নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A learning Advocate!

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

তারে দেখিবার না চাই

২৯ শে মে, ২০১৯ দুপুর ২:২৫

ভরপেটে ভাত খেয়ে একটা ঘুম দিবো ভাবছিলাম, এমন সময় ডোরবেল বেজে উঠলো। 
একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলতেই, একজন মেয়ে মিষ্টি গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া সাদিয়া কি বাসায় আছে? 
আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে জিজ্ঞাসা করলাম, কোন সাদিয়া?....... 

মেয়েটি কপাল কুচকে বললো, আমার বন্ধু আপনার বোন সাদিয়া।ভাইয়া আপনার কথা অনেক শুনেছি, আপনি সব বিষয়ে মজা করেন।এখন সাদিয়া কে ডেকে দিন,খুব দরকার।

আমি বললাম, সাদিয়া নামে এখানে কেউ থাকে না।তবে সোনিয়া মেহরিন সাথী অরফে পেতু নামে একজন থাকে আপনি চাইলে ডেকে দিতে পারি।

মেয়েটি দুঃখিত বলে চলে গেল।আমি তাকে আরেক নজর দেখার জন্যই হোক বা কোতুহলী হয়েই হোক বারান্দায় গেলাম। দেখলাম মেয়েটি মাথা নিচু করে দাড়িয়ে আছে, আর সিএনজি ড্রাইভারটি হাত নাড়িয়ে কথা বলছে। পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।যেহেতু কথা শুনতে পাচ্ছিলাম না।তাই দ্রুত নিচে নামলাম।

সিএনজি ড্রাইভার বলছে,ভাড়া নাই তো গাড়িতে চড়ছেন কেন?দেখতে তো ভালাই-ভদ্র দেখা যায়।এই ব্যবসা কত দিন ধরে করছেন!

পাশে নেতাগোছের একজন বলল, ভাড়া নাই তো ক হয়েছে?অন্যকিছু দেন।জানিনা কেন,লোকজন একসাথে হো হো করে হেসে উঠলো!

উনি আমাদের বাসায় এসেছেন, বলে ভাড়া মিটিয়ে দিলাম।মেয়েটির গাল গড়িয়ে ততক্ষণে জল পরতে শুরু করেছে। হিমুর রূপা, বাজিরাও'এর মাস্তানি অথবা রতন লাল সিং'এর পদ্মাবতীও এর রুপের কাছে নচ্ছার! হুমায়ুন স্যার সবসময় লিখতেন, মেয়েদের কাদলে বিচ্ছিরি দেখায়!কই এই মেয়েটাকে দারুণ দেখাচ্ছে!আমি কি বলবো বুঝতে পারছিলাম না।

মেয়েটিই বললো, ধন্যবাদ আমি যাই।বলেই হনহন করে চলতে শুরু করলো। আমিও পেছন পেছন যাচ্ছিলাম।গলির মাথায় গিয়ে ঘুরে দাঁড়িয়ে বললো, আপনি আসছেন কেন?আপনি আমার সাথে এই মজাটা না করলেও পারতেন।

বললাম,আপনার কাছেতো টাকা নেই।বাসায় যাবেন কীভাবে? উত্তরে কিছু না বলেই চলে যাচ্ছিল। যেহেতু আমি মানব দরদী তাই পিছুপিছু গেলাম।মেয়েটি মাজার থেকে আজমপুর পর্যন্ত প্রায় ১.৫ কিমি পথ হেটেই গেল।আজমপুর ফুটওভার ব্রিজ পার হয়েও হাটা শুরু করলো। দু-একবার পিছনে থাকালেও আমি তাতে কোন প্রভাব ফেললাম বলে মনে হচ্ছিল না।

আমিই ডেকে বললাম,এই যে চলুন না,রিকশায় পৌছে দিই।আর হাটতে পারছি না।আপনি চাইলে আমি অন্য রিকশায় করে আসবো। মেয়েটি রিকশায় উঠলো। এখনকার উত্তরা ১৪ নাম্বার সেক্টরে সবচেয়ে পুরনো বাসার সামনে গিয়ে রিকশা থামলো। আমিই ভাড়া দিলাম।

