নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A learning Advocate!

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণ অনুভূতি

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

আচ্ছা,বয়স দিয়ে কি অভিজ্ঞতা বিচার করা যায়?যায় না,যেমন আমি প্রথম প্রেমে পরেছিলাম অপরিণত বয়সে।মানে শরৎবাবুর মতে আমার প্রেমের বয়স হয়নি।তবে হুমায়ূন স্যারের মতে প্রেমে পড়ার সকল লক্ষণ আমার মাঝে ছিল।তাকে দেখা,কথা বলার ব্যাকুলতা,মুগ্ধতা সবই ছিল।

সে হিসেবে আমি প্রেমিক পুরুষ,আআআআমি ইনান!

তখন আমি মাত্র ৯ম শ্রেণিতে পড়ি।তখনি তার প্রেমে হাবুডুবু খেয়েছিলাম।আসলে ডুবেই গিয়েছিলাম!

সেদিন আমি, রাহাত,সাব্বির আর বাকি বন্ধুরা কানামাছি খেলছিলাম।সাব্বির বদটা চোর হয়েছিল।হঠাৎ পাশ দিয়ে একটা মোটরসাইকেল গেল।সেটা আসল কথা না,পেছনে ছিল একটা পরী!সাব্বির আমায় ধরে ফেলেছিল,সেদিকে আমার খেয়াল নেই! আমিতো অবাক চোখে পেছনে তাকানো পরীটাকে দেখছিলাম।

তারপর অনেকবার পরীটাকে মোটরসাইকেল করে যেতে দেখেছি,রুটিন করে রাস্তায় বসে থেকেছি!

সেদিন মা ছাদে পাঠালো,আর আমি নিচে তাকিয়ে দেখি দু'জন ব্যাডমিন্টন খেলছে।আরে এযে আমার "তিনি"!আমার পাশের বাসায় থাকে আমি জানি না!অন্যজন ফাইজা বলে ডাক দিলে,নামটাও জেনে গেলাম!

পরেরদিন মা বলল,"পাশের বাসায় নতুন ভাড়াটে এসেছে,আমি পরিচিত হয়ে আসি।তুই বাসায় থাক।"আমার বুঝতে বাকি নেই মা কোথায় যাচ্ছে,আমিও পেছন পেছন গেলাম।

এযেন মেঘ না চাইতেই ঝড়!দরজা খুলে দিল আমার ফাইজা পরীটা!

:ইনান ভাইয়া, তুমি এত্ত লম্বা হলে কিভাবে?
:ফাইজা,আমারে ভাইয়া বলবা না প্লিজ!

পাশে রিনা ছিল,সে সব শুনছিল।বাংলা সিনেমার রিনা খান আর তার মাঝে আমি এখনো পার্থক্য খুজে পাইনি।দুজনের চেহারা,আচরণ এক।
:তবে কি বলবে, লম্বু না সেলফি স্টিক?

তখন রিনাকে কঠিন একটা চড় দিতে পারলে হত,দিইনি।সব কিছুতে মেজাজ খারাপ করলে হয় না।রিনা সেদিন থেকে আমার বেস্ট ফ্রেন্ড।

যখন-তখন ফাইজাদের বাড়ি যাওয়া ট্রাম কার্ড হল রিনা।কত কলিংবেল টিপে দৌড়ে পালিয়েছি,রোদে ছাদে বসে থেকেছি;শুধু তাকে একপলক দেখার জন্য।

রিনাকে দিয়ে ফাইজা কে খেলতে ডেকে আনতাম।বিপত্তি বাধালো মাথামোটা সাব্বির।বৌচি খেলার সময় সে হরহর করে বলে দিল,আমি ফাইজাকে ভালোবাসি!

ফাইজা চুপ করে গেল।আমার দিকে যেভাবে তাকিয়ে ছিল,তার চোখ থেকে আগুন বের হলে আমি ভস্ম হয়ে যেতাম!

