নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ও মা, তোমাকে বলতে তো পারছি না, বিয়ের শখ জেগেছে মনে, দয়া করে এবারের মত বিয়েটা করিয়ে দাও :) :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

- আ...আ...... আসবো ?
- কে ? আচ্ছা, ভিতরে আসো ।

(পড়াশুনা করতে বসছি অনেক আগেই । অনেক কষ্ট করে যখন প্রায় মন বসিয়েছি, ঠিক তখনই পিছন থেকে মিষ্টি একটি কণ্ঠ শুনে মনোযোগটা নষ্ট হলো । মিষ্টি কণ্ঠ তো কি হয়েছে, ভিতরে ভিতরে কিন্তু অনেক রাগ লাগছে)

- আপনার চা ।
- (আমি অনেকটাই আশ্চর্যান্বিত হয়ে) চা মানে ?

(কিশোরী মেয়েটি কে, আর কেনইবা হঠাৎ বলা নেই কওয়া নেই, এভাবে চা নিয়ে আসলো । আমি তো তাকে চা আনতে বলিনি । মেয়েটি লম্বা একটি ঘোমটা দিয়ে মুখটা ঢাকার চেষ্ঠা করলেও পাতলা কাপড়ের ওড়নাটা ওর মুখটা ঠিকি ঢাকতে পারিনি । মেয়েটিকে আগে দেখেছি বলে মনে আসছে না । দেখি, ওকেই জিজ্ঞেস করে দেখি, ঘটনা কি । যাই হোক, মেয়েটির হাত থেকে চা টা হাতে নিলাম । খেয়াল করলাম, মেয়েটি এমনভাবে চায়ের কাপটি আমার হাতে দিলো যেন আমার হাতের সাথে মেয়েটির হাতের কোন অংশ স্পর্শ না হয় । এতে আমি আরও অবাক হলাম)

- কে তুমি ?
- জি, আ...আ...... আমি সু...সুফিয়া ।
- সুফিয়া !! তুমি কি বাড়িতে নতুন কাজ নিয়েছো নাকি ?

(কথাটি বলা মাত্রই মনে হলো মেয়েটি মুখ ঘুড়িয়ে ঝড়ের বেগে আমার ঘর থেকে বেরিয়ে গেলো । আমি বেশ অবাক হলাম । আমার বুঝতে এখনও কষ্ট হচ্ছে আসলে ঘটনা কি । তাই ভাবলাম আসলে মায়ের সাথে কথা বলা দরকার)

