নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
- হ্যালো
- হ্যাঁ বলো
- এই জানো আজকে কি হয়েছে ?
- না জানি না
- এ্যা, মানে ?
- তুমিই তো জিজ্ঞেস করলে জানো কি না, আমি উত্তর দিলাম যে, না, জানি না
- আচ্ছা যাই হোক, শোনো, আজকে আব্বুর সাথে মার্কেটিং এ গিয়েছিলাম । একটা লেহেঙ্গা এত পছন্দ হলো, দামও এত কম, তবু জানো, আব্বু কিনেই দিলো না
- দাম কম, ভালো । কত দাম ?
- আরে অনেক কম
- হ্যাঁ, সেই কম দামটাই শুনি
- মাত্র ১৫ হাজার টাকা
- আচ্ছা, আজকে ইফতার করেছো কি দিয়ে ?
- ধুর, আমি তো রোজাই ছিলাম না, ইফতার করলেই কি না করলেই কি
- আচ্ছা, জানো, বেরাকপুরের রাস্তার ধার দিয়ে দক্ষিণদিকে একটা এতিমখানা আছে ।
- কি বলো !! জানতাম না তো
- সেই এতিমখানায় এতিম ক'জন, জানো ? মাত্র ১৭৬ জন । তারা প্রতি ঈদে মাত্র ৫০ টা ঈদের নতুন জামার টাকা পায় । সেই ৫০ জনের জামার টাকা দিয়ে ১৭৬ জনের জামা তৈরি করে । তুমি জানো, তারা কতটা খুশি হয় ?
- মানে কি ? তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ ?
- এতিমদের অধিকাংশের বয়স মাত্র ৯-১২ বছরের মধ্যেই । তাদের উপর ঠিকমত রোজাও ফরজ হয়নি, অথচ তারা এই বছর এখন পর্যন্ত একটা রোজাও ভাঙ্গেনি ।
- হ্যাঁ বুঝলাম, তারপর কি হয়েছে শোনো
- তুমি শোনো আগে । তোমার ঐ পনেরো হাজার টাকায় এদের অর্ধেক মাসের ইফতারের যোগান হয়ে যায় ভালোভাবেই । আচ্ছা, তোমার মন ভরবে ঐ ১৫ হাজার টাকাতে ? আর কিছু চাওয়ার আশা থাকবে না তো ?
- তুমি মনে হয় রেগে গেছো । আমি তো এমনিতেই শেয়ার করলাম একটু । আচ্ছা তাহলে রাখি, পরে কথা বলবো নে
- আজকে জানো, ওদের সাথে বসে ইফতার করলাম । ওরা এত শেয়ার করে যে তোমার কোন আইডিয়াই নেই । ভালো আইটেমগুলো একা না খেয়ে পরস্পরের সাথে শেয়ার করে । আচ্ছা রাখো । ভালো লাগছে না আর কথা বলতে । তার চেয়ে বাইরে বৃষ্টি দেখি । সেটাই ভালো লাগছে ।
মানুষের বিলাসিতাগুলো শুধুমাত্র বাহ্যিক আর সাময়িক । এই সাময়িক বিলাসিতার পরিণতি কি ? শান্তি ? কখনই না । ভালো করে ভেবে দেখলে, এই সাময়িক বিলাসিতাটুকু বরং আরও শান্তি বিনষ্ট করে । কি হবে ঈদের আগে আগে এই বিলাসিতাগুলোকে যদি আমরা শেয়ার করি তাদের সাথে যাদের অনেক অল্প আছে ?! একবার করেই দেখুন, দেখবেন এতেই প্রকৃত শান্তি নিহিত আছে ।
২| ১০ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার স্যার জনাব চাঁদগাজীর সাথে আমি এক মত।
৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ৭:১৭
স্োরনাভ বলেছেন: চাঁদগাজীর সাথে একমত।
৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে
জনগণ পিছিয়ে যাচ্ছে
৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫
নিশাচড় বলেছেন: ভালো লেগেছে তবে গল্প হিসেবে উপস্থাপনাটা আরো প্রাণবন্ত করা যেতো।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৮ ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
বেশ বিরক্তিকরভাবে লেখা