নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A learning Advocate!

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

একটি খুনের ইতিকথা!

২২ শে মে, ২০১৯ সকাল ১০:৫৭

আজকে নিঃসংসভাবে একটা খুন করবো। কুচিকুচি করে কেটে মাংস রাস্তার কুকুরদের খাইয়ে দিবো।তারপর ছুড়িটা চুলায় গলিয়ে ফেলবো।
No dead body,
No murder weapon,
No charge,
No punishment!

আমি ছুড়ি-দা কড়কড়ে বালু দিয়ে ধার দিয়ে নিচ্ছি।কোনভাবেই আজ আজমইল্লাকে ছাড়বো না।ওকে খুন করার প্ল্যান আমার অনকে দিনের। ওর প্রতিদিনের রুটিন আমার মুখস্থ!

পুরো নাম আজমল শেখ।বাসা মুসার দোকানের পিছনে বস্তির মত ঘরগুলোতে।সারাদিন মাটি,ইট,বালু টানার কাজ করে।বেশ পেটানো কুচকুচে কালো শরীর। বাসায় তিন ছেলে আর প্রায় আধামরা বৌ।তবে মাঝে মাঝে মেয়েছেলের কাছে যায়।সপ্তাহে ৩দিন শনি,সোম,বুধ!আজ বুধবার।আজ সুফিয়ার কাছে যাবেই।

ঐখান থেকে ফেরার সময় বেশ ক্লান্ত থাকে।ঠিক হুজুরের বাসার গলির অন্ধকারে কাজ শেষ করতে হবে।কুকুরগুলোয় আমার হাত করা।৩ মাস ধরে খাইয়ে খাইয়ে পোষ মানিয়েছি!

পেছন থেকে এক কোপে মাথা আলাদা করে ফেলবো, অনেকটা পদ্মাবত সিনেমায় রণবীর সিং যেভাবে করেছিল। তারপর একটু মাথা ঠান্ডা রেখে পিছপিছ করে কাটা!কতক্ষণ আর লাগবে।আমার কাছে বেশ টাইম আছে।

আমি চাইলে আফতাব সাহেবের নাতি মুসাকেও খুন করতে পারি।ভদ্রলোকের খুব দেমাক।

শিশুদের খুন করা ইদানীং পান্তা ভাত।জমি নিয়ে বিরোধ তার পুলাপান মেরে ফেল,পারিবারিক বিরোধ তার পুলাপান মেরে ফেল, মন চাইছে ধর্ষণ করার পর খুন করে ফেল।রাগটা ঝেরে ফেলা বা প্রতিশোধ নেয়ার নতুন উপায়।খুব সহজ,একটা চকলেট দিয়া ডাকলেই আসবে।তারপর খালি কাজটা করতে হবে।

মুসার কিটক্যাট খুব পছন্দ।তাকে এইটা দেখিয়ে ডাকলে ছুটে আসবে।তারপর ঘরে এনে,গলা টিপে মেরে ফেলবো। ছোট শিশু কতই আর চিৎকার করবে।তারপর এসিডে চুবিয়ে শরীর, মাংস আলাদা করে গলিয়ে টয়লেটে ফ্ল্যাশ করে দিবো।জাভেদ ইকবালের কথা মনে নাই? ঠিক তারই কায়দায় কাজটা করবো। কোন ভূল নেই।

মুসা ধবধবে ফর্সা ছেলে, চমৎকার কথা বলে।আমাদের বাসায়ও আসে মাঝেমধ্যে খেলতে।যতক্ষণ থাকে কথার তুবড়ি ছোটায়।তবে আমি বিরক্ত হতাম না।
ওর মাংস এসিডে গলে নিশ্চয়ই কালো কুচকুচে হয়ে যাবে।একটু গন্ধ হয়তো ছড়াবে, মাছের বা মাংসের আশটে গন্ধ বলে ঠিকই পার পেয়ে যাবো। মাসায় একটা মাছ আগেই পচিয়ে রেখেছি।

আগেই বলেছি আমার প্ল্যান আছে,গভীর প্ল্যান!

আমিতো মিস নাজমাকেও খুনটা করতে পারি।তিনি একাই থাকেন।সিংগেল মাদার।একেবারে রোগা মহিলা, এককথায় বলা যায় পেন্সিল কাঠির মত।
একমাত্র ছেলে সারাদিন এটাসেটা নিয়ে ঝগড়া করে,ভাংচুর করে,বাসায় একা ফেলে চলে যায়।তিনি বাসায় একা-একা কাদেন।

তাকে খুন করলে আমাকে কেউ সন্দেহই করবে না।তিনি আমাদের নিচের ফ্ল্যাটেই থাকেন।মাঝেই এটাসেটার জন্য আসেন।আমি গেলে নিশ্চয়ই আশ্চর্য হবেন না?গিয়ে কলিংবেলটা চাপবো, আর দরজা খুলতেই মাথায় জোরে বসিয়ে দিবো এক ঘা! ঊনার যে বয়স,একটাতেই শেষ হয়ে যাবার কথা!

সবাই ভাববে নেশাখোর ছেলে টাকার জন্য মাকে খুন করেছে।পেপারে হেড লাইন হবে।কপাল ভালো থাকলে প্রতিবেশী হিসেবে আমার সাক্ষাৎকারও চাইতে পারে সাংবাদিকেরা!

কি? খুত আছে আমার প্ল্যানে? নেইতো!আমি জানি।

ঠিক এমনি নিখুঁতভাবে খুন করা হয়েছিল আমার মা মরা ছোট মেয়ে রোজকে!

