নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।
ধর্ষণ নয়, সম্পদ লুন্ঠন নয়
করেছি শব্দ লুন্ঠন রাতের আঁধারে
অভিধানের পাতা থেকে।
গুপ্ত হামলা নয়, হত্যা নয়
শব্দের পর বসিয়ে করেছি সেলাই।
এফোঁড় সেলাই, ও ফোঁড় সেলাই
কব্দ সেলাই ,শব্দ সেলাই।
রাত্রি শেষে যখন হলো ভোর
সেলাইয়ের তখন শেষ ফোঁড়।
সেলাই শেষে কাঁথার মতো
পাতা নিলাম হাতে-
শব্দরা আমার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে।
ধিক্কার দিয়ে বলে, 'এ তোদের কেমন বিচার?
এই কি তোদের সভ্য সমাজ?
যারা তোদের স্বজনের রক্তে মাটির ক্যানভাসে
এঁকেছে বিমূর্ত ছবি
তাদের বিচার নিয়েও দ্বিধার দোলাচলে
তোরা করিস প্রহসন!
আমাদের শব্দ সমাজ এমন নয়
সেখানে ঘৃনার জন্য আছে অবজ্ঞা-বিতৃষ্ণা
অন্যায়ের বিপরীতে ন্যায়,
খুনী-হত্যাকারীর জন্য আছে ফাঁসি।
অপরাধীর জন্য যেমনি আছে শাস্তি
তেমনি ভালবাসার জন্যও আছে স্নেহ, প্রীতি।
আমরা তোদের মতো কপট সভ্য নয়।
বেশ তো ছিলাম দুই মলাটের ভেতরে
ঘুমিয়ে বাদামী বিছানায়।
কেন ঘুম ভাঙালি!
কেন জাগালি!
কেনই-বা কাঁদালি!’
ধর্ষণ নয়, সম্পদ লুন্ঠন নয়
গুপ্ত হামলা নয়, হত্যা নয়
মাঝরাতে শব্দের ঘুম ভাঙিয়েছি।
শব্দের নামে শপথ কেঁটে বলছি
শব্দের মুখে ফোটাবো হাসি।
এখন প্রেয়সীর কোমল বুকে মুখ গুঁজে থাকবার সময় নয়
সময় নয় প্রিয় সন্তানের কচি আঙুল ধরে খেলা করবার
শব্দের কাঁন্না মুছে দিতে চলো গর্জে উঠি রাজপথে
নরপিশাচদের ফাঁসির দাবিতে।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
shfikul বলেছেন: ভালো লেগেছে।