নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
অতি শিক্ষিত বাঙালি H2O নিয়ে ট্রল করে ফাটিয়ে ফেলছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে । ভাবখানা এমন কোন এক সুন্দরী মেয়ে এক সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে এই H2O এর অর্থখানা বলতে পারলো না তার অর্থ হচ্ছে সে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানোর যোগ্য না কিংবা সোজা কথায় Beauty without Brain । অথচ কুলি, দিনমুজুর থেকে শুরু করে স্বল্প-শিক্ষিত মন্ত্রী - রাজনীতিকরা সকলেই এই H2O এর অর্থ দিব্যি বলে দিতে পারে । সবার মনের ভাব এমন যে অতি মেধাবী প্রার্থীদের ধরে বেঁধে সুন্দরী প্রতিযোগিতায় জোর করে নাম লেখাতে বলতে হবে । নয়তো...
আচ্ছা, সবই বুঝলাম । তাহলে তো বাকী সকলের জানার কথা কমপক্ষে পারমাণবিক সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত রাসায়নিক মৌলগুলো কি কি ? রাসায়নিক ভর কাকে বলে ? আণবিক ভর আর পারমাণবিক ভর কি ? বেগ কি ? ত্বরণ কি ? মন্দনের সাথে ত্বরণের পার্থক্যই বা কোথায় ? তুল্য রোধ কি ? ধুর, বাদ দিন তো, আগে বলুন রোধ কি ? অনেকেই হয়তো বলতে পারেন, ভাই এসব কঠিন প্রশ্ন কেন করছেন ? H2O তো ক্লাশ সিক্সে-সেভেন থেকেই সবাই জানে । বেগ, ত্বরণ, ভর এগুলোও কিন্তু ঐ ক্লাশ সিক্স-সেভেনের বইয়ে আছে ।
তাহলে এগুলো নিয়ে ট্রল কেন হচ্ছে ? কে কাকে উইশ করলো এগুলো নিয়ে ট্রল কেন হচ্ছে, জানেন । কারণ আমি বলছি । প্রথম কথা হচ্ছে, H2O এর অর্থ না জানা মেয়েটিকে নিয়ে ট্রল এই কারণে যে মেয়েটি আমাদের মত সামান্য শিক্ষিত হয়েও যেটা আমরা পারলাম না, মানে টিভির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের সামনে আসা, সেটি করতে গেলো কেন ? ভেবে দেখুন, এখানে কাজ করছে বাঙালির হিংসা । আবার পাহাড়-পর্বতকে উইশ করা মেয়েটির কাছে আমরা আশা করেছিলাম, সে কিছু আদিখ্যেতা মূলক ঢং করে কথা বলবে কিংবা বেফাঁস কিছু বলে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কিন্তু না মেয়েটি না বুঝে উত্তর করেছে অপ্রত্যাশিত । হ্যাঁ, বুঝুন আগে, কথাগুলো "অপ্রত্যাশিত" কিন্তু "বেফাঁস" নয় ।
আসল কথা হচ্ছে এই বাঙালি জাতিকে আপনি যতই বিশ্বের অন্যান্য জাতির পাশে গিয়ে কাধে কাধ মিলিয়ে দাঁড়াতে বলেন, এরা পারবে না । কারণ আমরাই সেই জাতি যারা অন্য কারও উন্নতি সহ্য করি না । ১ বলতে গিয়ে ২ বললেই আমাদের হাসাহাসি শুরু হয় । ট্রল শুরু হয় । অথচ দ্বিতীয়বার সুযোগ দিলে ঠিকি সেই ২, আবার ১ হয়ে যেতো । সুন্দরী প্রতিযোগিতায় বিচারকগণ সায়েন্সের প্রশ্ন করে কি বুঝালেন কে জানে, কিন্তু মেয়েটা শুধু একটা প্রশ্নের উত্তর দিতে না পারায় বাঙালি ঠিকি বুঝে গেছে মেয়েটার ঘিলু বলতে কিছু নেই । আহা, সতিই সেলুকাস !!!
করুন ট্রল করুন । আপনার টাইমলাইন । টাকা খরচ করে আপনি ইন্টারনেট ইউজ করছেন । ফেসবুক ফ্রি ভেবে উল্টাপাল্টা পোস্ট করতেও আপনার বিবেকে বাধে না, আপনাকে এসব ট্রল করতে না করার কোন কারণ দেখছি না । শুধু বলছি, একবার ভেবে দেখুন, ঐ দুইটি মেয়ে হয়তো পারবে না । মাত্র একটি প্রশ্নের উত্তর না জানায় কিংবা চেষ্ঠা করতে গিয়ে উল্টাপাল্টা উত্তরে আপনি যে এত ট্রল করছেন, ঐ দুইটা মেয়ে ঠিকি ঘরে ফিরে এসে ফেসবুক খুলবে । তাদেরও বন্ধুবান্ধব আছে, পরিবার-পরিজন আছে, আত্মীয়স্বজন আছে - সবার কাছে কি তারা মুখ দেখাতে পারবে ? তাদের অপরাধ কি এতই গুরুতর ছিল ? একবার ভেবে দেখুন খালি ।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার পোস্টের মুল বক্তব্য কি? উত্তেজনার ঠেলায় মুল বক্তব্যই তো দেন নাই
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর মিয়া! যে যা করে করুক, এসব ভাবার সময় নাই....
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সনেট কবি বলেছেন: পড়লাম
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
ইনাম আহমদ বলেছেন:
আচ্ছা, সবই বুঝলাম । তাহলে তো বাকী সকলের জানার কথা কমপক্ষে পারমাণবিক সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত রাসায়নিক মৌলগুলো কি কি ? রাসায়নিক ভর কাকে বলে ? আণবিক ভর আর পারমাণবিক ভর কি ? বেগ কি ? ত্বরণ কি ? মন্দনের সাথে ত্বরণের পার্থক্যই বা কোথায় ? তুল্য রোধ কি ? ধুর, বাদ দিন তো, আগে বলুন রোধ কি ? অনেকেই হয়তো বলতে পারেন, ভাই এসব কঠিন প্রশ্ন কেন করছেন ? H2O তো ক্লাশ সিক্সে-সেভেন থেকেই সবাই জানে । বেগ, ত্বরণ, ভর এগুলোও কিন্তু ঐ ক্লাশ সিক্স-সেভেনের বইয়ে আছে ।
বিদ্যা জাহির করছেন? এগুলো কোনও কঠিন প্রশ্ন নয়, কিন্তু এগুলো সিক্স সেভেনের বইতে নেই। Equivalent resistance (তুল্য রোধ) তো সম্ভবত নাইনের বইতে আছে। চাপাবাজি করেন কেন?
১ থেকে ১০ পর্যন্ত রাসায়নিক মৌলগুলো কি কি এটাও প্রথম আসে নাইনের বইয়ে। পিরিওডিক টেবিল সম্পর্কে এর আগে পড়ানো হয়না।
আপনার আয়োডিনযুক্ত লবণ তিনবেলা দরকার।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: কেউ আমারে H₂O রেস্টুরেন্ট এ খাওয়াইবাইন?????