নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা - ▓▒▒▒▒ সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও ▒▒▒▒▓

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭

দেশ মাতার ছায়া তলে কতবার এসেছিল তুমি
বসেছিলে এক বুক নির্জাস আর স্বচ্ছ হাওয়ায়
করেছিল শুকরিয়া ঈশ্বরের আর অবাক হয়ে তাকিয়েছিলে
আমাকে জিগায়েছিলে, এ কোন জায়গা ?
যেথায় গাছ-গাছালির ভিড়ে আবার প্রাণী-পাখির বসবাস ?
আমি তোমারে বলেছিলাম, আরে এ তো সুন্দরবন ।

সুন্দরবন !! এ আবার কেমন নাম, তোমার মুখ দেখেছিলাম
তুমি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলে বেশ কিছুক্ষণ
একটা বন কি এতই সুন্দর যে তার নামই দিতে হবে এমন !!
আমি হাসলাম, তোমার কপালটা আলতো ছুঁয়ে বললাম, পাগলি
এ বন ততটাই সুন্দর, যতটা সুন্দর আমার দেশ ।
তুমি আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছিলে না ।

আমার কোলে মাথা রেখে নদীর সৌন্দর্য্য যখন তুমি উপভোগ করছিলে
আমি তখন ছোট্ট একটা রজনীগন্ধা এনে তোমার খোপায় গুঁজে দিলাম
তুমি মিষ্টি করে হাসলে, যেন তুমি জানতেই আগে থেকে, আমি এমনই
তোমার ঐ দুইটি চোখ দেখে নিজেকে শান্ত রাখতে কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো
তুমি আর আমি, আর আশেপাশে একরাশ প্রশান্ত হাওয়া, ভালোবাসা এটাই ।

কিন্তু এ কি, আজ কে যেন ঐ শান্তি কেঁড়ে নেবার অভিপ্রায় করে ?
আমার সুন্দর বনটাকে অসুন্দর বানিয়ে দেবার পায়চারা করে !!
সেই নিস্পাপ পশু-পাখির কান্নাও যাদের কাছে শুধুই মেকি
একটা একটা করে গাছ কাটবে যেন হাজার বছরের পুঞ্জীভূত ক্ষোভ
এ কি তুমি ভয় পাচ্ছ নাকি ? আরে আমি আছি না, ভয় কি সে ?
আমার বন, আমার দেশ, আমার মা, ওরা কি পারবে এত সহজে ?
আগে আমার শরীরে কুড়াল চালিয়ে দেখাক, তাদের কলিজাটা কত বড় !!
তারপর না হয়, আমার বনটাকে খারাপ করার সাহস দেখাবে...

আসলেই এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
যেথায় নির্বোধ কিছু দেশীয় মাথা কর্মহীন থাকে
নিজেদের ভালো যারা নিজেরাই বুঝতে পারে না, তারা বেঁচে থাকলেই বা কি
আবার মরে গেলেও বা কি !! দেশের স্বার্থে যেটা বিসর্জন, তাতেই তো শান্তি
আমার কষ্টটুকু, আমার আত্মাটুকু যদি বিলিয়েই দিতে না পারলাম
তবে এই দেশ আমাকে কষ্ট করে বড় করেই বা তুলেছে কেন !!

[প্রতীকী এই ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২১

চাঙ্কু বলেছেন: পুতুপুতু প্রেমের কবিতা না লেখে দেশকে নিয়ে সুন্দর একটা কবিতা লেখছেন। অনেক ধন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: গোল্ডফিশ আমরা ভুলতেই বসেছি ইস্যুটাকে!

স্মরণ কাব্যে ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: Pain drops are falling like raindrops On my tin shed

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.