নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
আগুন লেগেছে হৃদকুঞ্জে, এ নয় যজ্ঞের ধোঁয়া;
বিনীত কুঞ্জ, অতোটা চন্দন কাষ্ঠ কোথায় পাব!
কী ক’রে জ্বালবো ধুপ-ধুনো, সবই তো গেছে খোয়া
খুইয়েছি সব, এবার হয়তো নিজেও খোয়াবো!
জ্বলছে হৃদকুঞ্জ, বহিরঙ্গে জল ঢেলে কী হবে!
পারিস তো হৃদকুঞ্জের উপরে-নিচে, ডানে-বায়ে
আরো কিছু কাঠ-কুটো, সাজিয়ে বুনট ভালভাবে-
দাহ্য পদার্থ দে ঢেলে, যতটা সম্ভব যত্ন নিয়ে।
কে জ্বাললো আগুন নিষ্ঠুর হাতে, ক্যান বা জ্বাললো
কী হবে সে হিসাবের পুরনো ধুলট খাতা খুলে!
বাতাসের কানে চিরকূট গুঁজে, দোহাই সইলো-
পাঠাসনে আকাশে; বিবর্ণ সাদা থান খুলে ফেলে
শরতের বিধবা আকাশ, হাসবে আর কাঁদবে;
উলঙ্গ পাগলিনীর বেশে আছাড়ি-পিছাড়ি খাবে!
ঢাকা।
২৪.০৯.২০১৩
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
মিশু মিলন বলেছেন: পারি কোথায়, চেষ্টা করি! ধন্যবাদ। আমার ব্লগ আঙিনায় আপনাকে স্বাগতম!
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৫
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কিভাবে পারেন ভাই?