কি দোষ হত, যদি আজমল আমার মেয়েকে প্রাইমারী স্কুলের পাশের পরিত্যক্ত বিল্ডিংটা ঢুকতে দেখেই ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দিতো?যদি মুসা সেদিনও আমাদের বাসায় খেলতে আসতো? মিস নাজমা যদি উচ্চ শব্দের অভিযোগ না জানাতেন, মেয়েটাকে বকা না দিতেন, তাহলে কি আমি মেয়েকে বাইরে যেতে দিতাম? আমার রোজের মৃত্যুর জন্য এরা কি দায়ী নয়?

আমার মেয়েটাকে নির্দয়ভাবে বলৎকার করে মেরে ফেলা হয়েছিল।বিবস্ত্র শরীরটা পরে ছিল পরিত্যক্ত গার্মেন্টস বিল্ডিংয়ে,মাথাটা আজ ১ বছরেও খুজে পাওয়া যায়নি!আমার মেয়েটাকে আল্লাহ মায়ের আদরের ভাগ্য দেয়নি, কিন্তু অতটুকু বয়সেই কি কষ্টই না পেয়েছে সেদিন!

এই যাহ, ফজরের আযান পরে গেল।যাই নামাজ পড়ে দোয়া করে আসি।আল্লাহ যাতে আমার মেয়েটাকে আর কষ্ট না দেন।

খুন কিন্তু আমি এদের করবোই। আমার গভীর প্ল্যান আছে, গভীর প্ল্যান!

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে লেখা
ভালো লাগল

২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে শুনে কৃতার্থ হলাম।

২| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভয়ানক লেখা.....


বর্তমান সমাজটা পচে গেছে :(

২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৪১

মেহরাব হাসান খান বলেছেন: সত্যিই ভয়ানক। সমাজ আগে থেকেই পঁচা ছিল, এখন আরকি একটু বেশি প্রচার হয়। আর বিকৃত সমাজের বাইরে আমরা যেতে পারি কি?

৩| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:৩৪

ভুয়া মফিজ বলেছেন: একমাত্র মেয়ের করুণ মৃত্যুতে একজন বাবা সাইকো হয়েই যেতে পারে। তেমনই এক বাবার গল্প। চমৎকার লিখেছেন।

২২ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৫

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ, প্রশংসা পেতে কার না ভালো লাগে! ইদানীং প্রতিহিংসা প্রতিশোধের বলি কিন্তু শিশুরাই বেশি হচ্ছে।আর বাবা-মা এই ট্রমা সারা জীবন বয়ে বেড়াচ্ছে, যত অনিয়ম এসবেরই ফল।

৪| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: দশে দশ।

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৭

মেহরাব হাসান খান বলেছেন: আপনার জন্যই অপেক্ষা করছিলাম!মনে শান্তি পেলাম।

৫| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:৩৭

করুণাধারা বলেছেন: প্রথমে খুনখারাবি পড়তে ভালো লাগছিল না। কিন্তু পুরোটা পড়ার পর বুঝলাম, চমৎকার ভাবে একটা ঘটনা বর্ণনা করেছেন। ভালো লাগলো।

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

মেহরাব হাসান খান বলেছেন: বানানো গল্পকে চমৎকার বললে, নিজেকে নিয়ে খুব গর্ব হয়! ধন্যবাদ, প্রথমে বিরক্ত হয়েও পড়া বাদ দেননি তাই।

৬| ২২ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৭

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ,খুব পীরাদায়ক গল্প।

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

মেহরাব হাসান খান বলেছেন: আমরা পীড়াদায়ক সমাজেই বসবাস করি। আর গল্প কিন্তু সমাজের বিভিন্ন ঘটনা থেকেই নেয়া হয়।

৭| ২২ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৩

আপেক্ষিক মানুষ বলেছেন: ভয়ে থমথমে অবস্থা! বাস্তব প্রেক্ষাপটে লিখেছেন। অসাধারণ হয়েছে।

২২ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৪

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ! চেষ্টা করি আরকি।

৮| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নতুন বলেছেন: সন্তানের মৃত্যু বাবা মা কে পাল্টে দেয়.....

যদি আমার মেয়ের সাথে কেউ কোন দিন খারাপ কিছু করে তবে আমিও এমন সাজা ওদের দেবো।

বাবা মা সন্তানে জন্য সব কিছুই করতে পারে।

৯| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: চিয়ার্স

১০| ২২ শে মে, ২০১৯ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন বলেছেন: সন্তানের মৃত্যু বাবা মা কে পাল্টে দেয়.....
-- বাবা মা সন্তানে জন্য সব কিছুই করতে পারে।
সহমত ।

১১| ২২ শে মে, ২০১৯ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: মেহরাব হাসান খান,




চলতি বাস্তবতার সবটুকু ছায়া মেলে দেয়া গল্প।

মানুষ যে কেন এতো অবিবেচক আর নিষ্ঠুর হয়! শুধু সমাজটা পচে গেছে বলেই কি, না কি সমাজের মানুষগুলো পশুর চেয়েও আরও নিকৃষ্ট হয়ে গেছে বলে ??????????

১২| ২৩ শে মে, ২০১৯ সকাল ৭:২১

লাল মাহমুদ বলেছেন: মানুষ হিসেবে আমাদের দিনদিন অধঃপতন ঘটছে। আর তাই প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমরা এধরনের খবর দেখতে পাই। ধর্ষণের খবর দেখার পর আমার বার বারই মনে হয় আমি যদি তাকে খুন করতে পারতাম,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.