নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন ছিল শুক্রবার অয়নের মন খুব খারাপ,,,, কেন, সে নিজেও জানে না!! প্রায়ই মন কোন কারণ ছাড়াই খারাপ হয়ে যায়,,,,সে রেল স্টেশনে বসে আছে,,,
পাশেই দেখল একটা জটলা,,সে এগিয়ে গেল,,,
:আপনার কাছে ভাড়া নাই তো সিএনজিতে উঠছেন কেন??
:আরে এসব মেয়ে এমনি,,,
:পুলিশে দিয়ে দেন,,,
:ভাড়াই নিতে হবে অন্য কিছু নেন,ড্রাইভার ভাই,,!!!
(ড্রাইভার উৎসুক চোখে তাকিয়ে,খুব কাছে গিয়ে বলল)
:অন্য কিছু দিবেন??!!!
অয়ন স্পষ্ট শুনতে পেল।
মানুষ নানান বাজে কথা বলছে,
কিন্তু মেয়েটি কিছুই বলছে না,অঝরে কেদেই যাচ্ছে,,,,
অয়ন বলল
:কত ভাড়া আপনার?
:২৫০ টাকা,,,,
অয়ন ভাড়া দিয়ে দিল,,,উৎসুক মানুষের ভীর কমল না,,তারা মজাটা শেষ পর্যন্ত নিতে চায়!!
আয়ন মেয়েটিকে জিজ্ঞেস করল
:কোথায় যাবেন?
মেয়েটি কিছুই বলল না,,কেদেই চলেছে!!!
কেউ একজন বলল
:গফরগাঁও যাইব,,,,কেমনে যাইব অহন,,সিএনজির ভাড়াই দিতে পারল না,,,টেহা নাই মনে অয়,,
অয়ন একটা ট্রেনের টিকেট কেটে মেয়েটির দিকে এগিয়ে ধরল।সে টিকেট টা নিল কিন্তু একবারও মুখ তুলে চাইল না,,সে কেদেই চলছে,,,
ট্রেন এল,,মেয়েটি উঠে গেল, একবারও পেছনে ফিরেও দেখল না,,,,,অয়ন খুব আশ্চর্য হল।
সেদিন থেকে সে কখনো এক মুহূর্তের জন্যও সে মেয়েটির কান্না জড়ানো মুখ ভুলতে পারে নি!!!
অয়ন তার পর থেকে প্রত্যেক শুক্রবার রেল স্টেশনে যায়,,সেই মেয়েটির খোজে,,,,,ভাবে দেখা হলে পাওনা টাকা চাওয়ার ছলে যদি কথা বলা যায়!!
গত দুই বছরে একটা শুক্রবার সে মিস করেনি স্টেশনে এসেছে!!!
আজ গেল আরেকটি উত্তেজনাময় শুক্রবার,,,,
সে জানে আর দেখা হবে না,কিন্তু প্রতিটা শুক্রবার সে একই আকর্ষণে স্টেশনে অপেক্ষা করে,,,
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১
মেহরাব হাসান খান বলেছেন: হ্যা,, শেষটা কিন্তু বাস্তবতা বর্জিত।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: বাস্তবতার প্রতিচ্ছবি।