নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার জেলার নাম Jessore থেকে Jashore হোক, এটা কখনই কাম্য নয় :( :((

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

নতুন করে প্রস্তাব করা হয়েছে দেশের পাঁচটি জেলার নাম । কারণ ? ইংরেজি উচ্চারন ও বানানের সাথে আমাদের প্রচলিত অর্থে উচ্চারনের পার্থক্য । ধুর, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে থাকা নামগুলো প্রচলিত অর্থের উচ্চারণের সাথে মিল করা কি খুব জরুরী ? অন্য আর যে কেউ মনে করলেও আমি তা মনে করি না । আমার জন্মস্থান, বেড়ে ওঠা, বুঝতে শেখা সব যশোরে । হ্যাঁ, Jessore এ । আরও ভালো করে বললে,

জন্মের সময় মায়ের মেডিকেল কার্ডে যে হাসপাতালের নাম লেখা ছিলো তা হচ্ছে,
"Fatima hospital, Jessore"

বিদ্যা অন্বেষণের উদ্দেশ্যে হাফপ্যান্ট পরে প্রথম যে স্কুলে ভর্তি হই তার নাম হচ্ছে,
"Sacred heart junior high school, Jessore"

নেদাকালের স্কুলের চৌকাঠ পেরিয়ে
এ জীবনের সবথেকে গর্ব করে বলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে,
"Police Line High School, Jessore"

এন্ট্রাস পরীক্ষায় পাস করে জীবনে হাতে পাওয়া প্রথম সার্টিফিকেটে লেখা ছিলো,
"Board of intermidiate and secondary education,Jessore"

স্কুলজীবন শেষ করে শান্ত-নিরিবিলি খুব সুন্দর করে দেখতে যে আঙিনায়
পা দিয়েছিলাম তার নাম হচ্ছে,
"Cantonment college,Jessore"

তারপর,
CDC তে বার্থপ্লেস "Jessore"
পাসপোর্টে "Jessore"
ভিসায় "Jessore"

স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত শহর "Jessore"
মধুর কপোতক্ষ নদের "Jessore"
অ্যালেন ভাইয়ের কবিতায় "Jessore"

আবেগে "Jessore"
অনুভূতিতে "Jessore"
রক্তে "Jessore"

দুনিয়ার যে কোন প্রান্ত থেকে
Travelling to "Jessore"...

And most importantly...

I am from
"Jessore"

প্লিজ সরকার,
এই আবেগে হাত দিয়েন না।প্লিজ...

------------------------------------------------------------------------------------------------------------------------
ফেসবুকে লেখাটি লিখেছেন Bukhari Khan Bukhari (y)
অসাধারণ একটি লেখা ।
সত্যিই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই আবেগের জায়গাটিতে হাত না দেওয়া হোক । প্লিজ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলাইতো আছে নামের বানানে কোন ভুল নাই!
অযথাই চুলকানী! স্বৈরাচারিতায় এইসব ষ্টান্টবাজি হয় বেশি!

মানুষের দৃষ্টি, মনোযোগ, ভাবনা ডাইর্ভাট করতেই এসব ইস্যু জন্ম দেয়া হয়!



২| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনযোগ সহকারে মুখস্ত করুণ। চাকুরী প্রার্থী হলে বিসিএস পরীক্ষায় আসতে পারে।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

ক্স বলেছেন: যশোরকে আগে জেসসোর বলতেন, এখন জাশোয়ের বলতে হবে, এ আর এমন কি!

৪| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

কালীদাস বলেছেন: সিরিয়াসলি যশোরের ইংরেজি বানান জানতাম না আগে :``>> পরিবর্তন করাটা যেহেতু এখন পাবলিক সেন্টিমেন্টের বিষয় হয়ে গেছে, সেক্ষেত্রে ডিসিশন প্রোপার রিপ্রেজেন্টেটিভরাই নিক। কিন্তু, টাইটেলে উল্লেখ করা প্রথম বানানটা বাংলা উচ্চারণের সাথে মেলে কি আসলে?

৫| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

আমি ব্লগার হইছি! বলেছেন: Fatima Hospital, Jessore
Dawood Public School, Jessore
Cantonment College, Jessore

এত সহজে josor হয়ে যাবে, ইয়ার্কি নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.