নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

অবাঞ্চিত দ্বিধা, অতঃপর.....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

সুহানাকে দেখলেই আকাশের গলা শুকিয়ে যায় । সেই মুহূর্তে মনে হয়, আশেপাশে কোন জলাধার থাকলেও হয়তো খেয়ে শেষ করে ফেলা সম্ভব । অথচ সুহানা মেয়েটি অনেক মিষ্টি । ওকে দেখলে ভয় পাওয়ার কোন ব্যাপারই নেই । সুহানা আর আকাশ একই কলেজে একই ক্লাসে পড়ে । সুহানাকে পছন্দ করে আকাশ কিন্তু বলতে ভয় পায় । ভয়টাও মূলত এই কারণেই । বন্ধুরা এটা নিয়ে অনেক হাসাহাসি করলেও আকাশের ভয়টা যেমন ছিল, তেমনই রয়ে গেছে ।

একদিন সুহানা একটি ছেলের মোটর বাইকে করে কলেজে আসে । এটা দেখে আকাশের মাথায় সত্যিকারের আকাশ ভেঙে পড়ে । এক জায়গায় ঠায় দাড়িয়ে থাকা আকাশের মনে হয় সে নড়তে-চড়তে পারছে না । মনে হয়, এই জায়গায় দাড়িয়েই যদি তার মাথায় বজ্রপাত হয়, আর এই সুযোগে সে মরে যায়, তাহলেই হয়তো একটু খানি শান্তি পাওয়া সম্ভব তার পক্ষে । অজান্তেই আকাশের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে । হ্যাঁ, সে কাঁদছে । অঝোর ধারায় কান্না না হলেও অনেক কষ্টের কান্না । তবে কি...... !!! না, সে আর ভাবতে পারে না । নিজের জীবনের চেয়েও যাকে বেশি মূল্যবান ভেবে নিয়েছে, তাকে কিভাবে আরেকজনের সাথে...... !! একটু পর, বন্ধু আশিস আকাশের গায়ে হালকামত ধাক্কা দিয়ে ওর দৃষ্টি নিজের দিকে ফিরালো,

- কি রে, দাড়িয়ে আছিস কেন ? ক্লাস করবি না ?
- নাহ, তোরা যা, ক্লাস কর । শরীরটা খারাপ লাগছে, বাড়িতে চলে যাবো ।
- ওহ, প্রয়ান স্যারের কেমিস্ট্রি ক্লাসটা তো তাইলে মিস করবি ।
- হুম, কি আর করার, শরীর খারাপ হলে তো আর উপায় থাকে না ।
- ঠিক আছে, তাইলে যা ।

আশিস পিছনের দিকে যাবার উপক্রম হতেই আকাশ পিছন থেকে ডেকে থামালো ওকে ।

- আচ্ছা, সুহানা......
- হ্যাঁ, দোস্ত, জবরদস্ত বাইকে করে আসছে আজকে । দেখছিস না ?
- (অনেক কষ্টের পরও মুখে হাসি রাখার চেষ্ঠা করে) হ্যাঁ, আর ঐ ছেলেটা... ?!!
- ওহ, উনি ? উনি তো সুহানার ভাই ।

আকাশ ভাবলো, কাজিন হয়তো । তাহলেও তো খবর খুব বেশি ভালো না । তবু কনফার্ম হওয়ার জন্য আশিসকে জিজ্ঞেস করলো,

- কাজিন ?
- আরে না, আপন বড় ভাই । এতদিনেও তুই এটা জানিস না ?

আশিসের মুখ থেকে এই কথা শুনে আকাশের মনে হলো, ওর উপর থেকে কালো মেঘগুলো সব কেটে গেছে । সে জায়গায় দাড়িয়েই আনন্দে একটা ছোটখাট লাফ দিলো । আশিস কিছু না বুঝতে পেরে হা করে তাকিয়ে থাকলো আকাশের দিকে ।

একটু পর আকাশ বললো, চল, ক্লাসটা তাহলে করি-ই দিয়ে । প্রয়ান স্যারের কেমিস্ট্রি ক্লাস মিস দিলে কি চলে !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.