নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেল বলল,দোস্ত মেয়েটাকে দেখ!আমার খুব ভালো লাগছে!
"বড় আপু,বাদ দে।"
সে বলল,"তুই কেমনে জানস,ছোট আপুও হতে পারে।
"জানি জানি,,তুইতো খালি বড় আপুদের উপর ক্রাশ খাস,তিন বছরের অভিজ্ঞতা তাই বলে!
সোহেল এবার রেগে গেল।বলল,"এজন্যই তোদের বলি না,,খালি ব্যাগরা দিস।তোদের সাথে থাকলে জীবনেও প্রেম করতে পারবো।তোরা সব একেকটা কুফা।"
সে মোটেই হতাশ হল না। খেয়াল করলাম, মেয়েটা ওর দিকে তাকিয়ে থাকে।আমি জিজ্ঞেস করলাম,"ও আচ্ছা,,কতদিন ধরে আখিওছে গুলাগুলি চলছে!"
"আবার মজা নিস,ধুর তোরে বলাই ভুল হইছে!" ও ক্লাসে আমার পাশ থেকে দুরে গিয়ে বসল। প্রেমে পরার প্রাথমিক স্টেজ, হুদাই অভিমান করা।
আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, "আচ্ছা,রাগ কর কেন?কি হইছে বল!"
"মজা না নিলে বলব!"
"চেস্টা করব,বল।"
"ঐ মেয়ে আমাদের সাথে দুইটা কোর্স করেছে,ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকত।আমিও তাকাতাম,তাকিয়ে হাসতাম!"
"বলদা,এরমানে এইনা যে সে তোমার পিড়িতে ডুইবা গেছে !পারভিনও তোরে দেইখখা হাসি দেয়, এরমানে কি প্রেম?শালা মাইন্ড ভালো কর!মেয়েরা একটু তাকাইলেই প্রেমে পড়ে যায় না।"
"আবার কথা বলে,যাও তোমারে বলাই ভুল হইছে,আর কমু না!" ও রাগে চিংড়ি মাছের মত লাফাচ্ছে।
"আচ্ছা,আর কিছু বলব না,বল তোমার প্রেম কাহিনী!" সে অগ্নি লুক দিয়ে শুরু করল। আমি পিঠে হাত বুলিয়ে বললাম,"বল, বল, খালি খালি রাগ কর কেন?"
"অনেক দিন দেখা হয়।"
"তোমরা বাইরে ডেটিংএ যাও, আমারে বল নাই!এই বন্ধু তুমি আমার?"
"আরে না, মানে ক্যাম্পাসে আরকি।মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে।মনে হয় কিছু বলতে চায়!আজ বলেছে ক্লাসের শেষে থাকতে"
"যাহ,আমি তোর বন্ধু না,তলে তলে এত আর আমি কিছুই জানি না।"আমি রাগ করলাম।
"রাগ করিস কেন,এখন তো বললাম।"
"রাগ করবো না,যদি আমারে নিয়া দেখা করতে যাস(চৌক্ষে এতএত খাবার দেখতে পেলাম)!"
"এইটা কি কস,আজ প্রথমদিন দেখা করতে যাচ্ছি,তোরে দেখে লজ্জা পাবে না?"
"ক্লাসে এতলোকের মাঝে ভাব বিনিময় করতে পারে,,আর রেস্টুরেন্টে লজ্জা পাবে? থাক আমারে নিস না।" আমি রাগের ভাব ধরলাম।
ও সেদিন আমারে সাথে নেয়নি। এরপরের কাহিনী ইতিহাস!
সেদিন সোহেল দেখা করেছিল।
পরদিন,আমি জিজ্ঞাসা করেছিলাম,প্রেম হল কিনা?
সোহেল দাঁত-মুখ খিচিয়ে বলল,"তোদের মত কুফার লগে থাকলে আবার প্রেম-পিড়িত!আমার কপালে খালি মেরিড বা এনগেজড জুটব।"
মেয়েটি (আপুটি) নাকি বলেছিল,"সোহেল, তুমিতো ভালো ছাত্র।আমার বেবিটাকে পড়াবে?"
সোহেল রাজি হয়েছিল কিনা আমার জানা নেই!
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১
মেহরাব হাসান খান বলেছেন: ভাই, বানিয়ে লিখা। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে লিখেছি।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩১
ইসিয়াক বলেছেন: সুন্দর ।দেরীতে এলাম বলে দুঃখিত।
আমার ভালো লেগেছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১
মেহরাব হাসান খান বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবনের বাস্তব গল্প।