নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

একই সাথে কিউট এবং হিপোক্রেট - মহান এই জাতি X( :||

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০



Hypocrisy শব্দটার বাংলা হচ্ছে ভন্ডামি।

ছবিটা দেখুন একবার, যে কেউই জানে বর্তমানের ২১শে ফেব্রুয়ারি (২০০৪ থেকে শুরু হয়ে ২০১৯ পর্যন্ত) উদযাপিত হয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে। তবে যেখান থেকে এই আন্দোলন, ভাষার জন্য আত্নত্যাগ এর উৎপত্তি সেই বাংলাদেশেই এই দিনটার উদযাপন মানে হচ্ছে -

১ - রাতের প্রথম প্রহরে কিংবা খুব ভোর বা সকালে গিয়ে শহীদ মিনারে ফুল দেওয়া ও রাতের বেলাতে মোমবাতি প্রজ্জ্বলন
২ - সেখানে যেতে ছেলেরা বা মেয়েরা খালি পায়ে ঠিলেঠালা জামা-কাপড় পড়া
৩ - (বর্তমান সময়ে) ফুল দেওয়া নিয়ে সেলফি তোলা বা ছবি তুলে সেই ছবি আবার সামাজিক সাইটগুলোতে আপলোড দেওয়া
৪ - এই একদিনের জন্য কঠোরভাবে অন্যান্য সকল ভাষা বর্জন
৫ - বাড়ি ফিরে এসে আবার যা তাই, শেষ...

অথচ ঐ দিনটির গুরুত্ব উপলব্ধি কিংবা শহীদদের প্রকৃত সম্মান (শুধু ফুল অর্পণ করেই দায়িত্ব সমাপ্ত না করা), তাদের পরিবার কি অবস্থায় আছে ইত্যাদি যেন আমাদের কাছে বরাবরই উপেক্ষনীয়। জী, ইহাকেই ইংরেজিতে Hypocrisy বলে। জাতি হিসেবে না, এই জাতির সূর্যসন্তানদের উত্তরসূরী হিসেবে আমরা বরাবরই একটু বেশিই কিউট... X((

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

মাহমুদুর রহমান বলেছেন: দেশটা জ্ঞানহীন মানুষে ভরে গেছে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় দেশটা পুরোপুরি ভন্ডদের দখলে চলে গেছে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: এতো টাকা নষ্ট না করে, তাঁদের অভাব আর সমস্যা দূর করা হোক।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: কি জঘন্য!!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: এর জবাব খুঁজে পাচ্ছি না।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১২

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ছবিটাই অনেক কিছু বলে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.