নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।
২০১৬ প্রায় শেষ পর্যায়ে । ২০১৭ দরজায় নক করছে । তা সেই দরজা খুলার আগে ২০১৬ নিয়ে একটু গবেষণা তো করাই যায়, তাই না ! ২০১৬ তে বাংলাদেশ ও বিশ্ব কাপিয়েছে অনেক ঘটনাই । অর্থাৎ এমন কিছু বিষয় ছিল যার কারণে ফেসবুক ছিল সবসময় গরম আর তাজা । আচ্ছা, পয়েন্ট আকারে সেই বিষয়গুলো (সিরিয়াল ওয়াইজ নয়) একটু দেখি, চলুন -
১. বছরের শুরু বাংলাদেশে গা শিউরানো ভূমিকম্প দিয়ে।
২. জাতীর ক্রাশ সাবিলা নুর ।
৩. টাইটানিক লিজেন্ড লিওনার্দো ডি ক্যাপ্রিওর অস্কার বিজয় ।
৪. টি টুয়েন্টি ওয়ার্ল্ডকাপে মাত্র ২ রানের আফসোস ।
৫. নাসিরের ১২ টা মোবাইল, ৮০ টা গার্লফ্রেন্ড।
৬. রাষ্ট্রধর্ম ইসলাম চাই ।
৭. তনু হত্যাকান্ড ।
৮. একের পর এক ইভেন্ট খোলা। (আজ অমুক বলে... কাল অমুক বলে... আমি ছাগল বলে... আমি ভেড়া বলে... ইত্যাদি)
9. তাসকিন এবং আরাফাত সানীর বোলিং অবৈধ ঘোষণা এবং শুদ্ধি টেস্ট।
১০. সাদিয়া- এক্সুনায়েদ এবং নুরুল্লাহ্র বিখ্যাত গুটিবাজী ।
১১. বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্টেশন ।
১২. লেডিস এক্সপ্রেসের স্কিনশট ফাঁস ।
১৩. আমি জিপিএ ৫ পেয়েছি এর ইংরেজি I Am GPA 5 ।
১৪. নারায়নগঞ্জে শিক্ষক কে কান ধরে উঠবোস ।
১৫. নিজামীর ফাঁসি এবং মরার আগে শুধু হালাল খাবার খাওয়া ।
১৬. হিরো আলম ।
১৭. প্রিজমা অ্যাপ ।
১৮. এসপি বাবুলের স্ত্রীকে হত্যা ।
১৯. বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক, গর্ভনরের পদত্যাগ।
২০. শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার সময় হামলা ।
২১. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা ।
২২. ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলা ।
২৩. গুলশানের হলি আর্টিজেন বেকারী (রেস্টুরেন্ট) তে হামলা।
২৪. সুপার মুন ।
২৫. আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্পের অবিশ্বাস্য জয় ।
২৬. চিকন পিনের চার্জার । (আপনার কাছে একটি চিকন পিনের চার্জার হবে ?)
২৭. তিনশ টাকার বাল্ব মাত্র একশ টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য । সাথে আরেকটি একই পাওয়ারের এনার্জি লাইট, একদম ফ্রি ।
২৮. আমি মালাওন বা আমরা মালাওন ।
২৯. রোহিঙ্গা নির্যাতন ।
৩০. আয়নাবাজী।
৩১. শাকিব খানের ভারতীয় বাংলা সিনেমা করা (শিকারী) এবং অস্থির হেয়ারকার্ট ।
৩২. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বচন "আমার কন্যার দাদা শ্বশুর রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়" ।
৩৩. উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ড এবং খুনি গ্রেফতার ।
৩৪. সিমসিমি অ্যান্ড্রয়েড অ্যাপ ।
৩৪. সালাউদ্দিন কাদের চৌধুরী, আলি আহসান মোহাম্মদ মুজাহিদ এবং কাদের সিদ্দিকীর যুদ্ধাপরাধের অপরাধে ফাঁসি ।
৩৫. আওয়ামী লীগের এক নেতার দ্বারা খাদিজা ট্রাজেডী ও প্রান ফিরে পাওয়া ।
৩৬. ফিদেল কাস্ত্রো ও একটি ইতিহাসের বিদায় ।
৩৭ .ফুলবাড়িয়ায় পুলিশের নির্যাতনে শিক্ষকের মৃত্যু ।
৩৮. ৮ মিনিট ১৭ সেকেন্ড । (পোলাপাইন ভালোই দুষ্টু)
৩৯. বহুল আলোচিত এবং ব্যবহত ফেসবুক "লাইভ" ।
৪০.বুড়ো দাদুপেজ লেটেস্ট ইস্যু: বিশেষ সাইট ভিসিটকারীদের পরিচয় ফাঁস করা হবে - বাণীতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম । (যদিও এটা শেষমেশ গুজব বলে প্রমাণিত হয়েছে)
৪১. বঙ্গবীর ও অনেকগুলা কান্না ।
৪২. হাতিপু , হলিপু ।
৪৩. নাম্বার ওয়ান সাকিব খান ও বাচ্চার বাপ ।
৪৪. পেত্নী গ্যাংয়ের স্কিনশট ফাঁস ।
৪৫. যুদ্ধাপরাধ ইস্যুতে গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ড ।
৪৬. নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটসিরিজ জয় ।
৪৭. চতুর্থবারের মত লিওনেল মেসিকে হারিয়ে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি'অর বিজয় ।
আপাতত এই কয়টাই মনে পড়ছে । বাকী যদি কারও কিছু মনে পরে কমেন্ট সেকশনে দিতে পারেন ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
মোশারফ হোসেন ০০৭ বলেছেন: সেটা তো প্রতিবছরই থাকে । ব্যতিক্রমধর্মী কিছু থাকলে বলুন ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩
রাসেদুল হায়দার বলেছেন: ঢাকা ইউনিভার্সিটি বনাম সুশান্ত ফাউল
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
জাহিদ হাসান বলেছেন: রোহিঙ্গা ইস্যু এখনো চলছে-কারন রোহিঙ্গা নির্যাতন আজ পর্যন্ত বন্ধ করেনি মায়ানমার। কালকেও ৩৬ জনকে ফেরত পাঠানো হয়েছে।
রোহিঙ্গাদের উপরে গণহত্যা ও নির্যাতন বন্ধ করতে ইসলামী আন্দোলনের ব্যানারে লংমার্চে নামে জনতা। সেই লংমার্চের শুরুতেই পুলিশ কর্তৃক বাধাপ্রদানের চিত্র। লংমার্চে আসা মানুষদের পল্টন প্রবেশপথে আটকে দিচ্ছে পুলিশ।
অত:পর বাধাপ্রাপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে পল্টন অবরোধ করল জনমানুষ। সেখানে অস্থায়ীভাবে স্টেজ করে শুরু হল সমাবেশ।
সমাবেশে দেশের জাতীয় পতাকা হাতে আমি।
বিস্তারিত ঘটনা পড়তে আমার ব্লগটি ভিজিট করুন। আমি জেনারেল অবস্থায় আছি,তাই আমার পোষ্ট প্রথম পাতায় যাচ্ছে না।
ব্লগ ডে’র শুভেচ্ছা। হ্যাপী ব্লগিং ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: কুরবানি ঈদে ঢাকার লাল রাজপথ।