নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
- হ্যালো, কি ব্যাপার চুপ কেন ?
- চুপ করো তো কিছুক্ষণ, ভাবতে দাও ।
- সে না হয় চুপ থাকলাম, কিন্তু কি নিয়ে ভাবছো সেটা তো একটু বলবা...
- ভাবনার জগৎ টা বেশ জটিল । ও তুমি বুঝবে না ।
- আচ্ছা, বলেই তো দেখো, বুঝা না-বুঝা তো পরের ব্যাপার ।
- ঠিক আছে, তাহলে শোনো । আকাশের দিকে তাকিয়ে কোনদিন ভেবে দেখেছো......... ?
- কি ভেবে দেখবো ?
- আহ, চুপ করে একটু শোনো তো আগে ।
- (হিহিহি) আচ্ছা বলো ।
- পুরো বিশ্বব্রহ্মাণ্ডের ছোট্ট একটা ছায়াপথের নাম মিল্কিওয়ে । সেই মিল্কিওয়েতে অসংখ্য নক্ষত্রের মধ্যে সূর্য নামক নক্ষত্রটির চারপাশে থাকা জিনিসগুলো নিয়ে তৈরি হলো সৌরজগত ।
- হুম, এরপর ?
- সেই সৌরজগতের মধ্যে এতগুলো গ্রহ, এর মধ্যে ছোট্ট একটি গ্রহ পৃথিবীতে তিন ভাগ পানি আর মাত্র এক ভাগ স্থলের মধ্যে আবার সাতটি মহাদেশ ।
- হুম, এরপর ?
- সেই মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ এশিয়ার একটা অংশ ভারতীয় উপমহাদেশের মধ্যে বঙ্গোপসাগর ঘেঁষে ভারতের কোলে থাকা দেশটির নাম এই বাংলাদেশ ।
- হ্যাঁ, তো ?
- সেই বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে ছোট্ট অংশ মিরপুর-১৩ নাম্বার অংশের ছোট্ট একটা গলির মাথার একটা বিল্ডিং এর দ্বিতীয় তলার একেবারে কোণার একটা রুমের একপাশে রাখা খাটে শুয়ে শুয়ে আমি তোমার সাথে মোবাইলে কথা বলছি ।
- উফ, এতক্ষণ ধরে তাহলে এই ছাতার মাথা ভাবলা তুমি ?
- না, মানে, একবার তো খালি চিন্তা করো, আমাদের অস্তিত্ব কত নগণ্য, আমাদের বিস্তার কত নগণ্য - অথচ এই নগণ্য অস্তিত্ব নিয়ে আমাদের কত ভাব, কত জৌলুস !!!
- ধুর, এইসব বাদ দাও তো । ইয়েএএএ, ১২ টা বেজে গেছে বেবি !! আজ তো ২১ শে ফেব্রুয়ারী । ভোরের দিকে শহীদ মিনারে ফুল দিতে যাবা না ?
- না, পাগল নাকি !! কতদিন পর শুক্রবার ছাড়া একটা ছুটির দিন পাওয়া গেছে !! ১২ টা পর্যন্ত নির্ঘাত ঘুমের প্ল্যান আমার ।
- ধুর তুমি না......
- কি ?
- কিছু না ।
- না, কি বলতে চেয়েছিলে ? বলো...বলো...
- কেমন কেমন যেন...
- কেমন ?
- না, বলবো না । বললে রাগ করবে ।
- আর না বললে মনে হচ্ছে হাসবো !! (ব্যাঙ্গাত্বক কণ্ঠে) হা হা হা হা । রাখি এখন, ঘুমাবো । বাই ।
- এই না...... না... শোনো...রেখো না... হ্যালো, হ্যালো !! ধুর......
উফ, বাঁচা গেছে । রাত বাড়লে তেনার ঢং বাড়তে থাকে । এর থেকে ঘুম অনেক উত্তম ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালোলাগা, ভালোবাসা রেখে গেলাম। এই ধরণের লেখা, আমার বিশেষ ভালো লাগে