নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
আমি বলা যায় গুহাবাসী মানুষ। মূর্খ, অজ্ঞান মানুষ। নিজের ভেতরে গুটিয়ে থাকা আর যৎকিঞ্চিত লেখালেখি করাই আমার পছন্দ। তাই কোন্ কবি কোন গোত্রভূক্ত, কোন্ লেখক ধান্দাবাজ। এসব আমার জ্ঞানের বাইরে। তয় আমার একটা ব্যাপারে বড় আশঙ্কা। বাংলাদেশের মানুষ একডালে বেশিদিন বাসা বেঁধে থাকা পছন্দ করে না। তা সে ডাল যত ভালই হোক আর মন্দের ভালই হোক। বাসা বদলানো চাই-ই চাই। তাই আশঙ্কা এজন্যই যে ভবিষ্যতে বিজাত (বি,এন,পি-জামায়াত) যদি ক্ষমতায় আসে, আর তখন যদি ফরু মাজহার, শফিক রেহমানের মতো জ্ঞানপাপীরা বাংলা একাডেমী তে পাকিস্থান, আরব বা মধ্য প্রাচ্যের কোন সাহিত্য উৎসবের (ধরুন আল ছাবিলা, আল খাবিখা টাইপের) আয়োজন করে, তখন কি আটকাতে পারবেন? কি বলে তাদের আটকাবেন? তারা তো অতীতের উদাহরন টেনে আনবে। এধরণের ঘটনা ঘটতেই পারে। এখন যারা প্রতিবাদ করছেন এর বাইরে আর কারা প্রতিবাদ করবেন তা দেখার অপেক্ষায় রইলাম.........। অবশ্য ঘোলের লাউ আর অম্বলে কদুর সংখ্যা এদেশে নিতান্ত কম নয়!
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আগামী সরকারের মেজাজ ধরণ নিয়ে আলোচনা খুবই জরুরী।
অভিনন্দন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আগামী সরকারের মেজাজ ধরণ নিয়ে আলোচনা খুবই জরুরী।
অভিনন্দন।