নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি পাশাপাশি সামাজিক মাধ্যমে এবং ব্লগে টুকটাক লেখার চেষ্টা করছি।

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ › বিস্তারিত পোস্টঃ

বস্তুর কি কোন নিজস্ব ক্ষমতা আছে?

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৯:৫৬

আমার কাছে দুনয়িার কোন বস্তুর ক্ষমতাকেই এবসুলেট ক্ষমতা বলে মনে হয় না,যেমন ধরুন আপনি এবং আপনার দাদা একই প্লেটে একই খাবার খাইতেছেন,একই গুণ ও মানসম্পন্ন খাবার , এবং এই খাবারগুলু একই উৎস থেকে আসিয়াছে কিন্তু আপনি এই খাবারের সাহায্যে আপনি আপনার কৈশোরের উদ্দমতাকে অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করিতেছেন আর আপনার দাদা!! তিনি বার্ধক্যকে ছাড়িয়া মৃত্যুকে আলিঙ্গন করিবেন !! কি অবাক হচ্ছেন! এখন আপনিই বলুন যদি এই বস্তুর যদি আসলেই কিছু করার ক্ষমতা থাকত তাহলে ত আপনি আপনার অবস্থানে চিরদিন থাকতেন আর আপনার দাদা সে তার অবস্থানে থাকত।

তাই আপনাকে বুঝিতে হইবে কেউ একজন এমন রহিয়াছেন যিনি প্রত্যেক বস্তুর স্বাভাবিক ক্ষমতাকে ধ্বংস করিয়া তাহার ক্ষমতাকে প্রত্যেক বস্তুর মধ্যে প্রতিষ্ঠা করিতে সক্ষম এবং যেখানে বিজ্ঞানের কোন যুক্তি খাটিবে না।

বি:দ্রঃ এইখানে পোষ্টদাতা সহজ যুক্তি এই জন্যই ব্যবহার করিয়াছেন যাহাতে সবার বোধগম্য হয়, ঐ যে প্রমথ চৌধুরির একটা কথা আছে না অল্প কোথায় বুঝাইতে সক্ষম হইলে বেশি কথার দরকার কি। তাই সহজ যুক্তি ব্যবহার করিয়াছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৫৮

নতুন বলেছেন: এখন আপনিই বলুন যদি এই বস্তুর যদি আসলেই কিছু করার ক্ষমতা থাকত তাহলে ত আপনি আপনার অবস্থানে চিরদিন থাকতেন আর আপনার দাদা সে তার অবস্থানে থাকত।

শতবছর আগে এটা ঠিক ছিলো।

এখন মানুষের গড় আয়ু বাড়ছে... কেন?

এখন ভ্যাকসিন, ওষুধ , চিকিতসা ভাল হয়েছে...

০৫ ই মে, ২০১৬ সকাল ৭:৪৫

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ধন্যবাদ আপনার যৌক্তিক মন্তব্যের জন্য।

আচ্ছা কিছুদিন পূর্বে সৌদি আরবের বাদশাহ মারা গেলেন,এখানে আপনি তার মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন?আমাদের চিকিৎসা ব্যবস্থা নাকি ভিন্ন কিছু?

তাকে ত তাবৎ দুনিয়ার বিখ্যাত সব চিকিৎসকের কাছে নিয়েছিল?

এটাকে কি আপনি চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতা বলবেন?

২| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৫

নতুন বলেছেন: চিকিৎসা বিজ্ঞান এখনো মৃত্যুকে জয় করতে পারেনাই।

কিন্তু বিশ্বের মানুষের গড় আয়ু বাড়ছে কেন?

আস্তে আস্তে মানুষ ঐ দিকেই আগাচ্ছে ভাইজান..

০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৭

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: মানুষের গড় বয়স এখন আগের থেকে বৃদ্ধি পাচ্ছে এর কিছু কারন আছে যেমন সামাজিক নিরাপত্তা বাড়ছে, শিশু মৃত্যুর হার হ্রাস পাচ্ছে, স্বাস্থ্য সচেতনতা আগের থেকে বাড়ছে, শিক্ষার বাড়ছে তার পাশাপাশি মানুষ এখন অনেক মরন ব্যধি রোগকে নিজের নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়েছে। উপরের কথা গুলো যেমন সত্য এর পাশাপাশি আরও বড় কিছু সত্য আছে যেমন ধরুন এই যে আপনি একজন বিশ্বখ্যাত ডাক্তার এর কাছ আপনার রোগের জন্য চিকিৎসা নিয়েছেন এবং খুব ভালো ফল লাভ করিয়াছেন, এখন আমি একই রোগের জন্য একই ডাক্তার এর কাছে গিয়ে একই পথ্য নিয়েছি কিন্তু আমার অসুস্থতা হ্রাস পাইবার পরিবর্তে বরং দীগুণ হারে বাড়িয়াছে এখন আপনি এই টার্মকে কিভাবে সংজ্ঞায়ন করবেন??????



আমাদের সমাজে উপরের ঘতনাগুলো যেমন ঘটিয়া চলিয়াছে ঠিক তেমনি নিচের ঘটনাগুলোও ঘটিয়া চলিয়াছে।

৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫২

নতুন বলেছেন: মৃত্যু অবশ্যই চ্যালেন্জিং.... সেটার ব্যাপারে সব কিছুই ঠিক আছে...

