নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
পূর্বের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রী । আবুল মাল আবদুল মুহিত সাহেবের কাছ থেকে ক্ষমতা পাওয়ার পর পর তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে খেলাপি ঋণের পরিমাণ একেবারে ন্যূনতম করবেন । আমরা বাংলাদেশীরা তার কথা শুনে বেশ আশাবাদী হয়েছিলাম । হয়তো এই যাত্রায় মাল সাহেবের ভুলের খেসারত পুষিয়ে দেবেন এই ভদ্রলোক । কিন্তু নিজের বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস এর জয়ের খুশিতে পাকিস্তানী খেলোয়াড় শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরে সদ্য বিতর্ক তৈরি করা এই ভদ্রলোক যে অর্থমন্ত্রী হওয়ার পরও বিশাল আকারে পরিকল্পনা করে ফেলবেন তা কে জানতো !!
বেসরকারী এক বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান SS Power 1 Limited কে চট্টগ্রামের বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য Land Lease Agreement এবং Financial documents এর অন্তর্ভুক্ত দলিলাদি রেজিস্ট্রেশনের উপর ধার্যকৃত মোট কর ৩ হাজার ১ শত ৭০ কোটি, সাতাশি লক্ষ, পঁয়তাল্লিশ হাজার আটশত এক টাকার কত মাফ করে দিয়ে যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হলো ।
জী না, টাকা গাছে ধরে না, আর ধরলেও কোটি টাকা পেতে সারা দেশ গাছ লাগিয়ে ভরে ফেললেও হয়তো হতো না । ১৮৯৯ সালের প্রাচীন এক অধ্যাদেশ বলে নাকি বর্তমান সরকার কর মওকুফ করার এখতিয়ার পেয়েছে । এই ব্যাপারে বিস্তারিত কারও জানা থাকলে একটু জানায়েন তো ?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৩হাজার কোটি টাকা কোন টাকাই না...
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লুটপাট কাকে বলে, কত প্রকার ও কি কি, এবার আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
মাহমুদুর রহমান বলেছেন: ভালোই তো ভালো না!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: ওরা দেশটাকে শেষ করে দিবে। শুধু পড়ে থাকবে আঁটি। ওরা চলে যাবে বিদেশ। আমাদের কুড়ে কুড়ে মরতে হবে।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০
সুমন কর বলেছেন: কি বলে এসব !!
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
এখওয়ানআখী বলেছেন: কামাল এর শেষে মাল আছে। তাই উনিও একটা বিশাল মাল!
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৫
এম আর তালুকদার বলেছেন: সে ছিল আবুল মাল আর এ হল কামাল। মাল তো ঠিকই আছে।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৪
রাফা বলেছেন: সংবাদের লিংকটা সংযুক্ত করেন দয়া করে।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
মুহিত ছিলো বলদ, এটা খাসী