নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমত, বর্তমান সরকার হলো ইউএসএ ব্যাকড এনজিও সরকার। বিপ্লব হলেও তা বিপ্লবী সরকার গঠন করতে পারেনি।
সরকারের উপদেষ্টাদের মধ্যে বড় একটি অংশ এসেছে এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোন লোক নেই। এর মূল কারণ কোন একটা গোষ্ঠী চায়নি এখানে কোন রিটায়ার্ড পলিটিক্যাল বা সেমি পলিটিক্যাল লোক থাকুক। অবশ্য আসিফ নজরুলকে সেমিপলিটিক্যাল হিসেবে ধরা যায়।
দ্বিতীয়ত, জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা উচিত নয়। কারণ অনির্বাচিত ব্যাবস্থায় অন্তত নিজের দলের মধ্যেও জবাবদিহিতার ব্যাপারগুলো থাকে না। যার ফলে সামগ্রিকতাকে বাদ দিয়ে নির্দিষ্ট গোষ্ঠীর চাওয়া-পাওয়ার প্রতিফলন তৈরি করা যায়।
তৃতীয়ত, আমেরিকান হেজিমনি ও এনজিও'র কিছু প্লান ও প্রয়োগ আছে, যা বাংলাদেশের গণমানুষের চাওয়া-পাওয়া বিরুদ্ধ। এদের বেশকিছু ধর্ম বিধ্বংসী অপ-তৎপরতা ও এজেন্ডা এদেশের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। দেশ সংস্কারের জন্য এখনও সর্বদলীয় কমিটি দেখিনি। রাষ্ট্র সংস্কারে বিএনপি-জামায়াতসহ বাংলাদেশের অন্যান্যদলগুলোর অংশগ্রহণ চোখে পড়ার মতো নয়।
আর একারণেই পরাজিত শক্তির বিচারহীনতা, পুনর্বাসন ও বিপ্লবে আহতদের চিকিৎসার অভাব দেখতে পাচ্ছি।
তা-ই বর্তমান সরকারের ভবিষ্যৎ প্লান প্রকাশ, সর্বদলীয় কমিটি গঠন ও নির্বাচনের রূপরেখা প্রণয়ন আজকের দিনের সময়ের দাবি।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
নতুন বলেছেন: রাজনিতিক দলের কেউই দূনিতিমুক্ত দেশ চাইবেনা।
এই সরকারই পারবে দূনিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে চেস্টা করতে।
দেশে দূনিতি বন্ধ করার জন্য হলেও এই সরকারকে একটু সময় দিতে হবে।
৩-৫ বছর সময় দিতে হবে। জনগন রাজনিতিক সরকার চায়ছে না।
আর ইদানিং আফসোস লীগের প্রচারনা কমে যাচ্ছে। এটা ভালো একটা দিক।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার পর্যালোচনা অনেকাংশে সঠিক ।
..........................................................................................
সারা পৃথিবীর নজীর আছে বিপ্লব হলে বিপ্লবী সরকার গঠন হবে ।
এখানে না ঘরকা না ঘটকা ঘটনা ঘটেছে ।
রাজনৈতিক দক্ষতা নাই বলে প্রশাসনিক শৃঙ্খলা আসছে না,
জ্বালাও পোড়াও আর পিটিয়ে মারাটা জাতির জন্য
কলংকিত অধ্যায় রচনা করছে ।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন সরকার বিষয়ে খুববেশী তাড়াহুড়া করার দরকার নাই।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
হাবিব ইমরান বলেছেন:
বাংলাদেশের রাজনীতিবিদ মানেই বাটপার। ১০০% বাটপার। ধর্মীয় বলেন, নিরপেক্ষ বলেন, জাতীয়তাবাদী বলেন, ডান বাম যাই বলেন ১০০% বাটপার। ওদেরকে ক্ষমতায় বসিয়ে দেশের বারোটা বাজানোর চেয়ে এনজিও সরকারই ভালো। রাজনীতিবিদরা চুরির প্রত্যেকটা ফাঁকফোকর চিনে। এজন্য অরাজনৈতিক ব্যক্তি দিয়ে দেশ চালালে অন্তত এরা ওদের মত চুরি করবে না। ফাঁকফোকর চিনতে সময় লাগবে।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
প্রহররাজা বলেছেন: ট্রাম্প জিতলে ইউনুস আর বাংলাদেশ আমেরিকার পাত্তাও খুজে পাবে না। আমি চাই তখন জামাতের লোকজন যেনো বাম, নারী বাদী, সুশীল, এনজিও মালিকদের পিটায়া দেশ ছাড়া করে।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৭
কামাল১৮ বলেছেন: দুই দিন আগে হোক বা পরে হোক দেশ রাজনীতিবিদরাই চালাবে।তাই রাজনৈতিক দলগুলিকে গনতান্ত্রীক করার উদ্যোগ নেয়া দরকার।গলগুলি গনতান্ত্রীক হলে দেশ ঠিকঠাক চলবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
আমি সাজিদ বলেছেন: সময়ের দাবী না আবার আড়ালে শুধু বিএনপির দাবী বলে আলোচিত হয়! মানুষ তো জলদি ইলেকশন চাচ্ছে না। ফখরুল সাহেব আর তার মেয়ের জামাইরা চাচ্ছে।