নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যারাক থেকে বার্তা প্রেরণ করা হলো,
আমরা যেন আত্নসমর্পণ করি।
গণভবন থেকে বার্তা প্রেরণ করা হলো,
আমরা যেন আত্নসমর্পণ করি।
আমরা যেন আত্নসমর্পণ করি লাশের সারিগুলোকে পা মাড়িয়ে,
রক্তাক্ত স্রোতের নদী সাঁতরে
বুলেটের প্রচন্ড চিৎকারে, টিয়ারশেলের ধোঁয়ায়,
ক্ষতচিহ্নে, রক্তের বন্যায়।
একটি প্রষ্ফুটিত ফুল ও অনাগত শিশুর ভবিষ্যত গরলে
আমরা যেন আত্নসমর্পণ করি।
অথচ ওরা জানেনা আমাদের জন্মের হেতু,
যারা মৃত্যুরে করেনিকো দ্বিধা,
ব্যকরণ ভুলে জয় করে নদী, নরকে জ্বালে আগুন;
আগুন আগুন খেলায়
আমাদের শহীদেরা জ্বেলেছে আগুন স্বৈরাচারের চিতায়।
২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৪
মোছাব্বিরুল হক বলেছেন: চমৎকার বলেছেন।