নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
এখন আর নিজেকে বড় একা মনে হয় না ;
কারন, নিজের একাকীত্বগুলোকে গলা টিপে হত্যা করে নিয়ে এসেছি
কিছু কৃতিম ভালোলাগা।
নিজেকে এখন আর একা মনে হয় না;
কারন, নিজের একাকীত্বগুলোকে মিশিয়ে দিয়েছি
কিছু ভালো কবিতার শব্দের সাথে,
হয়তো ছন্দ হয়ে দূরে কোথাও বাতাসে মিশে গিয়ে হারিয়ে যাবে।
নিজেকে এখন আর বড় একাকীত্ব মনে হয় না;
কারন,নিজের গোমোট একাকীত্বগুলোকে বেঁধে দিয়েছি সুদূর সাইবেরিয়া থেকে উষ্ণতার খুঁজে আসা অতিথি পাখির ডানায়,
হয়তোবা ঐ দুঃখগুলো অতিথি পাখির ডানার ভেতর লুকিয়ে চলে যাবে নাম না জানা কোন দেশে।
নিজেকে এখন আর বড্ড একা মনে হয় না;
কারন,নিজের একাকীত্বগুলো পেয়েছে হয়তবা কোন নগ্ন উষ্ণতার ছোঁওয়া;
সেই উষ্ণ ছোঁওয়ায় আমার দুঃখগুলো হয়তোবা গলে গিয়ে কোন এক বিষণ্ণ সন্ধায়
চোখের অশ্রু হয়ে ঝরবে অঝোর ধারায়।
মোহাম্মদ ফরহাদ মিয়াজি
ঢাকা বিশ্ববিদ্যালয়
৫-৫-১৬ইং
০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৫
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনাকে সামান্য একটু মুগ্ধ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
২| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৩০
রিপি বলেছেন: আহা একাকীত্ব থেকে মুক্তি পাবার কি তীব্র বাসনা। যত যাই করা হোকনা কেন এই একাকীত্ব থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। কবিতা ভালো লেগেছে।
১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগার জন্য।
আসলে কিছু মানুষের জীবনটা প্রকৃত অর্থেই একা।তাই আমিসহ তাদের যারা একাকীত্বের যন্ত্রণায় ভুগতেছে তাদের জন্য আমার এই কবিতা।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:১৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর লিখেছেন, পাঠে মুগ্ধ হলাম।