মেয়েটি বললেন, আপনি চলে যান।আমি আপনার টাকা দিয়ে দিবো।

এই ছিল আমার আর মিথিলার দেখা হবার ঘটনা।
হ্যা, ও টাকা ফেরত দিয়েছিল।আমি বাসায় ছিলাম না। কেন থাকবো,আমজ এরপর ১০ দিন বিশ্ববিদ্যালয়ে যাইনি।কখন আসবে,কখন দেখবো এই ভেবে!ও এল না! ঠিক যেদিন আমি ক্যাম্পাসে গেলাম সেদিনই এসেছিল।কি যে রাগ হয়েছিল নিজের উপর!

ধুর,আমি তার প্রেমে পরিনি।প্রেমে পরা এত সহজ?এমন প্রেমে ছেলেরা অনেক পরে।বাকি ছেলেদের মত আমিই সব ভুলেই গিয়েছিলাম।প্রায় ১ বছর পর ৮.৮.২০১৪ তে বন্ধুদের সাথে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গেলাম।পেছন থেকে কেউ এই যে! এই যে! বলে চিৎকার করছিল।ফিরে তাকাতেই দেখি সেই মেয়েটি।বললো, আপনি একটা ক্যাকটাস! একটা মেয়েকে কেউ এতটা দৌড় করায়!

তারপর থেকে জাবি আমার এলাকা আর জেনেটিক্স বিভাগ আমার ঘর।কত দাড়িয়ে থেকেছি এক নজর দেখার জন্য।ময়নাদ্বিপ,ট্রান্সপোর্ট মোড়,ক্যাফেটেরিয়া, সুইমিংপুল পাড়,বোটানিক্যাল গার্ডেন কোথায় আমরা সময় কাটাইনি!জাবির ঘাসও নিশ্চিত আমাদের গল্পটা জানে।

ও আমাকে ভাইয়াই ডাকতো।কিন্তু ঘটনাটা ঘটলো ২০১৫ সালে।ওর র‍্যাগডে চলছিল।তাই আমি একাই সুইমিংপুলের কাছে জারুলগাছগুলোর নিচে এসে বসলাম।

মিথিলা পেছন থেকে আমার গালে আবীর ঘষে দিয়ে আমার পাশে বসলো! বললো,আপনাকে আর কাজ ফেলে কষ্ট করে জাবিতে আসতে হবে না।আমি বাড়ি চলে যাচ্ছি।
আমি তার দিকে একদৃষ্টিতে তাকালাম।গাল বেয়ে কয়েক ফোটা জল গড়িয়ে পরছিল।
মিথিলা আমার হাত জড়িয়ে,কাধে মাথা রেখে বললো, আপনি আমার তুমি!আপনি জানেন না,হিমুদের কাদতে নেই।তবে আমি কিছুতেই আপনার রুপা হতে চাই না।হুমায়ূন সাহেবতো আর নেই, তাই হিমু আর রুপাতো দূরে দূরেই থাকবে।

আমরা ২০১৬ তে বিয়ে করেছিলাম।

এগুলো ভাবতে ভাবতে আমি ল্যাব-এইড'এ পৌছে গেলাম।ডাক্তার ১৪৩ নম্বর রুম থেকে বেরিয়ে বিরস মুখে বললো, আপনি মেয়ের বাবা হয়েছেন!তবে মেয়েটির মা-বাবা এখন থেকে আপনিই.....মনকে শক্ত করুন!

আমি দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাড়ালাম।মিথিলার ফ্যাকাশে মুখ দেখার ইচ্ছে আমার নেই।ওর হাসি মুখের স্মৃতিই জমা থাকুক, শান্ত মুখটা নাহ অপরিচিত থাকুক।

তবে আমার মেয়ের নাম আমি সাদিয়াই রাখবো!

