নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
সংসারে কি কেবল সংসারী থাকবে?
এক-আধ গন্ডা বাচ্চা জন্মাবে
ভোর থেকে রাত অব্দি অর্থের পিছে ছুটবে
রাতে বাসায় ফিরে ঘড়ির কাঁটা ধরে খেয়ে
বিছানায় যাবে,
দেহঘড়ি ধরে খেলবে কিছক্ষণ বিছানার খেলা!
তারপর দেহের পাশে দেহ রেখে, লতার মতো দেহ জড়িয়ে,
ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোবে-সকাল এসে চৈতন্যে শিস না বাজানো পর্যন্ত!
এরই ফাঁকে দু-একটি বিলম্বিত সন্ধ্যা বা রাতে
কেউ কেউ গোপনে শরীরের আড়মোড়া ভেঙে আসবে উপ-পত্নীর ঘরে;
পাঁচকান হবে না!
সংসারে কি কেবল এমনতর মানুষই থাকবে,
সংসার বিবাগী থাকবে না!
সংসারে কি মানুষ কেবল সুখের পিছেই ছুটবে?
সুখের পিছে ছুটতে ছুটতে কেউ কেউ অন্যের সুখ খুন করে, হরণ করে।
সব খোয়ানো সেই মানুষটির কি হবে?
সংসার তাকে নিয়ে উপহাসের পান্ডুলিপি রচবে নাকি
সে-ও হবে আরেকজনের সুখ হন্তারক!
সংসারে কি সবাই সুখ হন্তারক আর সুখের ধারক-বাহক হবে,
দুখের প্রতিপালক কেউ কি হবে না!
কষ্টের চোখে কাজল টেনে কেউ কি রাত জেগে
অন্ধকার খোদাই করে লিখবে না বিরহের কবিতা!
কিংবা দুঃখের দোতারায় কেউ কি তুলবে না কূল ভাঙা বিবাগী সুর!
সবাই কি কেবল সুখের উর্বর জমিনে বুনবে স্বপ্নবীজ,
কেউ কি বেদনার ধু ধু বালুচর-ঊষর জমিনে
পুতবে না দু-একটি দুঃখের বাদাম গাছ!
সবাই কি কেবল একই বাঁধানো পথে হাঁটবে?
ভিন্ন পথে, বন বাদারে হেঁটে হেঁটে যে আবিষ্কার করবে আরেক সভ্যতা;
তাকে নিয়ে কি তোমাদের সাজাতেই হবে-‘বাউন্ডুলে আখ্যান’!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। দাওয়াত রক্ষা করবো!
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: বাহ! সুন্দর কবিতা তো
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগ আঙিনায় আপনাকে স্বাগতম.............
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর হইছে . ব্লগে দাওয়াত