নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
আমরা তোদের বধ করবো কবিতায়
সঙ্গীতে-নৃত্যে করবো বিনাশ
শব্দ-ছন্দ, সুর-তাল, লয়ে-করবো লয়।
নিঁখুত গদ্যে পিষে মারবো
তুলির আঁচড়ে ছিঁড়ে-ফুঁড়ে করবো রক্তাক্ত
আলো-আঁধারি মঞ্চে-পথনাটকে মারবো।
আরও যদি হয় অধিক প্রয়োজন
যে হাতে তুলে নিয়েছি কলম-তুলি
সুর তুলেছি বাঁশি-বেহালায়
ঝংকার তুলেছি সরোদ, তানপুরা-তবলায়
সে হাতে অস্ত্র নিয়ে ট্রিগার চাপতেও দ্বিধা করবো না।
রাজাকার মারবো, আল-বদর মারবো
রাজাকারের নষ্ট ঔরসজাত ভ্রষ্ট উত্তরপুরুষ
বাংলার মাটি থেকে নির্মূল করে ছাড়বো।
©somewhere in net ltd.