নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসাবাদের সময় আপনার কি কি অধিকার রয়েছে.................জেনে নিন

১৫ ই মে, ২০১৬ রাত ১২:৫২

পুলিশের তদন্ত কাজে অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।অপরাধ বা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন।অপরাধ বা অপরাধি সম্পর্কে প্রকৃত তথ্য প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

নিচে জিজ্ঞাসাবাদের সময় আপনার অধিকারগুলো উল্লেখ করা হলঃ
১। আপনার বিপক্ষে সাক্ষ্য হিসাবে কোন বক্তব্য দিতে আপনাকে কোন প্রকার বল করিতে পারিবে না।

২। এমন কোন বক্তব্য বা প্রশ্নের উত্তর দেওয়া আপনার উচিত হবে না যা আপনাকে কোন অপরাধে দোষী সাব্যস্ত করে।[সংবিধানের ৩৫(৩) অনুচ্ছেদ এবং ফৌজধারি কার্যবিধির ১৬১(২) ধারা]

৩। যে অপরাধে আপনাকে অভিযুক্ত করা হয়েছে সে অপরাধ স্বীকার করার জন্য পুলিশ আপনাকে কোন প্রকার হুমকি প্রদান করলে, প্রলোভন দেখালে বা বাধ্য করলে তা ফৌজধারি বিচারের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না।[সাক্ষ্য আইনের ২৪ ধারা]

৪। জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন করার সময় সকল প্রকার লাঞ্ছনা,অপব্যবহার বা নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার প্রত্যেকের রয়েছে।

৫। জিজ্ঞাসাবাদের সময় কোন বক্তব্যে আপনার স্বাক্ষর করার প্রয়োজন নেই।[ ফৌজধারি কার্যবিধির ১৬১(১)ধারা]

৬। ম্যাজিস্ট্রেট এর অনুপস্তিতিতে পুলিশের নিকট দেয়া কোন বক্তব্য আদালতে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না।[সাক্ষ্য আইনের ২৬ ধারা]

৭। আপনি যে অপরাধ করেছেন সে অপরাধ যদি আপনি স্বীকার করতে চান তাহলে আপনি ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে দিবেন।

৮। আপনি যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন তাহলে এই স্বীকারউক্তি আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে।

আপনি উপরুক্ত অধিকার গুলো ঠিকমত পাচ্ছেন?? মনে রাখবেন এটা আপনার অধিকার।

উৎসঃ বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি
অপরাধ বিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


পুলিশ যতকিছু বলুক, আমার প্ল্যান, আমি বলবো, আমি শামীম ওসমানের বোনের ছেলে।

১৬ ই মে, ২০১৬ রাত ১:৪৯

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ভাই আইন তার নিজস্ব গতিপথে চলে।আপনি কি সামিম উসমানের বোনের ছেলে পরিচয় দিলে মাফ পেয়ে যাবেন??
আর যেদিন শামিম উসমান নিজে ধরা পরবে ঐদিন কার পরিচয় দিবেন??

২| ১৫ ই মে, ২০১৬ রাত ১:৪১

সাফকাত আজিজ বলেছেন: একটা কথা, যেই অধিকার গুলা বলা হলো সেই অধিকার গুলা কি সত্যি জেলগেটে দেওয়া হয় ?! যদি দেওয়াই হত তাহলে অনেক বড় বড় আসামী রিমান্ড বা জিজ্ঞাসাবাদকে এত ভয় পায় কেন ?

১৬ ই মে, ২০১৬ রাত ১:৫৩

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: উপরে বর্ণিত সবগুলো অধিকার দেওয়া হয়না পুরোপুরিভাবে কারন মানুষের অজ্ঞতার জন্য।আপনার অধিকার কেউ দেবে না আপনাকে আদায় করে নিতে হবে। আমাদের অভিযুক্তরা এই বেপারে সচেতন নয়।
ধন্যবাদ।

৩| ১৫ ই মে, ২০১৬ রাত ১:৪৮

মনির হোসেন সরদার বলেছেন: পুলিশ তার আইনকে সর্বদা বড় করেই দেখেন।কিন্তু গনতান্ত্রিক দেশে বাস করে জনতার পক্ষে আইন টিকে থাকতে পারে না।এটা শুধু কাগজে কলমে।যে পেড়েছে সে ক্ষমতা বান।

১৬ ই মে, ২০১৬ রাত ১:৫৮

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: পুলিশ তার আইনকে সর্বদা বড় করেই দেখেন।কিন্তু গনতান্ত্রিক দেশে বাস করে জনতার পক্ষে আইন টিকে থাকতে পারে না।এটা শুধু কাগজে কলমে।যে পেড়েছে সে ক্ষমতা বান।[/sb

ভাই আপনার কথা পুরোপুরি সত্য নয়।এখনো দেশে অনেকে ন্যায় বিচার পাচ্ছে।এখনো দেশে আইনের শাসন আছে বলে দেশ পুরোপুরি নষ্টদের হাতে চলে যায় না।
এখনো দেশে যুদ্ধঅপরাধীদের বিচার হচ্ছে।হতাশ হবেন না।

৪| ১৫ ই মে, ২০১৬ রাত ২:০৭

পাউডার বলেছেন: এইসব ধারা কে মানে? ডিম থেরাপি দিয়া যার শুরু...

১৬ ই মে, ২০১৬ রাত ২:০৩

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: এইসব ধারা কে মানে? ডিম থেরাপি দিয়া যার শুরু...

ভাই এই কথার যুক্তি কতটুকু তা আমি বলতে পারব না, তবে এই ডিম থেরাপি বলে কিছুর আস্তিত্ত আছে কি না তা আমি জানি না।
ভাই আপনার বা আমার কাছে অনেক কিছুই মনে হতে পারে কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন।

৫| ১৫ ই মে, ২০১৬ ভোর ৪:২৭

মামুন আকন বলেছেন: আমরা শুধু আইনের ধারা গুলোই দেখি,,,,,বাস্তবে কতটা কি এই শুবিধা গুলো পাই।???

১৬ ই মে, ২০১৬ রাত ২:০৭

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আমরা শুধু আইনের ধারা গুলোই দেখি,,,,,বাস্তবে কতটা কি এই শুবিধা গুলো পাই।???

ভাই আইনের ধারাগুলো বাস্তবায়নের জন্য আপনি এবং আমাকেই এগিয়ে আসতে হবে কারন এগুলো কেও এসে দিয়ে যাবে না। পরিবর্তন আমার থেকে প্রথম শুরু করতে হবে।আমাদের এই নিয়ে লেখা লেখি করতে হবে সবাইকে অধিকার সম্পর্কে জানাতে হবে।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২২

রাকু হাসান বলেছেন: জেনে রাখলাম.কিন্তু এমন সুযোগ পাওয়া দুষ্কর.....আপনার নতুন লেখা প্রত্যাশা করছি

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.