কিন্তু বস্তু ব্যবহারে যদি এই মৃত্যুকে দুরে সরানো যায়, গড় আয়ু বাড়ানো যায়, তবে সেটা অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের অবদান...

মৃত্যুর বিষয়টা সৃস্টির শুরু থেকেই হয়ে আসছে.... তাই এটা এখনই জয় হয়ে যাবে সেটা তো নয়।

কিন্তু এখন মানুষ মৃত্যু কে অনেকটাই দুরে সরাতে পারছে... ভ্যাসকিন..ওষুধ.. এখন অনেক প্রানঘাতী অষুখ থেকে মানুষকে মরার হাত থেকে বাচায়..

যেমন ধরুন এই যে আপনি একজন বিশ্বখ্যাত ডাক্তার এর কাছ আপনার রোগের জন্য চিকিৎসা নিয়েছেন এবং খুব ভালো ফল লাভ করিয়াছেন, এখন আমি একই রোগের জন্য একই ডাক্তার এর কাছে গিয়ে একই পথ্য নিয়েছি কিন্তু আমার অসুস্থতা হ্রাস পাইবার পরিবর্তে বরং দীগুণ হারে বাড়িয়াছে এখন আপনি এই টার্মকে কিভাবে সংজ্ঞায়ন করবেন??????

এটা তো ভাই হাস্যকর যুক্তি<<<< আপনার এবং আমার শারীরিক পাথ`ক্য অনেক .... সেই পাথক্যই অসুস্হতা হ্রা/বৃদ্ধিতে ভুমিকা পালন করে... আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আমার থেকে আলাদা...

কিন্তু যদি আপনার মাথা ব্যাথা হয় তবে প‌্যারাসিটামল খেলে মাথা ব্যাথা কমে যাবে.. সেটা আমারও হবে.... আমেরিকার ওবামারও হবে... ওসামা বিন লাদেনেরও হবে..

এই ভাবে চিকিৎসা বিজ্ঞান আস্তে আস্তে মানুষের শরীরের কাজ করার রহস্য. বুড়ো হবার রহস্যের সমাধান করবে এবং হয়তো এক সময় মৃত্যুকেও জয় করা সম্ভব হবে..

আপনিও নিজে বস্তু ( ঔষুধ, চিকিৎসা পদ্বতী) ব্যবহারর করেন অসুস্হ হলে.... যদি ব্যবহার না করতেন তবে মৃত্যু আপনাকে ডেকে নিতো....

চিকিৎসা বিজ্ঞানের এতো সব সুবিধা নিয়েও যদি তাকে অস্বীকার করেন তবে কিভাবে হয়?

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আপনিও নিজে বস্তু ( ঔষুধ, চিকিৎসা পদ্বতী) ব্যবহারর করেন অসুস্হ হলে.... যদি ব্যবহার না করতেন তবে মৃত্যু আপনাকে ডেকে নিতো[/si

আমি আপনার এই বিশ্বাসটা মানতে পারলাম না কারন আমি বিশ্বাস করি আমার মৃত্যু অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়াটা একমাত্র আল্লাহর ইচ্ছাই ঘটিবে।
কত লোকই ত ঔষধ এবং ভালো ডাক্তার এর কাছে গিয়েছিল তারা সবাই কি মৃত্যুকে এড়িয়ে যেতে পারছে?


তবে আমি শুধু একজন মানুষ হিসাবে চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহ্‌তালা করবেন এটুকুতে বিশ্বাস রাখতে পারি।

৪| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

নতুন বলেছেন: আমি আপনার এই বিশ্বাসটা মানতে পারলাম না কারন আমি বিশ্বাস করি আমার মৃত্যু অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়াটা একমাত্র আল্লাহর ইচ্ছাই ঘটিবে।
কত লোকই ত ঔষধ এবং ভালো ডাক্তার এর কাছে গিয়েছিল তারা সবাই কি মৃত্যুকে এড়িয়ে যেতে পারছে?



মানুষ এখনো মৃত্যুকে এড়াতে পারছে না। কিন্তু যদি আগেের মতন সহজ মৃত্যু এখন হয় না..

বত`মানের চিকিতসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে পড়ুন... জানুন... তবে বুঝতে পারবেন যে তটকুটু এগিয়েছে...

তবে সামনের শতবছরে বা হাজার বছর পরে কতটুকু এগুতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে.... তখন মৃত্যুকে জয় করা অসম্ভন না।

১৪ ই মে, ২০১৬ রাত ১:০১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আর হাজার বছর পর্যন্ত যে পৃথিবী টিকিয়া থাকিবে এই নিশ্চয়তা কে দিবে????

৫| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে। সৃষ্টির আদি হইতে ইহাই সত্য হইয়া আসিয়াছে।

১৪ ই মে, ২০১৬ রাত ১:০৪

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কিন্তু কিছু সল্পজ্ঞানী এইটা সহজে মানতে রাজি নয়।
তাহারা তাহদের বিদ্যার জোরে অনেক আকাশ কুসুম কিছু ভাবিয়া থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.