পরদিন ফাইজা আমায় ছাদে ডাকলো।আমিতো ভয়ে শেষ,পাশের চায়ের দোকানে একটা ভয়ানক গান বাজছিল,,,"সোনা বন্দু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা......"আমি ভেবেছি আমি সেদিন মাইর খাবো।

:ইনান,তুমি আমায় সত্যিই ভালোবাসো?
:হ্যা,মিথ্যা করে ভালোবাসা যায় নাকি!

আমি কিছু উত্তর আশা করছিলাম।না পেয়ে আমিই নীরবতা ভাঙলাম।
:আচ্ছা যাই হোক বাদ দে আমরা ছোট মানুষ.. কি আর বুঝি এসবের?

ফাইজা কিছু না বলে চলে গেল।

শাহ্‌রুখ খানের মত মনে মনে বলেছি, "পালাট ফাইজা, পালাট!"সে ফিরে তাকায়নি।বিশ্বাস করুন আমি কান্না করিনি,ছেলে মানুষের কাঁদতে নেই।

পরদিন রিনা খবর এনেছিল যে ফাইজা বলেছে,"ইনান খুবই ভালো একটা ছেলে... তবে.. ও দেরি করে ফেলসে.. আমাকে একজন প্রোপজ করেছে দুইদিন আগে এবং আমি তাকে হ্যা বলেছি.. আমি তাকে এক্সেপ্ট করে নিয়েছি... এখন আমি পারি না আমার কথা থেকে সরে আসতে!"

এবার বুকের কোথায় একটু চিনচিনে ব্যথা অনুভব করেছিলাম।যদি আমি আর তিন দিন আগে "ভালোবাসি" বলতাম!মাথামোটা সাব্বির আরও আগে কেন যে এমন করলো না?

তারপর প্রায় চার বছর তার সাথে দেখা নেই।কথাও হয়নি!

এইতো এক শুক্রবার হঠাৎ তারসাথে হাতিরঝিল দেখা।প্রথমে আমায় চিনতেই পারেনি,আমি ঠিকই চিনেছি।প্রথম প্রেম,আমি কিভাবে ভুলবো?

তারপর? দেখা হয়...
ভালো আছে ও।তার ভালোবাসার মানুষটি নেই এখন আর....তবে ও ভেঙে পড়ার মেয়ে না।ভার্সিটি তে পড়ছে এখন।

প্রথমে মনে হলো তাহলে কি ফিরে পেলাম তাকে?তখন নিজের ভিতর সেই অনুভূতিটাকে খুজলাম।কিন্তু সেই অনুভূতিটা আর নেই।তাই ভালো বন্ধু হয়ে আছি এখনো!

ভালোবাসা ছিলো কি, ছিলো না বুঝার বয়স ছিলো না।আর তাই হয়ত যখন বড় হই, আর সেই অনুভূতি টাকে খুজে পাই না।

নাকি অনুভূতিটা মরে গেছে অপেক্ষার আড়ালে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি এখনো নবম শ্রেণীতেই আছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

মেহরাব হাসান খান বলেছেন: নারে ভাই!আর এটাতো গল্প,বাস্তবতার অবকাশ নাই।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

দিলের্‌ আড্ডা বলেছেন: বাংলাদেশে সম্পর্কগুলা বুূঝি সব এমনই,,,,,,,,,,,সবাই একদিন পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে চায়।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

মেহরাব হাসান খান বলেছেন: দিনশেষে সবাই এই হিসেবেই আটকে থাকে!মানুষ কেবল পাওয়া, না পাওয়ার হিসেবই করে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

শামচুল হক বলেছেন: মন্দ নয়।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

মেহরাব হাসান খান বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য!

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: অনুভূতিটা মরে না।। সময়ের সাথে সাথে শুধু রং বদলায়।। চাহিদামত।।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

মেহরাব হাসান খান বলেছেন: যাইহোক বদলায়তো!আর প্রয়োজন আর পরিবেশ সব বদলায়,অনুভূতি তো সস্তা বিষয়!

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবনের চেয়ে সুন্দর আর কিছু নাই।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

মেহরাব হাসান খান বলেছেন: হ্যা,আর জীবনকে সুন্দর করার জন্যই এত কিছু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.