নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কালো জোছনার গল্প ।। ৩য় পর্ব ।।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

যারা প্রথম দুইটি পর্ব পড়েননি, তাদের জন্যই দেওয়া হলো প্রথম ও দ্বিতীয় পর্বের লিংকঃ
চাঁদের কালো জোছনার গল্প ।। ১ম পর্ব ।।
চাঁদের কালো জোছনার গল্প ।। ২য় পর্ব ।।

লোপা সিয়ামের ছোট বোন । সিয়ামের চেয়ে পাঁচ বছরের ছোট লোপা । লোপা অন্ধ । জন্ম থেকেই । চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়েটার এই একটাই সীমাবদ্ধতা । যে-ই ওকে দেখে সেই আফসোস করে । অন্ধ হলে কি হবে, কাজ-কামে ভীষণ আগ্রহ তার । মায়ের কাছ থেকে টুকটাক রান্নাও শিখেছে সে । তাছাড়া ঘরের কাজও করে নিজে নিজে । ভাই-বোনের মধ্যে বিশাল ভাব । ভাই ছাড়া যেমন বোনের চলে না, ঠিক তেমনি বোন ছাড়াও ভাইয়ের চলে না ।

লোপা প্রতিবন্ধী এক স্কুলে পড়ে ক্লাশ টেনে । ব্রেইল পদ্ধতিতে পড়াশুনা । লোপার পড়াশুনা করার আগ্রহ প্রবল । সিয়ামের অবস্থা আবার ঠিক উল্টো । ওর পড়াশুনা করতে তেমন ভালোই লাগে না । কোনরকমে এসএসসি আর এইচএসসি টা আর্স বিভাগ নিয়ে পাশ করার পর বাড়ির কাছেই এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে, ইংলিশে । পড়াশুনা নামমাত্র, চারবছর পর সার্টিফিকেট পেলেই সাড় হবে তার । সন্ধ্যার পরপরই লোপার পড়াশুনা শুরু হয় । হয় একাডেমিক বই নয়তো কোন গল্পের বই নয়তো কোন সাধারণ জ্ঞানের বই, আরও কত কি । সিয়াম উঁকি মেরে আগে দেখে নিয়ে, এরপর পা টিপেটিপে লোপার ঘরে ঢুকলো । উদ্দেশ্য লোপাকে চমকে দেওয়া । কিন্তু সিয়ামের ঘরে ঢুকার ব্যাপারটা কিভাবে জানি লোপা টের পেয়ে গেলো ।

- কে ?

ধুর, মজাটাই নষ্ট হয়ে গেলো সিয়ামের । এর আগেও সিয়াম এমন যতবার করতে চেয়েছে, লোপা ঠিকই টের পেয়ে গেছে । কিভাবে টের পায় ও !! একমাত্র আল্লাহ্‌ই জানে । অন্ধ মানুষদের ষষ্ঠইন্দ্রিয় খুব প্রখর হয়, হয়তো তাই । ওদিকে লোপা তার করা প্রশ্নের অপেক্ষায় বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করলো ।

- কে ? কে ঢুকলো ঘরে ? মা, তুমি নাকি ?

সিয়াম উত্তর করলো না কোন । এভাবেও তো মজা নেওয়া যায় । যেভাবে পা টিপেটিপে ঘরে ঢুকেছে সে, সেভাবেই পা টিপেটিপে ঘর থেকে বেরিয়ে গেলেই তো হয় । সিয়াম সেটা করতেই উদ্যত হলো, ফিরতি পথে পা বাড়াতেই লোপা বুঝে ফেললো যে ঘরে ঢুকা ব্যাক্তিটা আর কেউ নয়, সিয়ামই ।

- ভাইয়া, কি করো তুমি এখানে ?

কোন চোর হঠাৎ ধরা পড়লে যেমন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, সিয়ামের অবস্থাও এখন তাই ।

- কি করি, মানে কি !! তুই কি করিস তাই দেখতে এসেছিলাম ।
- তাই বলে পা টিপেটিপে !! এভাবে নীরবে আসতে হবে কেন ?
- না, মানে, তোর যাতে ডিস্টার্ব না হয়, তাই ।
- তুমি জানো না, এই সময় আমি কি করি ?
- হ্যাঁ, জানি তো । জানবো না কেন !! এই সময় তুই পড়িস ।
- তাহলে ?
- তাহলে, তুই ঠিক এই সময় কি পড়িস, এইটা তো দেখতে পারি, তাই না ?
- হুম, তা পারো । একটা গল্পের বই পড়ছিলাম । চাঁদের কালো জোছনার গল্প ।
- কালো জোছনা !! সে আবার কেমন ?
- আসলে এটা একটা মেয়ের গল্প । মেয়েটা আমার মতই অন্ধ । তার কাছে চাঁদের আলো, জোছনা কোনকিছুই তো দৃশ্যমান না । সবকিছুই তো কালো । কিন্তু মেয়েটার চাঁদ খুব ভালো লাগে, বিশেষ করে চাঁদের জোছনা কিন্তু এই ভালো লাগার বিষয়টা দেখে হয়নি, হয়েছে অনুভব করে । তাই এমন নাম ।
- তোকে না বলেছি, তুই যে অন্ধ, এটা নিয়ে গেজাবি না !!??
- কই গেজালাম আমি ?
- তাহলে এসব গল্প পড়িস কেন ?
- আমার ভালো লাগে ।
- এমন গল্প ভালো লাগানো যাবে না একেবারেই ।
- ও মা, ভালো লাগলে কি করবো ?
- না, লাগানো যাবে না ।
- আচ্ছা, ভাইয়া, ভালো আবার না লাগানো যায় কিভাবে ?
- আমি জানি না । তুই খুঁজে দেখ কোন উপায় ।
- আমি অন্ধ মানুষ, খুঁজবো কি করে ? তুমি খুঁজে দাও না একটু, ভাইয়া !!
- আবার !! ধুর, তুই থাক, আমি যাই ।

(বাকীটা আগামী পর্বে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.