নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
তখন নদীটি যুবতী, তখন নদীটির মুখে দুকূল ছাপানো লাস্যময়ী হাসি।
মানুষের পূর্বপুরুষেরা নদীটির পুরুষ্টু বুকে
ডুবসাঁতার খেলতে খেলতে লোভের জাল বুনেছিল,
মানুষের পূর্বপুরুষেরা সীমাহীন কামনার বর্জ্য
সেঁধিয়ে দিয়েছিল নদীটির কোমল যোনিপথে!
মানুষের পূর্বপুরুষেরা ভালোবাসার কথা ব’লে
নদীটির গলা টিপে ধরেছিল!
এখন নদীটির মুখে বলিরেখা, এখন নদীটির বুকে বলিরেখা,
এখন নদীটির সারা শরীরে অসংখ্য বলিরেখা;
অথচ কথিত অন্সপরাদের মতো নদীরও কখনও বুড়ি হবার কথা ছিল না!
এখন বর্ষাকালের ভারী বৃষ্টিতে এই জনপদ তলিয়ে যায়
ফসল তলায়, ঘর-বাড়ি তলায়, মন্দিরের বিগ্রহ তলায়, তলায় মসজিদ-মাজার।
পুকুরের মাছ, গোলার ফসল ভেসে যায় জলে
মানুষেরা নিজেদের কপালের দোষ দেয় আর ভাবে সৃষ্টিকর্তা তাদের সহায় হলেন না!
এখন এই জনপদে কোনো আগন্তুক এসে নদীর কথা শুনলে-
নদীর কাছে ছুটে যাবার জন্য উদগ্রীব হয়।
নদীর পাড়ে হাওয়া খেতে, নদীর বুকে ডুবসাঁতার খেলতে,
নদীর মায়াসান্নিধ্য পাবার জন্যে তাদের ভেতরটা আকুলি-বিকুলি ক’রে ওঠে।
তারপর যখন তারা নদীর পাড়ে যায়, নদী তখন দূর্গন্ধ ছড়ায়!
বলিরেখার ভাঁজে ভাঁজে, কিংবা যোনির গহ্বরে জমে থাকে যেটুকু জল
তা থেকে কেবল দূর্গন্ধ ছড়ায়;
বোকা বনে যাওয়া আগন্তুকেরা তখন নদীকে গালি দেয়!
এইসব দেখে নদী হাসে মানুষের পূর্বপুরুষদের অপকর্মের কথা ক’রে
আপনমনে নিজের ভেতরে নদী, নিজেই কাঁদে!
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
এখন নদীটি পাগলী বেশে ধোঁকাবাজি খেলায় মেতেছে মানুষের সাথে,
উত্তরকালের উত্তরপুরুষ নদীটিকে খুঁজে পাবে, ইতিহাসের পিঙ্গল জঠর ঘেঁটে!
ঢাকা।
১১.১০.১৩
২| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০০
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগ আঙিনায়। ভাল থাকুন, সুন্দর থাকুন।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর. কবিতা! ভালো লাগা রইলো !
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো..............
৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
এখন নদীটি পাগলী বেশে ধোকাবাজি খেলায় মেতেছে মানুষের সাথে,
উত্তরকালের উত্তরপুরুষ নদীটিকে খুঁজে পাবে, ইতিহাসের জঠর ঘেঁটে
চমৎকার লিখেছেন! ভালো লাগা!
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো.............
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা ভালো করছেন । শুভেচ্ছা রইল কবি