নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
চারিদিকে র’টে গেল-
শরীয়ত ও বিপ্লবের উটের পিঠে চ’ড়ে
সাম্যবাদী সূর্য এলে বৈষম্য হবে দূর,
এখন দেখি লুট হচ্ছে আমার ভাগের রোদ্দুর!
চারিদিকে র’টে গেল-
বন্ধ হবে রক্তপাত ও হানাহানি
উৎখাত হ’লে ফ্যাসিবাদী জালিম,
এখন দেখি রাজপথে লক্ষ মেজর ডালিম!
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস
মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।
বিনম্র শ্রদ্ধা।
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১
মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
পুরানমানব বলেছেন: মেজর ডালিম
খাইয়া দিয়েছিলো এক রক্তচোষা জালিম।
রোদ্দুরে আজ গা ভাসাইয়া জনগণ লইতাছে স্বস্তির নিশ্বাস
বিষাক্ত রক্তের ধারা আবার নিপাত গেলো জনতা পাইলো আশ্বাস।
রটে নাই কিছু রটে নাই , সবই যে কর্মফল
এখনো কিছু রহিয়া গিয়াছে হিংস্র শকুনের দল।
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯
আরশাদ রহমান বলেছেন: যদি সংখ্যা গরিষ্ঠ আনন্দ পায়, সুখ পায় তবে কি বলব আর। হয়তো আমরা স্বাধীনতা মানে এই চাই।
দুর্নীতি দূর হোক মনে প্রাণে চাই। শাস্তি হউক তাও চাই। কিন্ত আমরা ভারত ভেঙে পাকিস্তান আর পাকিস্তান ভেঙে বাংলাদেশ কেন চেয়েছিলাম সে ব্যাপারে হয়তো নিশ্চিত ছিলামনা। তাই সমগ্র জাতি এমন কিছু ঠিক করতে পারিনি যে বিষয় গুলো সযতনে লালন করা সবার দায়িত্ব মনেকরি।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: যাক অনেকদিন পর তবুও কবিতা ছড়া স্টাইলে পোস্ট আসছে। অনেক বেশি ভারি ভারি পোস্টে মাথা তালগোল পেকে যাচ্ছিলো ভাইয়া।