নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সক্ষমতা না থাকলে যুদ্ধে জড়িয়ে পড়লে নিজেও দায়ী।

০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৬


পৃথিবীর প্রতিটি দেশের উচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা। লেবাননে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ।মিসাইল গোলা আকাশ পথে ধ্বংস করার সক্ষমতা আছে। নিজেদের সক্ষমতা না তৈরি করে কেন যুদ্ধ দ্বন্দ্ব লেগে যায়। এতে সাধারণ মানুষের মৃত্যুর জন্য উক্ত উভয় দেশ দায়ী।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৩

প্রহররাজা বলেছেন: গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস নিজের দেশের মানুষের জন্য নরক ডেকে আনলো। ২৫০ ইসরাইলি হত্যার বিপরীতে ৪০্ হাজার পেলেস্টাইনির করুন মৃত্যু। বোনাস হিসাবে ইরান আর লেবাননী নেতারা দৌড়ের উপর আছে।

০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৯

এম ডি মুসা বলেছেন: ইসরাইল দীর্ঘদিন ধরে অন্যের ভূমি দখল করে। যুগ যুগ ধরে মানুষ হত্যার লিমিট ক্রসিং করছে অনেক আগেই। ফিলিস্তিনি আত্ন রক্ষার অধিকার আছে। ইহুদি রাষ্ট্র গঠন এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সিদ্ধান্ত দেয়। এটি জাতিসংঘে এখন নিজেই বিপাকে পড়েছেন। নিরাপত্তা পাঁচ সদস্যের জন্য ইসরাইলকে কৃতকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ইসরাইল মানবতার বিশ্বাস করে কবে? ইসরাইল ইহুদি নাগরিক সারা বিশ্বের সকল দেশে বসবাস করবে। সম্প্রতি বজায় রাখতে। ভিন্ন রাষ্ট্র গঠন মতবাদ তৈরি করে সহিংসতা সৃষ্টিকে কখনো মানবতা বলা যায় না।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



আকাশ প্রতিরক্ষার জন্য কি কি দরকার?

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধুমাত্র আমেরিকার আপোসহীন সহায়তায় ইজরাইল দানবে পরিনত হয়েছে।

৪| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩১

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্টের শিরোনাম বলছে, "সক্ষমতা" থাকলে যুদ্ধ করাটা সঠিক! আপনি কি বিষয়বস্তু বুঝেন না, নাকি বাংলা জানেন না?

০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৪

এম ডি মুসা বলেছেন: সক্ষমতা থাকলে আর ক্ষয় ক্ষতি হতো না, আগ্রাসন চালিয়ে লাভ না হলে আগ্রাসন চালাতো না। সেয়ানে সেয়ানে লড়াই।
সেয়ানে দূর্বলে লড়াইয়ে বিজয়ী হয় শুধু অত্যাচারীর দল।

৫| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৩

প্রহররাজা বলেছেন: ১৪ বার ইসরাইল কে আরব দেশগুলা আক্রমন করেছে, প্রত্যেক বার যুদ্ধে হেরে আরবরা জমি হারিয়েছে। আজকে ইসরাইল আক্রমন বন্ধ করলে আরবরা সব ইসরাইলিদের জবাই করে হত্যা করবে। মুসলিমদের থেকে নিরাপদ থাকার উপায় হলো মুসলিমদের দৌড়ের উপর রাখা।

০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭

এম ডি মুসা বলেছেন: অন্যের ভূমি দখল করার চেষ্টা আবার আগ্রাসন সাধারণ মানুষের হত্যা সন্ত্রা/সী সংগঠন কার্যক্রমের ছাড়া কিছুই নয়।

০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮

এম ডি মুসা বলেছেন: হিটলার একটা সন্ত্রাসী ছিল তাকে কখনো মুসলিম সাপোর্ট করে না। সন্ত্রাসী ভূমিকা অবতীর্ণ সাপোর্ট করি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.