নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

মাত্র ১৬টি ধাপে এ্যান্ড্রয়েড কিংবা মেসেঞ্জার গেম এভারউইং (Everwing) এর জন্য হ্যাকিং টিউটোরিয়াল [হাইয়েস্ট স্কোর]

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

ইদানিং ফেসবুকের ফিচারকৃত মেসেঞ্জারের অনেকগুলো গেম খুব জনপ্রিয় হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এভারউইং (Everwing) । একটি রাজ্যে দুইটি বা একটি সহযোগী ড্রাগন নিয়ে আরও হাজারটা ড্রাগন ধ্বংস করা, সাথে বস, লেভেল, কুইস্ট (প্রতিযোগিতা) ইত্যাদি গেমটিতে বাড়তি আনন্দ এনে দেয় । যেহেতু এটি একটি মেসেঞ্জার গেম তাই এটি মেসেঞ্জারে ঢুকেই খেলা লাগে । অন্য কোন বন্ধুর সাথে কিংবা কোন একটি চ্যাট গ্রুপের সাথে সংযোগ ঘটিয়েই এই গেমটি খেলতে হয় । এই গেমটি অনেকেই খেলে হাইয়েস্ট স্কোর করে বন্ধুদের মাঝে ভাব দেখানোর জন্য । তাছাড়া এই গেম থেকেই প্রতি সপ্তাহে বন্ধুদের মধ্যে যে স্করে এগিয়ে থাকে তাকে গেমের ভিতরেই বাড়তি কিছু বোনাস দেয় । তবে এই হাইয়েস্ট স্কোর করার জন্য এত সাধনার দরকার হয় না, যদি এই হ্যাকিং টিউটোরিয়ালটা কাজে লাগানো যায় ।

মাত্র ১৬টি ধাপে আজকে দেখাবো কিভাবে ইচ্ছেমত এভারউইং (Everwing) গেমটিতে হাইয়েস্ট স্কোর করা যায় ।

[প্রথমেই আপনার কম্পিউটারে গুগল ক্রোম Google chrome ইন্সটল করে নিন, এই টিউটোরিয়াল শুধুমাত্র Google chrome এ প্রযোজ্য হবে, অন্য কোথাও না]

তাহলে শুরু করা যাক -

ধাপ – ১
কম্পিউটারে ফেসবুকে ঢুকে মেসেঞ্জার ওপেন করে এরপর এভারউইং গেমটি ওপেন করতে হবে । গেম ওপেন হওয়ার পর ঠিক পাশে মাউসে রাইট ক্লিক করলে একটি বক্স পাওয়া যাবে । সেখান থেকে Inspect এ ক্লিক করতে হবে ।
ধাপ – ২
সেখানে একটি বক্সের মত আসলে উপরের অনেকগুলো অপশনের মধ্যে Sources এ ক্লিক করতে হবে ।


ধাপ – ৩
Sources এ ক্লিক করলে বামপাশে অনেকগুলো অপশন দেখা যাবে । এর মধ্যে একেবারে বামপাশের নিচে index.html নামে একটি অপশন থাকবে । সেখানে ক্লিক করতে হবে ।
ধাপ – ৪
এরপর প্রথমে উপরের apps আগে, এরপর instant/bundle ক্লিক করলে সেখানে নিচে browser-mobile.js পাওয়া যাবে । ওখানে ডবল ক্লিক করতে হবে ।


ধাপ – ৫
ক্লিক করলে ডানপাশে আলাদা একটি ট্যাব আকারে সেটি ওপেন হবে ।
ধাপ – ৬
এরপর নিচে সেকেন্ড ব্র্যাকেটের মত চিহ্নটিতে ক্লিক করতে হবে । এরপর কিছুক্ষণ অপেক্ষা ।


ধাপ – ৭
কিছুক্ষণ অপেক্ষা করার পর browser-mobile.jsformatted নামে আলাদা একটি ট্যাব খুলে যাবে একেবারে ডান পাশে উপরে ।
ধাপ – ৮
সেই ট্যাব খুলার পর Ctrl + F চাপলে একটি সার্চ বক্স খুলে যাবে


ধাপ – ৯
এরপর সেই সার্চ বক্সে গিয়ে gamestarted লিখলে অনেকগুলো সার্চ রেজাল্ট পাওয়া যাবে (১১টি) ।
ধাপ - ১০
এর মধ্যে যেটিতে gamestarted – 1 কিংবা o লেখা এবং যার পাশে সংখার ঘরে ক্লিক করলে ক্লিক ঠিকমত বসে সেটি চয়েজ করতে হবে ।


ধাপ – ১১
সংখ্যার ঘরে ক্লিক করার পর, গেমের উপর ক্লিক করতে হবে, তাহলে গেম ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ থেমে যাবে ।
ধাপ – ১২
এরপর বাম পাশে নিচের ঘরে Call Stack লেখা খুঁজতে হবে । সেখান থেকে পাশে source এর নিচে local লেখা পাওয়া যাবে । local এর ঠিক নিচে this: GameMode 1 লেখাটি পাওয়া যাবে । সেখানে ক্লিক করতে হবে ।


ধাপ – ১৩
This: GameMode 1 ক্লিক করে ওপেন করার পর নিচে bullets:bulletCollection লেখাযুক্ত ঘরে ক্লিক করলেই নিচে CommonErrand লেখা আসবে এবং এখা যাবে তার পাশে ০ লেখা আছে । এটাই মূলত স্টার্টিং স্কোর ।
ধাপ – ১৪
সেই CoomonErrand এর পাশের ০ এর ঘরে ক্লিক করলেই সেই বক্স লেখার উপযুক্ত হয়ে যাবে, সেখানে আমি স্টার্টিং স্কোর যত চাই (যেমনঃ ২৫০০) তা লিখে এন্টার চাপতে হবে ।


ধাপ – ১৫
এরপর গেম শুরু করার জন্য আগ ক্লিক করা gamestarted – 1 এর পাশের সংখ্যার ধরে আবার ক্লিক করে ক্লিক উঠিয়ে নিতে হবে ।
ধাপ – ১৬
এরপর গেমের উপরে সবুজ বাটনের প্লে যুক্ত ঘরে ক্লিক করলেই গেম আবার চালু হয়ে যাবে ।


ব্যস হয়ে গেলো । এবার গেম খেলা শুরু করলেই প্রথম স্টার্টিং স্কোর হবে ২৫০০ অর্থাৎ খেলা শুরু করতে না করতেই দেখা যাবে ২৫০০ আগের থেকেই আছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.