নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বর্তমান বেকারত্ব সমস্যার প্রধান কারণ উচ্চভিলাষীতাই । আপনি কতটুকু একমত ? B:-)

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১



ছবির লোকটির নাম মনির হোসেন । পেশায় একজন রিকশাচালক । তবে সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটি সেটি হচ্ছে সে আসলে অন্ধ । এই অন্ধত্বকে জীবনের বোঝা হতে না দিয়ে সে এই অবস্থাতেই পরিবারের হাল নিজে কাঁধে তুলে নিয়েছে । এক ছেলে ও দুই মেয়ে নিয়ে মোট পাঁচজনের সংসার মনির হোসেনের ।

তার যখন ২ বছর বয়স তখন থেকেই সে অন্ধ । এরপরও জীবন যুদ্ধে সে কখনই হার মানেনি । সে রিকশা চালাচ্ছে আজ থেকে প্রায় ২৮ বছর ধরে । অবশ্য সে এই রিকশা চালানোর ক্ষেত্রে নিজের আপন জনের সাহায্য নেয় । এখন যেমন তাকে সাহায্য করে তার সর্বকনিষ্ঠ মেয়ে আফরোজা ফারিয়া । প্রাইমারী স্কুলে পড়ুয়া মেয়েটি বাবার অতি আদরের । তাই তো বাবাকে রিকশা চালানোর ক্ষেত্রে প্রতিদিন সাহায্য করে । মনির হোসেন অবশ্য ভাড়া করা রিকশা দিনে ৩ ঘণ্টার মত চালান । কখনই সে মাগরিবের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার পর রিকশা চালান না ।

ফারিয়াই রিকশা চালানোর দিক বলে দেওয়া থেকে ভাড়া নেওয়া ইত্যাদি সব করে থাকে বাবার হয়ে । ফারিয়ার আগে মনির হোসেনকে সাহায্য করতো তারই সবচেয়ে বড় ছেলে শরীফ, বর্তমানে শরীফ এখন অটোরিকশা চালায় । মনির হোসেন অবশ্য একটি রিয়ালিটি শো থেকে এক লক্ষ টাকা অনুদান পেয়েছে । কিন্তু নিজের চোখের চিকিৎসা করা তার জন্য অনেক ব্যয়সাধ্য বলেই সে এই টাকা পরিবারের সদস্যদের কাজেই লাগিয়েছে ।

নিঃসন্দেহে মনির হোসেনের মত হার না মানা লোকগুলোর জন্যই আজও আমাদের এই বাংলাদেশ এখনও ভালোভাবেই টিকে আছে । কারণ দুর্নীতি, বিভিন্ন রকম দুর্দশা ইত্যাদি মিলিয়ে আমাদের এই বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে পরার কথাই ছিল । মনির হোসেন একটি উজ্জল দৃষ্টান্ত হতে পারে আমাদের জন্য । কারণ বাংলাদেশেই প্রায় ৩০ শতাংশ লোক বেকার অবস্থায় আছে । এদের বেকারত্বের কারণ এদের উচ্চভিলাষীতা । অথচ কোন কাজকেই ছোট না ভেবে নিজের সামর্থ অনুযায়ী কাজ না পেলেও কোনরকমে একটি কাজ করার চেষ্ঠা থাকলেই হয়তো আজকে আমাদের এই বাংলাদেশে বেকারত্ব সমস্যা বলে কোন সমস্যাই থাকতো না ।

খবর সূত্রঃ ১১ই নভেম্বর,২০১৫ এর Daily Star পত্রিকা ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

হ্যাকার সাহেব বলেছেন: পত্রিকা পড়া হয় নাই ! আপনার পোস্ট পরে অনেক ভাল লাগলো !
ধন্যবাদ :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

রাফা বলেছেন: পড়েছিলাম নিউজটি।এরাই সত্যিকারের সাহসী মানুষ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

রাসেল বলেছেন: thanks to give us a lesson from our real life. May Allah bless you & Mr Monir Hossain.

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

অভ্রনীল হৃদয় বলেছেন: ভালো লাগলো!

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

ধমনী বলেছেন: সহমত। কাজকে ছোট ভাবাটাই সমস্যা। নতুবা কাজের অভাব নাই।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

কথাকথিকেথিকথন বলেছেন: এরাই দেশকে পাল্টে দেয়ায় ভূমিকা রাখে । অথচ এদের মনে রাখে কয়জন । ভাল লাগলো সংবাদটি পড়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.