নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
কবির চোখের ভেতর উড়ছে ফাল্গুনের বাতাসে
আধপোড়া বইয়ের পাতা
টেবিলে পড়ে আছে বিষন্ন কলম
যে গেঁথেছিল বর্ণমালা।
ফুলেরা সব স্তম্ভিত, ভুলে গেছে গন্ধ বিলানো
ফাল্গুনের বাতাসের বইপোড়া গন্ধ
কবির ঘ্রাণেন্দ্রিয় ছাপিয়ে পৌঁছে গেছে
ছাপাখানা-বাঁধাইখানায়, প্রচ্ছদ শিল্পীর ভাবনায়
পাঠকের আঙ্গিনায়।
পাতালপুরীর বিষাক্ত সাপের ছোবলে
বিষে ম্লান হলুদ ফাল্গুন,
পোড়া ছাই উড়ে উড়ে বাতাসে
জমা হচ্ছে কবির হৃদয়ে-
যা কালো বর্ণ হয়ে বেরোবে কলমের ডগায়।
বইপোড়া গন্ধ ছাপিয়ে ছাপাখানা-বাঁধাইখানায় আবার ভাসবে
কালি, কাগজ আর নতুন বইয়ের গন্ধ।
আবার নতুন বই হাতে নিয়ে গন্ধ শুকবে প্রাণভরে
কবি, লেখক, পাঠক-
বইমেলা আছে যাঁদের হৃদয়ে।
বইমেলায় আগুন লাগেনি, বই পোড়েনি
আগুন লেগেছে সভ্যতার শিকড়ে
আগুন লেগেছে কবির চেতনায়
পুড়েছে তো কবির হৃদয়!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
মিশু মিলন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: আগুন এর দাবদাহে
একুশের দীর্ঘশ্বাস
কবি ও পাঠকের
বুকে হাহুতাশ
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মিশু মিলন বলেছেন: হুম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
তুন্না বলেছেন: আগুন লেগেছে সভ্যতার শিকড়ে
আগুন লেগেছে কবির চেতনায়
পুড়েছে তো কবির হৃদয়!
ঠিক বলেছেন। +++++++++++++