নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
রাষ্ট্র আমাকে শাসন-শোষণে পিষে ফেললে
কিংবা বিনা অপরাধে গুলি ক’রে মারলেও
আমি কখনও নিজেকে ‘রাজাকার’ ব’লে স্লোগান দেব না
কারণ আমি জানি, রাজাকার মানে কী।
রাজাকার মানে- সোহাগপল্লীর নারীদের সিঁথির সিঁদূর মুছে ফেলা অকালের হড়পা বান
রাজাকার মানে- সারা বাংলাদেশের অসংখ্য নারীর পরনে বিষাদের সাদা থান।
রাজাকার মানে- অসংখ্য শিশুর শৈশব লুট, অপরিপক্ক কাঁধে সংসারের জোয়াল।
রাজাকার মানে- লুণ্ঠনকারী, খুনি, ধর্ষক, গণহত্যাকারী
রাজাকার মানে- নিজের মা-বোনকে অন্যের শয্যায় পাঠানো এক পাষণ্ড জানোয়ার।
রাষ্ট্রের শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমার মাতৃভাষায় আছে-
সূর্যের মতো উত্তাপময় বিপুল শব্দভাণ্ডার
রাজাকার তো রৌদ্রকরোজ্জ্বল সভ্যতায় নেমে আসা ঘুটঘুটে অন্ধকার!
ঢাকা
১৫ জুলাই, ২০২৪
১৫ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৯
মিশু মিলন বলেছেন: সুতরাং এ শব্দটির বিলুপ্তি প্রয়োজন।
রাজাকার শব্দ বিলুপ্ত হওয়া মানে ইতিহাসের একটি অধ্যায় বিলুপ্ত হওয়া। যারা রাজাকার শব্দের বিলুপ্তি যারা চায়, তাদের রাজনৈতিক দর্শন বুঝতে অসুবিধা হয় না।
প্রধানমন্ত্রী শব্দটি কিভাবে ব্যবহার করবেন সেটা তার ব্যাপার, এর বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে। কিন্তু সেজন্য রাগ বা অভিমান করে কোনোভাবেই আমি স্লোগান দিতে পারি না যে -আমি রাজাকার।
তাতে রাজাকারের অপরাধ লঘু হয়ে যায়। রাজাকার একটি ঘৃণ্য শব্দ, ঘৃণ্য চরিত্র।
২| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৮
এক্সম্যান বলেছেন: ওরা নিজেই নিজেদের রাজাকার বলেনি.... আপনার পোষ্ট অর্থহীন।
রাজাকার শব্দটা যত্র-তত্র ব্যাপক অপব্যাবহারের কারনে এখন আর অত অর্থ বহন করেনা। যার বাবার জন্মই যুদ্ধের অনেক পর তাকেও রাজাকারের সন্তান বলা হচ্ছে। প্রমাণিত বীর মুক্তিযোদ্ধাকেও রাজাকার বলা হচ্ছে শুধুমাত্র মতের মিল না হওয়ার কারনে বা রাজনৈতিক মতপার্থক্যর কারনে।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪০
মিশু মিলন বলেছেন: ওরা রাতে স্লোগান দিয়েছে- 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।' এটা নিয়ে বিতর্ক হওয়ার পর ভিডিও সরিয়ে নিয়েছে।
কে কিভাবে রাজাকার শব্দটি ব্যবহার করবে, সেটা তার ব্যাপার। কিন্তু সেজন্য রাগ বা অভিমান করে কোনোভাবেই আমি স্লোগান দিতে পারি না যে -আমি রাজাকার।
তাতে রাজাকারের অপরাধ লঘু হয়ে যায়। রাজাকার একটি ঘৃণ্য শব্দ, ঘৃণ্য চরিত্র।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:০২
মিশু মিলন বলেছেন: এই ফেসবুক প্রোফাইলে গিয়ে ভিডিও দেখে আসুন ওরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে কি না।
https://www.facebook.com/shamima.dola
