নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ৪ (শেষ পর্ব)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

আগের পর্বগুলো পড়ুনঃ
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ১
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ২
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ৩



- আপনি একা একা ঘুরছেন এই দ্বীপে ? চিনতে সমস্যা হচ্ছে না ?
- না, গুগল ম্যাপ আছে না । ওটা তো বেশ সাহায্য করে এক্ষেত্রে ।
- (এতক্ষণ বুঝলাম, তিনি কেন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাটছিলেন) আচ্ছা, কক্সবাজারের সমুদ্র সৈকত আর গোয়ার সমুদ্র সৈকতের মধ্যে পার্থক্য কেমন দেখলেন ?
- অনেক পার্থক্য । ওদের সমুদ্র সৈকতে অনেক সাজানো-গুছানো হয় । পর্যটকদের জন্য অনেক সুবিধা । ভিড় অনেক বেশি । এখানে তো সেই তুলনায় ভিড় অনেক কম । আর পর্যটকদের জন্যও তেমন সুবিধা নেই ।
- ঐ দেখুন, এতক্ষণ ধরে কথা বলছি আমরা একে অন্যের নামটাও তো জানলাম না ।
- আমি মোশারফ । আপনি ?
- আমি পল ।
- আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি ?
- শিউর । এই নিন । (০১৭...) কিন্তু এই নাম্বার তো শুধু আমার এখানে থাকার জন্য । আমি মালয়শিয়া চলে গেলে তো নাম্বার থাকবে না ।
- হ্যাঁ, ঠিক আছে, তবুও...... এই আর কি । আচ্ছা, আপনার মোবাইল অন আছে না !! দাঁড়ান, আমি একটা মিসকল দিচ্ছি ।
- ঠিক আছে, হুম, এই যে, কল এসেছে ।
- হ্যাঁ, এইটা আমার নাম্বার । আপনার নাম্বার হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমারটা থেকে যাবে । হা হা হা । তা কতক্ষণ থাকবেন এখানে আর ?
- এই পুরো দ্বীপটা পুরো একবার চক্কর মারার ইচ্ছা আছে । এরপর হোটেল খুঁজে হোটেলে উঠে পড়বো ।
- তাহলে কি কালই চলে যাবেন ?
- হয়তো, আজকেই চলে যেতে পারি ।
- একদিনে সেন্টমার্টিন দেখে মজা পাবেন ?
- হুম, সে চেষ্ঠায় করছি ।
- তাহলে তো মনে হচ্ছে আপনার এতগুলা সময় নষ্ট করেছি আমি !!
- হ্যাঁ, সেটাই ।
- (ভাবছিলাম ভদ্রতাবশত লোকটি বলবে, আরে না, না কিন্তু এমনে লজ্জার মাথা খেয়ে যখন বলেই ফেললো যে আমি উনার সময় নষ্ট করছি, তখন আর দাড়িয়ে থাকার মানে হয় না) ওহ, তাহলে আসি, হ্যাঁ ।
- হুম, গুডবাই ।
- গুডবাই ।

বিদেশী ঐ ভদ্রলোকের কাছে আসলেই জীবনের বেশ বড় একটা শিক্ষা পেলাম । এতক্ষণ ধরে লোকটিকে বিরক্ত করছি, মূল্যবান সময় নষ্ট করছি অথচ একটিবারের জন্য ভদ্রলোক মুখ ফুটে আমাকে কিছুই বলেননি বরং আমার করা প্রতিটি প্রশ্নের উত্তরই আন্তরিকভাবেই দিয়েছেন । আরও একটি বড় শিক্ষা হচ্ছে, আমরা যারা গডের প্রতি বিলিভার তারা ভেবে থাকি, সকল নন-বিলিভার হয়তো অনেক কষ্টে থাকে, দুঃখে থাকে । কিন্তু আসলে নন-বিলিভাররা তখনই নন-বিলিভার হয় যখন তারা নিজেদের মত নিজেদের জীবন নিজেদের স্বাধীনতায় কাটানোর সংকল্প করে, যদিও নন-বিলিভারের এই দৃষ্টিভঙ্গির সাথে আমি কোনকালেই একমত হতে পারবো না । লোকটির কথা আমার প্রায়ই মনে পরে, সাথে লোকটির বলা কথাগুলোও । এতকাল পর হঠাৎ মনে হলো, কথাগুলো সকলের সাথে শেয়ার করি । যদি আমার মত আরও কয়েকজনের উপকার হয়, সেই কারণেই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

উচ্ছল বলেছেন: সবগুলো পর্ব পড়লাম।
আমার একটা প্রশ্ন ছিল-
এত দেশ ঘুরতেছে... ছাত্র মানুষ, বাবা মা এর সাথে থাকে না কিন্তু ভ্রমন খরচ ম্যানেজ করছে কিভাবে???

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: ভাই, বাবা-মায়ের কাছ থেকে আলাদা না থাকাই মানে কি বাবা-মায়ের সাথে সব সম্পর্ক ছেদ করা ? আর তাছাড়া তাদের দেশে ছাত্রবস্থায় যেমন আয়ের সুযোগ আছে, সেটা আমাদের দেশে চিন্তা করাটাই হাস্যকর । আপনার করা প্রশ্ন কেমন জানি এই দেশীয় চিন্তাধারার বহিঃপ্রকাশ মনে হচ্ছে !!

ধন্যবাদ, লেখাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.