নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম বনাম চুলকানি...........................

১১ ই মে, ২০১৬ রাত ৮:৪১

এই আমাদের প্রিয় বঙ্গদেশে নাকি একসময় ১ টাকায় ৮ মন চাল পাওয়া যেত, এখন আবার সেই শায়েস্তা খাঁর সময় সমহিমায় ফিরে এসেছে তবে এখন আর চাল পাওয়া যায় না এখন গাঁজা পাওয়া যায়!!! আমাদের বঙ্গদেশে গাঞ্জিকা সেবনকারীর সংখ্যা চক্রবৃদ্ধি হারে যে বাড়িতেছে তাহা চারিপাশের পরিবেশকে একটু ভালভাবে দেখিলেই খুব সহজেই অনুমেয়, আমি খুব ছোট বেলায় আমার এক দূরসম্পর্কের খুড়াকে প্রথম গাঁজা সেবন করিতে দেখিয়াছিলামএবং ইহার ফলশ্রুতিতে তাহাকে রেললাইন সোজা করার মত ব্যর্থ প্রচেষ্টা দেখার সৌভাগ্য হয়েছিল!!! আসলেই কি রেললাইন বাঁকা ছিল? নাকি গাঞ্জিকা নামক অমৃত খওয়ার ফলশ্রুতিতে তাহার বুদ্ধির শ্রীবৃদ্ধি ঘটিয়াছিল!!!? ফলে সোজা রেললাইনকেও বাঁকা দেখিতে পাইয়াছিল,সারকথা হচ্ছে, গাঁজা খাওয়ার ফলে তাহার মস্তিস্ক বিকৃত ঘটিয়াছিল। আজি হতে প্রায় ১ দশক আগে যখন এই ঐতিহাসিক ঘটনাটি ঘটিয়াছিল, তখন বুঝিতে পারি নাই বটে,তবে ইহার প্রভাব যে আমাদের বাস্তব জীবনে রহিয়াছে,তাহা আজিকে আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে এসে প্রমান পেলুম। কিছু মাথা মোটা উর্বর মস্তিষ্কসম্পন্ন গবেট মার্কা প্রাণী রহিয়ছে তাহারা কি জিব পদার্থ না জড় পদার্থ তাহা নিয়ে আমি যথেষ্ট সন্দেহর মধ্যে দিনপাত করিতেছি। তাহাদের জীবনেও গাঁজার ব্যাপক প্রভাব রহিয়াছে,কিভাবে বুঝতে পারলুম জানেন?? এই যে ধরুন তাহারা সারাটা জীবন শুধু ধর্মের বিরুদ্ধে জেনে না জেনে, বুঝে না বুঝে অপবাদ দিয়ে এসেছে,এই গবেটগুলু নিজেরা যে, গাঁজার ভ্রমেরঘোরের মধ্যে রহিয়াছে তাহা নিজেরা বুঝিতে পারিতেছে না।এরা গাঁজা সেবনকারী ব্যক্তির মত শুধু ধর্মকে বাঁকা দেখিতে পায়!!!!! আর নিজের গাঁজার ঘোরের কথা আজন্ম অজানা থাকিয়া যায়।only Gaja# is real#

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.