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: স্কুলে পড়ার সময় সাদিয়া নামের একটা মেয়েকে খুব ভালো লাগতো।
সাদিয়া আর আমি একই ক্লাশে পড়তাম। মেয়েটা খুব সুন্দরী ছিল। খুব শান্ত। হাসি দারুন।
আমার ধারনা মেয়েটাও আমাকে মনে মনে পছন্দ করতো।

মেয়েটা এখন কোথায় আছে কে জানে!!!

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:০৯

মেহরাব হাসান খান বলেছেন: ক্যাম্পাসে সাদিয়া নামের একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিলাম। ভাবছি জানাবো, কিন্তু আর জানাইনি।কারণ সে নায়িকা হয়ে গেল।

২| ২৯ শে মে, ২০১৯ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষটা বড্ড কষ্ট জনক :(

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১০

মেহরাব হাসান খান বলেছেন: আপু,এটা কিন্তু বাকিগুলার চেয়ে ভালো। আমি নাকি খুনাখুনি ছাড়া লিখতে পারি না।তাই অন্য রকম লিখার চেষ্টা করলাম।

৩| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:৪২

জুন বলেছেন: শুরুটা ব্যাতিক্রমী হলেও শেষটা দুঃখজনক।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১২

মেহরাব হাসান খান বলেছেন: প্রথমেই পড়ার জন্য ধন্যবাদ। অনেকদিন আগে আধা লিখেছিলাম।আজকে বাকিটা বেশ তাড়াহুড়ো করেই লিখেছি, খুব বাজে হয়েছে নাকি?

৪| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুরুটা সিনেম্যাটিক আর শেষটা কষ্টের !

বাজে হয় নি বাট সাডেন এন্ড বলে মনে হলো....

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫০

মেহরাব হাসান খান বলেছেন: অনেক দিন লিখাটা আটকে ছিল।আর লিখতে পারছিলাম না।আজ শেষ করেছি।শেষ করতে পেরেছি দেখে বেশ আনন্দিত হয়েছিলাম। এখন মনে হচ্ছে, মুছে ফেললেই ভালো হত।তবুও পড়ার জন্য ধন্যবাদ।

৫| ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ছোট্ট সুন্দর গল্প।

২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ! আপনি ভালো বলেছেন, খুশি হয়েছি।☺

৬| ২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



লেখার ষ্টাইলটা ভালো লেগেছে

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

মেহরাব হাসান খান বলেছেন: একটু আগেই ভাবছিলাম, শুধুশুধু লেখাটা প্রকাশ করেছি।এখন মনে হচ্ছে না।ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ক্যাম্পাসে সাদিয়া নামের একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিলাম। ভাবছি জানাবো, কিন্তু আর জানাইনি।কারণ সে নায়িকা হয়ে গেল।


নায়িকার নাম কি? মাহিয়া মাহি?

৮| ২৯ শে মে, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ক্যাম্পাসে সাদিয়া নামের একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিলাম। ভাবছি জানাবো, কিন্তু আর জানাইনি।কারণ সে নায়িকা হয়ে গেল।


নায়িকার নাম কি? মাহিয়া মাহি?

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৩

মেহরাব হাসান খান বলেছেন: দাদা, মজা নেন? নায়িকার নাম সাদিয়াই।তবে সে শর্ট ফিল্মের নায়িকা।

৯| ৩০ শে মে, ২০১৯ ভোর ৪:৩৭

জাহিদ অনিক বলেছেন:


ভালো লেগেছে প্রেম ও বিরহের গল্প

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৪

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ! একজনের কাছেও ভালো লাগলে, বেশ ভালো লাগে।

১০| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আহা মন খারাপ করা লেখা।

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৫

মেহরাব হাসান খান বলেছেন: আহা! মন খারাপ করে দিলাম!

১১| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৩

টারজান০০০০৭ বলেছেন: সাদিয়া আটা খুব ভালো ! প্যাকেটের আটার চেয়ে সুস্বাদু ! :D

৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৬

মেহরাব হাসান খান বলেছেন: এখন কি সাদিয়া আটা খেয়ে শোক লাঘব করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.