গেছে।একজন বিশেষ-অজ্ঞ এই জন্য তৃপ্তির ঢেকুর তুলে আমাকে জানান এগুলো সবই আমাদের একার কৃতিত্ব!!!!

ব্রিটেনে কেন গণতন্ত্র নেই? এই প্রশ্নের উত্তরে সবগুলো চুতিয়া একই উত্তর প্রদান করেন,নিম্নে তা দেওয়া হলঃ

১। মৃত ব্যক্তিরা ব্রিটেনে ভোট দিতে পারে না কিন্তু আমাদের এই বঙ্গস্থানে মৃত,জীবিত নির্বিশেষে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে!!!!!
২।ব্রিটেনে ভোটারের উপস্থিতির হার ১০০% এর মধ্যে থাকে যেটা আমাদের দেশে ১১০% এর নিচে নামার কুন সম্ভবনা নেই,তবে তিনি একটা আশঙ্কার কথা জানালেন যে,"যখন দেশে স্বৈরশাসক ক্ষমতায় থাকে তখন ভোটারের উপস্থিতির হার কমে যাওয়ার সম্ভবনা থাকে তবে মাসাল্লাহ আমাদের দেশে ১০০% উপরেই থাকে"!!!!
৩।আমাদের দেশের গণতন্ত্র খুবই লিবারেল গণতন্ত্র,কারন আমাদের বঙ্গদেশে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া যায় খুবই সহজে যেটা ব্রিটেনে দেওয়া যায় না!!!!
৪।আমাদের দেশে রাজনীতিবিদরা ভোটকে একটা সফল ব্যবসায়ে পরিণত করতে পেরেছে তিনি জানান যদিও এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়েছে(আমি এই জন্য তাৎক্ষনিক দাড়িয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি), "আমাদের গণতন্ত্রে এখন শুধু টেকা আর টেকা" তিনি আরও জানান ভোটের আগের রাত আমাদের দেশের গণতন্ত্রে ভোটারদের কাছে ৫০০/১০০০ টাকার নোট গায়েবিভাবে নাজিল হয়,তিনি হেসে বলেন ব্রিটেনের গণতন্ত্রে ৫০০/১০০০ টাকার নোট বলে কিছু নেই!!!
৫।আমাদের দেশের গণতন্ত্রে কোন বিরোধীদলের ঝামেলা থাকে না,যেটা অন্যান্য দেশের গণতন্ত্রে থাকে!!
৬।আমাদের দেশে একজন গণতন্ত্র প্রেমী পুরো গ্রামবাসীসহ তার চৌদ্দগুষ্টির ভোট দিয়ে সাহায্য করতে পারে যেটা অন্য দেশে দেওয়া যায় না!!!!

তবে কয়েকজন সিনিয়র নায়েবে ভাঁড়প্রাপ্ত গণতান্ত্রিক আমীর আমাকে এখনকার রাজনীতিবিদদের আদব লেহায়েজ নিয়ে প্রশ্ন তুলেন!!"আগে ভুট আসলে সালাম কালাম করত এখন কুটি কুটি টেকা নিয়ে ...........................!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্র মানে শুধু সঠক ভোট নয়।

ডালে বসে ডাল কাটার ছবিটা পছন্দ হয়েছে; ২ জনই কি আপনি?

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৪৭

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনি ঠিক ধরেছেন গণতন্ত্র মানে ভোট নয়।আমি এখানে শুধু ভোট নিয়ে যে কুৎসিত রাজনিতি চলে ঐদিকটা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।সময় পেলে অন্যদিন অন্যদিকটাও তুলে আনতে চেষ্টা করব।


তবে,গণতন্ত্রে ভোট হচ্ছে সবচেয়ে বড় উপাদান।আপনি ভোট এবং গনতন্ত্রক,দুটাকে যদি পরিপূরক হিসেবে ধরেন তাহলে কিন্তু অনেক বড় ভুল হবে না।আমাদের দেশের অনেক মানুষ নির্বাচন আসলে কয়েকটা টাকা পায় এটাকেই তারা গণতন্ত্র বুঝে।আবার একেউ কেন্দ্র দখল করাকে গণতন্ত্র বুঝে আবার কেউ প্রশাসনের অবৈধ হস্তক্ষেপে নির্বাচিত হওয়াকেই গণতন্ত্র বুঝে!!!

উপরের দ্বিতীয় ছবিটা দ্বারা আমরা বুঝি,আমরা কিভাবে নিজেরাই নষ্টদের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাহায্য করে নিজেদের ধ্বংস নিজেরা ত্বরান্বিত করছি।

২| ২৫ শে জুন, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



টাইপো ----> সঠক
হবে ----->সঠিক

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৪৮

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ঠিক বুঝলাম না?

৩| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:১৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫০

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ধন্যবাদ আপনার প্রশংসার জন্য।

৪| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৪১

কল্লোল পথিক বলেছেন:




যতার্থই বলেছেন।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৫২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
এখন যা অবস্থা যথার্থও বলা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.