নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুন আর ফাস দিয়ে আত্মহত্যার মাঝে তফাৎ জানেন?খুব সোজা, একটু সময় নিয়ে পড়ুন।
সাময়িক সময়ে ফাসিতে মৃত্যু বেড়ে গিয়েছে!একপক্ষ বলছে আত্মহত্যা আর অন্যপক্ষ বলছে খুন।
তাই দুই পক্ষের কিছু বিষয় জানা উচিত,ন্যায় বিচারে পাওয়ার স্বার্থে।
accused (যাকে হত্যাকারী মনে করা হয়,প্রমান না হওয়ার আগ পর্যন্ত), victim (আত্মহত্যার ফলে ভূক্তভূগী,যারা বলছে খুন) দুপক্ষ খুন সহজে বুঝতে পারবেন hanging টা খুন, না আত্মহত্যা।
এটা সুরতহাল(মৃতের দেহের অবস্থা),আশেপাশের অবস্থা দেখে বুঝা যাবে।যদিও সুরতহাল,আশেপাশের অবস্থার বর্ণনা নিবেন IO(investigation officer, পুলিশ)। তবে দুইপক্ষ সম্ভব হলে যদি দেহের ছবি,আশেপাশের ছবি বা ভিডিও নিয়ে রাখেন তবে পুলিশি নাজেহাল থেকে বাচতে পারবেন।কোর্টেও গ্রহণযোগ্য হবে।
যা ঠাণ্ডা মাথায় খেয়াল করতে হবে:
ফাসিটা আত্মহত্যা হবে যদি....
১.গলার দাগটা U (ইউ) আকৃতির হয়,অর্থাৎ রশির দাগ বা যা দিয়ে ফাস দিয়েছে তার দাগ(ligature mark) সারা গলায় না থাকে।
২.ফাসের গিট (ligature knot) মাথা যে দিকে তার বিপরীতে থাকবে।knot থাকবে ১ টি।
৩.লাশ ঝুলে থাকায় গলায় দাগ(যা দিয়ে ফাস দিয়েছে সেইটার দাগ) পরবে।
মুখ থেকে লালা পরবে,চোখের রক্তনালী সুস্পষ্ট হবে।
৪.হাত মুষ্টিবদ্ধ থাকবে।পায়ুপথে মল নিঃসৃত হবে।
৫.পুরুষ হলে লিঙ্গ উত্থিত থাকবে,বীর্য নিঃসৃত হবে।মেয়েদেরও নিঃসৃত হবে।
৬.মেয়েরা চুড়ি পরা,লিপস্টিক দেয়া থাকবে।অর্থাৎ বাইরে বেড়াতে বের হলে যে পোশাক-সাজে থাকে সেভাবে থাকবে।চুল গোছানো থাকবে।চারপাশ গোছানো থাকবে।
ফাসিটা খুন হবে অর্থাৎ হত্যার পর ঝুলানো হয়েছে বুঝা যাবে যদি....
১.সারা গলায় ligature mark থাকে।ligature mark (গলায় যা দিয়ে ফাস দেয়া হল তার দাগ) হবে O আকৃতির।অর্থাৎ সারা গলায় দাগ থাকবে।
২.মাথা আর knot (গিট) সমান্তরালে থাকবে।
৩.একটার বেশি knot (গিট) থাকবে।
৪.মুখ থেকে লালা পরবে না,চোখে রক্তনালী দেখা যাবে না।হাত মুষ্টিবদ্ধ থাকবে না।
৫.ছেলেদের লিঙ্গ নিস্তেজ, কোন বীর্য বের হবে না।মেয়েদেরও বের হবে না।মলদ্বারে মল বের হবে না।
৬.মেয়েটি অগোছালো, চুল অগোছালো। চারপাশ এলোমেলো। জামার হাত,চুড়ি গোটানো।অর্থাৎ মেয়েরা কাজ করার সময় যেভাবে জামার হাত, চুড়ি গুটিয়ে রাখে সেভাবে আছে।
এ বিষয়গুলো অনেক সময় ধরে অসংখ্য case study করার পর নির্ধারিত হয়েছে।এ লক্ষণ গুলো খুব গুরুত্বপূর্ণ।
এ বিষয় গুলোর নমুনা সংগ্রহ করুন(ছবি বা ভিডিও)। IO পুলিশ এগুলার বিবরণ সঠিকভাবে লিখছে কিনা খেয়াল করুন।
তাহলে সন্দেহভাজন আর ভূক্তভোগী দুজনের জন্য সুবিধা।দোষী ছাড়া পাবে না,নির্দোষীও শাস্তি পাবে না।
তবে হ্যা,ভুক্তভোগী(victim) সন্দেহভাজনের (accused) বিরুদ্ধে
আত্মহত্যায় প্ররোচনার (provocation to commit suicide) জন্য মামলা করতে পারবেন।তখনো কোর্ট এই বিষয়গুলা বিবেচনা করবেন।
©somewhere in net ltd.