নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

দাদা, একটা বিড়ি হবে ?? :P 8-|

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

- দাদা, একটা বিড়ি হবে ?
- কি ??
- বিড়ি, বিড়ি, ঐযে ধইরা মুখ দিয়া টান দিতে হয়, ঐটা...... হবে ?
- ছিঃ, আমার মত একজন মুরুব্বির কাছে বিড়ি চাও, লজ্জা করলো না একবারও ?
- কেন, মুরুব্বি মানুষরাও তো মানুষ, তাই না ? তারা কি বিড়ি খায় না ? আর খাইলে তো কাছে রাখেই । তা ছোট মানুষ হইয়া সেই বিড়ি চাইলে দোষ কোথায়, আজব তো...
- না নেই ??
- আমার তো মনে হইতেছে, নেই.... থাকলে দেন না একটা...
- নেই কাছে ।
- এই তো, মিছা কথা কইলেন !!! এতক্ষণ না কইলেন মুরুব্বি, তাইলে এখন ছোটদের এসব মিথ্যা বলা শিখাইতেছেন ? ছিঃ দাদা, ছিঃ...
- এই বেশি পাকনামি করবা না, তোমার বাপ রে কইয়া দিমু নে কিন্তু...
- ভাব নিয়েন না, আমার বাপে জানে যে তার পোলা একটু আকটু বিড়ি খায় । সে এও জানে, এসব দোষের কিছু না...
- যাও ভাগো, ভালো লাগতেছে না তোমার বিড়ির নাটক, ফটও, আমার কাজ আছে...... গঞ্জে যামু, তোমার বৌদির লাইগা এক খান শাড়ি কিনন লাগবো... শাড়ি ছাড়া হেই আমারে আইজকা বাড়ি ঢুকতে দিবো না...
- হা হা হা, বৌদি এইবার একটা জুতের কাম করছে, তা কি শাড়ি কিনবেন ?
- তা জানি কি, দেখি, যেইটা কম দামের মধ্যে পছন্দ হয় সেরকম একটা কিইনা আনুম নে...
- সুতির মধ্যে কিইনেন, কমে পাইবেন...
- থাক, তোমার আর জ্ঞান দেওনের কাম নাই, আগে নিজে একটা বিয়া করো...... বউরে যত খুশি শাড়ি কিন্না দিও...
- এই তো দাদা, নিজে ডুবছেন তো... আর এখন বাকিদেরকেও ডুবাইতে চান, না ?
- ডুবামু !!! কই ? কেন ?
- আরে এই ডুবানো হইলো গিয়া বিয়া, বিয়া, বুঝছেন ?
- ওহ, হেইয়া কও, এইবার বুঝছি । তা বিয়া তাইলে কি করবা না জীবনে ?
- করুম না কেন ? করুম, তয় ব্যাচেলর জীবনটাতে একটু মজা কইরা লই, মরতে যখন হইবই তখন না হয় একটু পরেই মরি
- ভালোই মজার কথা কইছো, থাকো এখন, যাই, গঞ্জ যাইতেও ভালো টাইম লাগবো ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: চমৎকার

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো। :)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

গেম চেঞ্জার বলেছেন: প্রথমদিকে ভাল লাগছিলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.