নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

পানি সমস্যা ও জিয়াউর রহমান

২৩ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


জিয়াউর রহমান মিলিটারী কমান্ডার, নেতা নন। কিন্তু প্রেসিডেন্টকে তো জনপ্রিয় হতে হয়, নেতা হতে হয়।

''মশিউর রহমান যাদু মিয়া তার ভাই মোখলেসুর রহমানকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বললেন, হাঁটতে পারেন এক নাগাড়ে ২০ থেকে ৩০ মাইল পর্যন্ত। আমি (মোখলেসুর রহমান) বললাম এইতো পাওয়া গেল সবচেয়ে ভালো একটা উপায়, তুমি তাঁকে সঙ্গে নিয়ে পাড়াগাঁয়ে হাঁটাও। .... গাঁও গেরামের রাস্তা দিয়ে যাবে আর মানুষজনকে জিজ্ঞেস করবে, কেমন আছেন? প্রেসিডেন্ট দেশের মিলিটারী লিডার, তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কানাকানচি দিয়ে ঘোরাঘুরি করছেন আর লোকজনের ভালো-মন্দের খোঁজ খবর করছেন, তাতেই তিনি জনপ্রিয় হয়ে উঠবেন।"
-বিএনপি সময় অসময়, মহিউদ্দিন আহমদ

জিয়াউর রহমান গাঁও-গেরামে হাঁটলে লাগলেন,দেখলেন কৃষকের পানি না পাওয়ার কষ্ট। জিয়াউর রহমানের মাথায় এলো খাল খননের আইডিয়া। শুরু হলো বাংলাদেশে খাল খননের সংগ্রাম। খাল খনন একাধারে কৃষকের পানির সমস্যার সমাধানে সাহায্য করেছিল, অন্যদিকে অতি বন্যায় জলাধার ও পানি নিষ্কাশনের মাধ্যম হিসেবে কাজ করেছে। কিন্তু আপসোস বাংলাদেশের বেশিরভাগ খাল আর জীবিত নেই।
হাসিনা প্রণীত অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে বলা হয়েছে জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশের খাল প্রকল্প তেমন কোন কাজে আসেনি!

আজ বাংলাদেশে উন্নত পানি নিষ্কাশন ব্যাবস্থা ও গভীর জলাধার থাকলে বর্তমানে উদ্ভুত বন্যা পরিস্থিতি অনেকটাই প্রশমিত হতো। কিন্তু জনবিরোধী সরকার কেবল আই-ওয়াশ প্রকল্প নিয়েই ব্যাস্ত ছিল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

মনিরা সুলতানা বলেছেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দূরদর্শী নেতা।

২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৮

ফিনিক্স পাখির জীবন বলেছেন: হাসিনার লোকেদের পাশাপাশি, জিয়ার সৈনিকদের অনেকেও কিন্তু তাদের নেতার উদ্যোগের খালগুলো গিলে খেয়ে বসে আছে। এমন নিমকহারাম নেতা-কর্মীদের জানাই ধিক্কার।

৩| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: উলশী যদুনাথপুর খাল খনন ছিল বিখ্যাত।হাজার হাজার আর্মি অংশ নিয়েছে সেই খাল খননে।আমিও দেখতে গিয়েছিলাম সেই উৎসব।রিতিমত মেলা বসেযেত এলাকায়।

৪| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ২:৪৮

রিফাত হোসেন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দূরদর্শী নেতা।
উনি ক্ষমতায় মোহ ব্যাপার বাদ দিলে দীর্ঘায়িত হত। উনি আর্থিক ব্যাপারে সৎ ছিলেন, সেটা তার শত্রুও স্বীকার করবে।
উনি আর তার ছেলে/বউ এক নয়।

৫| ২৪ শে আগস্ট, ২০২৪ ভোর ৬:৫২

কামাল১৮ বলেছেন: @রিফাত,তিনিও খুব ভালো লোক ছিলেন না।তিনি বহু মুক্তি যোদ্ধাকে হত্যা করেছেন।জামাতকে প্রতিষ্ঠিত করেছেন।ভাঙ্গা সুটকেস ও ছেড়া গেঞ্জি থেকে এতো টাকা বের হয়ে এলো কি ভাবে।জিয়া ক্ষমতা হারাবার পর বিএনপিই ক্ষমতায় ছিলো।তাই দুর্নীতি সব চাপা পড়ে যায়।কোর্ট তার ক্ষমতা গ্রহন অবৈধ বলেছে।

৬| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৩

করুণাধারা বলেছেন: জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের চেহারা এখন অন্যরকম হতো।

হয়তো আমি কখনো জিয়াউর রহমানের কর্মসূচি নিয়ে লিখবো, অনেক কল্যাণকর কাজ করছিলেন যা ধামাচাপা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.