- মা, মা, ও মা, কই তুমি ?
- কি রে ? গলা ফাটাচ্ছিস কেন ? আমি তো রান্নাঘরেই ছিলাম । তুই যেমনভাবে ষাঁড়ের মত চেচাচ্ছিস মনে হচ্ছে আমি তিন মাইল দূরে আছি ।
- আরে, ধুর, কই চেঁচালাম ? তুমিও না মা...... !!
- আচ্ছা, চেচাচ্ছিলি কেন ?
- তুমি বাড়িতে নতুন কাজের লোক রেখেছো ভালো কথা । তা আমাকে বলো নি কেন ?
- (আমার কথা শুনে মা মনে হলো আকাশ থেকে পড়েছে) নতুন কাজের লোক মানে ? এমনি তোর বাপের ইনকাম দিয়ে তিন বেলা খাওয়াই কষ্ট হয়ে যায়, আবার নতুন কাজের লোক !!! লাট সাহেবের শখ কত !!
- তাইলে ঐ সুফিয়াটা কে ? আর এভাবে তোতলায় কেন ? (মায়ের কথা শুনে আমারও ভীষণ রাগ হলো । তাই আমিও রাগ করেই জিজ্ঞেস করলাম)
- (আমার এই কথা বলা মাত্রই মা অট্টহাসিতে ফেটে পড়তে লাগলো) তুই কি সুফিয়াকে নতুন কাজের লোক ভেবেছিস ?
- ভাববো না, তো কি ? আমাকে চা দিতে কে বলেছে ওকে ? আচ্ছা, বলো না মা, কে এই সুফিয়া ?
- খুব অস্থির হচ্ছিস মনে হচ্ছে ?
- অস্থির হবো না ? তুমি যেভাবে হাসাহাসি করছো, অস্থির না হয়ে উপায় আছে ? আচ্ছা, বলো না মা, কে ও ?
- আরে পাগল, তোর ছোটবেলার বিলকিস অ্যান্টির কথা মনে আছে, যার কাছে তুই সবসময় পড়ে থাকতি ? আমার কাছে তো আসতেই চাইতি না । তোর এই বিলকিস অ্যান্টি তো ছিল আমাদের ভাড়াটিয়া । তুই ছোট থাকতেই তারা পোস্টিং হয়ে যায় অন্য জায়গায় । সম্প্রতি তারা আবার এখানে ফিরে এসেছে । তোর বিলকিস অ্যান্টির-ই ছোট মেয়ে এই সুফিয়া । তোর বিলকিস অ্যান্টি-ই প্রথম প্রস্তাব দিয়েছে তোর আর সুফিয়ার ব্যাপারটি নিয়ে কিছু ভাবা যায় কিনা ? আমরা বাপু একেবারেই না করে দিয়েছি । কি বলিস ? তোতলা মেয়েকে না করবো না তো কি ?
- কি !! না করে দিয়েছো ? কেন ? মানে কি কারণে ? আমাকে বলবা না একবার ? কই তোতলায়, হয়তো নার্ভাসনেস থেকেই তোতলামি হয়েছে মেয়েটার ।
- কি ব্যাপার, তুই এত অস্থির হচ্ছিস কেন রে ? আবার দেখছি মেয়েটার হয়ে ওকালতি করছিস !!! (মা যে আমাকে খেপানোর জন্যই এইসব বলছে তা তখন পর্যন্ত আমার মাথায় আসেনি) তাইলে কি মেয়েটাকে তোর পছন্দ হয়েছে নাকি রে ?
- ধুর, কি যে বলো না !! যাও, আমি কি এটা একবারও বলেছি নাকি ?
- বুঝছি রে পাগ্লা । ছেলেটা আমার বর হতে চাইছে । ওরে কে কোথায় আছো, শীঘ্রি টোপর নিয়ে আসো । ছেলেটাকে পর করে দেওয়ার সময় চলে এসেছে আমার ।

মায়ের মুখ থেকে এই কথা শুনে কেমন জানি অন্য রকম একটা ভালোলাগা কাজ করছে আবার কান্নাও পাচ্ছে । আমি জীবনেও আমার মা থেকে পর হবো না । মরে গেলেও না ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~ =p~

আম্মারা এতো ভালো হয় ক্যান!!!!

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৩৮

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: মা তো মা-ই । তাদের সাথে দুনিয়ায় কি আর কারও তুলনা চলে !!!?? :D :D

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: :) আহারে মেয়েটারে কাজের মেয়ে কৈছেন! ও গলায় দড়ি দিছে নাকি সেইটা আগে দেখেন

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: হা হা হা । সেটাও হতে পারে । দাঁড়ান, দেখছি :P :P :P

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঝুইল্লা পড়েন!

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪০

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: মায়ের আশীর্বাদে ঝুলে পড়ার কাজটাই খালি বাকি । দাঁড়ান শুভ কর্মে দেরি করবো না, ভাবছি । :D

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিলকিসের মাইয়ার নাম সুফিয়া কেমনে হয় ? =p~

সুফিয়ার লগে আমার পেরেম চলতেছে , সাবধানে আউগাইয়েন কইলাম :-P

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪১

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: কি !!!!!!!!!! সুফিয়া শুধু আমার । ভাই, সইরা যান কিন্তু, নাইলে কিন্তু মারামারি করতেও মন আটকাবে না :P

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: হাহাহাহা.... ;) ;)

আরা বেচারী !!

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪২

মোশারফ হোসেন ০০৭ বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে লেখাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.