নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A learning Advocate!

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

অন্য রকম রবীন্দ্রনাথ :লিয়ন সাহেবের সাথে একদিন সকালে

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

লিওন সাহেব এবার নিয়ে মোট ১২ বার প্রথম আলোতে কবিতা পাঠাল।একবারও ছাপা হয়নি।আগের ১১ বার নিজে কবিতা লিখেছিল।এবার রবিবাবুর একটা কপি করে পাঠালো।না ছাপালে পরে সুকান্ত,জীবনানন্দ!উল্লেখ্য যে তার সকল কবিতাই অশ্লীল ধরনের।কারণ প্রেমের কবিতা যা সে লিখতেন তার সবই জীবন বাবু,আর বরিবাবু লিখে ফেলেছেন।

অত:পর সকালে ঘুম থেকে চোখ খুলেই লিওন সাহেব দেখতে পেল রবিবাবু তার চেয়ারে বসে পা দোলাচ্ছেন।
সে বলল,"Omg,জুতা পায়ে ঢুকেছেন কেন!আমার বৌ বাপের বাড়ি গেছে,থাকলে চিল্লিয়ে বাসা মাথায় তুলতো।"
রবিবাবু এমনভাবে তাকালেন,তিনি সাধু-সন্ন্যাসী হলে এতক্ষণে লিওন ভস্ম হয়ে যেত।ভাগ্যিস তার চেহারাটাই কেবল সন্ন্যাসী টাইপ!

"তর পরিচ্ছন্নতার খ্যাতা পুড়ি,,শরৎ সারা জীবন আমার মজলিশে জুতা নিয়া ঢুকছে,আমি কিছু কইছি।অখন তাড়াতাড়ি বিছনা ছাইড়া উঠ।আমার জন্য চিড়তার রস আন,এইটা সকালে না খাইলে আমার হাগা কিলিয়ার হয় না।"

লিওন অবাক হচ্ছে।একি বিচ্ছিরি ভাষায় কথা বলছে কবিগুরু।
"হুন,,বৎস!হাগার শান্তিনিকতনী ভার্শন আমার জানা নাই।"
"গুরুদেব,,চিরতার রস দিতে পারব না।করলার রস দেই।"

লিওন গুরুকে পাম দেয়ার জন্য গান ছাড়ল।"বধু কোন আলো লাগল চোখে,,,,"

"ওহে বৎস,এই বস্তা পচা গান অফ কর।হিন্দি গান দে।"পানিওয়ালা ড্যান্স,,,, ""চার বোতল ভদকা,,,"!আহা কি গান,,আর সাথে সানি লিওনের ঝুমুর ঝুমুর নাচ!নোবেল পাওয়ার যোগ্য,,,,"
"কি বলেন,,,এই বয়সেও!সানিকেও! সারা জীবনই ভংচং করলেন!এখনো,,, "

"ভালা হওয়ার চান্স নাই,,,স্বর্গেও হুর নিয়া সেই মজায় আছি।তা তর নামও লিওন,,!ড্যান্স মার একটা!,,,,"
"ফষ্টিনষ্টি তো কম করেন নাই,,,এখন থামেন!"

"আমারটাই তর চৌক্ষে পরল,,,নজরুলের নুর জাহান,হুমায়ুনেরটা দেখলি না।তর চোক্ষে ছানি পড়ছে।"
",,,,,,,"

"যা বৎস,তরে বেশি ঘাটামু না,,পরে আবার আমারে নিয়া অশ্লীল কবিতা লিখবি। সেদিন কি লিখলি,,"পাশের বাসায় আন্টির সাথে স্বপ্ন,,,"ছি:ছি:!"
"একটা কবিতাইতো কপি করছি।তাই বলে এত জ্বালাবেন,,,,"
গুরুদেব দাঁত-মুখ খিচে বললেন,
"তুই কেন কপি করবি!,,,আমি তর বাপের ভাত খাইয়া লিখছি,,,,,কবিতা আমি তর *** দিয়া দিমু!"

"ছি:ছি:,,,গুরু!"

অর:পর কলিং বেলের শব্দে লিওন সাহেবের ঘুম ভাঙল।সে পেপার হাতে নিয়েই সাহিত্যপাতা খুলল।তার কবিতা(পড়ুন রবিবাবুর কবিতা)ছাপা হয়নি।ভাগ্যিস হয়নি,,,হলে গুরু যে কি কি করতেন কে জানে!!
আর কপি নয়,,তার অশ্লীল কবিতাই ভালা।তবে রবিবাবুকে নিয়া অশ্লীল কবিতা লেখা যেতেই পারে।এতে তার খুশি হবারই কথা!

বি:দ্র:এই লেখার জন্য কোনভাবেই লেখককে দায়ী করা গ্রহণযোগ্য হবে না।সকল দায় স্বপ্নদ্রষ্টা লিয়ন সাহেবের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.