৩| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৩৮
কামাল১৮ বলেছেন: যারা মুক্তিযোদ্ধার পক্ষে তারাই মুক্তিযোদ্ধা।যারা রাজাকারের পক্ষে তারাই রাজাকার।আন্দোলন কারীরা ঘোষণা দিয়েই বলছে তারা রাজাকার।কি বিচিত্র এই দেশ।নেতৃত্ব চলে গেছে শিবিরের হাতে।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৫
মিশু মিলন বলেছেন: হ্যাঁ, শিবির ঢুকে পড়েছে। ধন্যবাদ।
৪| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২২
এক্সম্যান বলেছেন: কামাল১৮ বলেছেন: যারা মুক্তিযোদ্ধার পক্ষে তারাই মুক্তিযোদ্ধা।যারা রাজাকারের পক্ষে তারাই রাজাকার।আন্দোলন কারীরা ঘোষণা দিয়েই বলছে তারা রাজাকার।কি বিচিত্র এই দেশ।নেতৃত্ব চলে গেছে শিবিরের হাতে।
আপনি মনে হয় অবোধ, অবুঝ টাইপের কিছু একটা। ইভেন আমার মনে হয়না কনটেক্সটাও জানেন কেন ওরা ঐভাবে মিছিল করেছে।
আমি যদি আপনাকে রাজাকার বলি মাইন্ড করবেন??
৫| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজাকার মানে পাকি ক্যাম্পে জন্ম নেওয়া কিছু জারজ।
এক রাজাকার এর দালাল বলছে ৭১ পর যারা জন্ম নিছে তারা নাকি রাজাকার নয়।
ওরে রাজাকার, রাজাকার বাপদের মত যারা আচরণ করে তারাও রাজাকার। যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে রাজাকারদের মত কথা বলে ও কাজ করে তারাও রাজাকার।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৬
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ গোফরান। এই ব্লগেও রাজাকারের ছানাপোনার সংখ্যা অনেক।
৬| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৪
বিদ্রোহী পুরুষ বলেছেন: এটা গনমানুষের কথা। সাধারন মানুষকে রাজাকার ট্যাগ লাগায়ে, জঙ্গী ট্যাগ চেতনা ব্যবসা আর কতদিন করবেন।
আমরা বৈষম্য আর চেতনা ব্যবসামুক্ত বাংলাদেশ চাই।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৫
মিশু মিলন বলেছেন: বৈষম্যের বিরুদ্ধে, কোনো চেতনা নিয়ে ব্যবসা করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দোষের নয়।
৭| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২২
পুরানমানব বলেছেন: আপনি জানেন রাজাকার কী। অতীব ভালো কথা।
কিন্তু, মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন, মুজিব কন্যা ,মাদার অফ হিউম্যানিটি , বিউটি অফ বাংলাদেশ, ,গুপালি রানী,ভবিষ্যৎ নোবেল বিজয়ী , স্বৈরাচার বিরোধী , ব্যাংক খেকোদের জম ,আজিজ বেনজিরদের শত্রু, রোহিঙ্গ্যা মাতা, ভারত দাতা, মমতার ইলিশ বান্ধবী, জননেত্রী শেইখ হাসিনা জানেনা রাজাকার কী। তাই সকল কে রাজাকার বলিয়া গোস্যা দেখাইছে।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩০
মিশু মিলন বলেছেন: এসবের বিরুদ্ধে নিশ্চয় প্রতিবাদ হতে পারে। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমি 'রাজাকার' স্লোগান দিতে হবে কেন?
৮| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: ওরা রাতে স্লোগান দিয়েছে- 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।' এটা নিয়ে বিতর্ক হওয়ার পর ভিডিও সরিয়ে নিয়েছে।
কে কিভাবে রাজাকার শব্দটি ব্যবহার করবে, সেটা তার ব্যাপার। কিন্তু সেজন্য রাগ বা অভিমান করে কোনোভাবেই আমি স্লোগান দিতে পারি না যে -আমি রাজাকার।
তাতে রাজাকারের অপরাধ লঘু হয়ে যায়। রাজাকার একটি ঘৃণ্য শব্দ, ঘৃণ্য চরিত্র।
ওকে আপনার সাথে একমত। যদি কেউ অভিমান করে আমি রাজাকার বলে তাতে রাজাকারের অপরাধ লঘু হয়ে যায়, তাহলে যত্র-তত্র মতের মিল না হলেই সবাইকে রাজাকার বা রাজাকারের ছানাপোনা বললে রাজাকারের অপরাধ লঘু হয়ে যায় না?
১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:১২
মিশু মিলন বলেছেন: মতের মিল না হলেই কাউকে রাজাকার বলা হয়নি। রাজাকারের সন্তানদেরকেই রাজাকারের ছানাপোনা বলা হয়েছে।
৯| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১:২৪
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: মতের মিল না হলেই কাউকে রাজাকার বলা হয়নি। রাজাকারের সন্তানদেরকেই রাজাকারের ছানাপোনা বলা হয়েছে।
ওকে, কি মন্ত্রে আপনি জানলেন কার বাপ দাদা রাজাকার তা আপনিই জানেন। আমি বলতে চাচ্ছি রাজাকারের সংখ্যা মুক্তিযুদ্ধের সময় সম্ভবত ০.৫% এরও কম ছিল, তারা ছিল রেয়ার প্রজাতীর হারামি। এখন রেশিও ডাবল ধরলেওতো ১% এর বেশি রিয়েল ছানাপোনা হওয়ার কথা নয় কিন্তু ব্লগে দেখা যায় রাজাকার একটা কমন গালি, এর মানে কি ব্লগের একটা বিশাল অংশ ঐ ১%?
১৮ ই জুলাই, ২০২৪ রাত ১:৫৫
মিশু মিলন বলেছেন: মুক্তিযুদ্ধের সময়ের রাজাকারের আনুপাতিক সংখ্যা দিয়ে ব্লগের রাজাকারের ছানাপোনার আনুপাতিক সংখ্যার হিসাব করা বোকামি। আমরা যখন ব্লগে লিখতে শুরু করেছিলাম, তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অনেক বেশি ছিল। সেই সংখ্যাটা এখন অনেক কমেছে। অনেকেই ব্লগ ছেড়ে গেছে, ফেইসবুকে লেখে। অন্যদিকে স্বাধীনতাবিরোধীদের সংখ্যা বেড়েছে ব্লগে। পোস্ট আর কমেন্ট পড়লেই সেটা স্পষ্ট বোঝা যায়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৭:১৭
আরেফিন৩৩৬ বলেছেন: আপনার চেতনা জাগিয়া উঠেছে। আমি রাজাকার স্লোগানের পক্ষে নই, যেমন পক্ষে নই রাজাকার বলে গালি দেয়ার পক্ষে যারা মূলতই রাজাকার নয়। যেহেতু সেই রেসিস্টদের থেকে সাধারণকে সুরক্ষা দিতে পারেননি। সুতরাং এ শব্দটির বিলুপ্তি প্রয়োজন। এ শব্দটি অর্থহীনতা প্রয়োজন। স্বয়ং সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রধান অবৈধ স্বৈরাচার প্রধানমন্ত্রী যখন নিজের অন্যায়ের ঢাল হিসেবে এ শব্দটি ব্যবহার করেন, তাই নাটকীয় ভাবে এ শব্দটি ব্যাকফায়ার করেছে।
আর অত্যাচারের কথা বলতেঋেন তো! ১৬/১৭ বছরে সকল অত্যাচারের মাত্রা আমুলীগ ছাড়িয়ে গেছে। এখন তাদের সকল শব্দই ব্যাকফাশার করবে।