নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

সব কুচ ইয়াদ রাখখা জায়েগা

২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১২



কিছুই আর আগের মতো থাকবে না। না সেনাবাহিনী, না আওয়ামীলীগ শাসিত সরকার।

প্রবাসী বাংলাদেশী ডায়াসপোরা কর্তৃক শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আদালতে তোলার প্রস্তুতি চলছে। সেনাবাহিনী ইউএনের লোগো সংবলিত গাড়ি ব্যবহার করেছে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে, এ নিয়ে খোদ ইউএন প্রশ্ন তুলেছে। গত বছর পিস কিপিং মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বাদ দেওয়ার আর্জি জানিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল।

গেল পাঁচদিনে বাংলাদেশের মোট ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। ক্যান্সেল হওয়ার মুখে গার্মেন্টেসে করা হাজার হাজার বৈদেশিক অর্ডার।

রক্তের ডাক শুকায় নাই। দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি সরকার জনগণকে বুঝিয়েছে সবকিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ খবর এলো পূর্ব পাকিস্তান হাতছাড়া হয়ে গেছে।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকুক কিংবা না-ই থাকুক, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক ফেইসের সামগ্রিক পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের মানুষ এখন আর কোন বাহিনীকে ভয় পায় না, সেনাবাহিনী তার সম্মানজনক অবস্থান থেকে ছিটকে পড়েছে৷

বিপ্লব দীর্ঘজীবী হোক।
ইনকিলাব জিন্দাবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২০

নব অভিযান বলেছেন: জি, গতকাল একজন সফল মেধাবীর সাথে আলোচনায় আপনার লেখার অনেক কথা আলোচনায় এসেছে। ওনার মূল বক্তব্য হলো নিষ্পাপ শিক্ষার্থীদের রক্ত বৃথা যাবেনা। যদি বর্তমান সরকার ক্ষমতায় থেকেও যায় তবুও বাংলাদেশ আগের মতো থাকবেনা। অনেক কিছু পরিবর্তন আসবে।

২| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



গার্বেজ

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩০

মারুফ তারেক বলেছেন: আর কী? গেল কয়েক বছরে কোথাও তো যুক্তিসঙ্গত মন্তব্য দেখলাম না।

৩| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩১

নূর আলম হিরণ বলেছেন: যে ইস্যুটি খুব সহজেই সমাধান করা যেতো সেটাকে কেনো এত জটিল করে তুললেন শেখ হাসিনা!

৪| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৪

মেঠোপথ২৩ বলেছেন: মানুষের সবচেয়ে বড় ক্ষোভ সেনাবাহিনীর বিরুদ্ধে।

৫| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৬

মেঠোপথ২৩ বলেছেন: দেশে কি ইন্টারনেট এসেছে ? ফেসবুকেতো দেশের কাউকে এখনও দেখছি না।

@ নূর আলম হিরণ , আপনি কি দেশ থেকে ব্লগে ঢুকেছেন?

৬| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:

জঙ্গিবাদ এবং শিবিরবাদ কখনো সফল হতে পারেনা।
সাধারণ ছাত্ররা ধ্বংসযজ্ঞে জড়িত ছিল না।

নিষ্ঠুরতা করেছে ছাত্রদের বেশ ধরে জঙ্গিরা, জঙ্গি ছাত্র শিবিররা।
যেভাবে বিভিন্ন ভবনে তালা কাটা এবং শিকল কাটার যন্ত্র নিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কারাগারের ভারী দরজা শিকল কেটে জঙ্গিদের ছেড়ে দিয়েছে এবং অস্ত্র লুট করেছে। এসব সাধারণ ছাত্রদের কাজ নয়।

৭| ২৩ শে জুলাই, ২০২৪ রাত ১০:১৯

নিমো বলেছেন: শিরোনামটাও বাংলায় লেখার সামর্থ্য নাই। প্রবাসে লুকিয়ে ভন্ডামী আর কতদিন?

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩২

মারুফ তারেক বলেছেন: সব ভন্ডদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।

৮| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১:১৬

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: বাংলায় শিরোনাম লেখতে সমস্যা কি ভাই? আপনার মাতৃভাষা কোনটা?

হিন্দী?


নাকি, উর্দু?
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/alchudurwalbudur/alchudurwalbudur-1721762060-1b4473e_xlarge.্বণটা?

কোনটা?

৯| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ১:১৯

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: বাংলায় শিরোনাম লিখতে সমস্যা কি ভাই? আপনার মাতৃভাষা কোনটা?

হিন্দী?


নাকি উর্দু?

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩২

মারুফ তারেক বলেছেন: বিপ্লবের ভাষা যে বোঝে না, না বোঝে সে ক্রোধ কিংবা আস্ফালন!

১০| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

অক্পটে বলেছেন: নির্মমতা কতদুর হলে জাতি হবে নির্লজ্জ!

১১| ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩১

করুণাধারা বলেছেন: শুনেছি জামাত আর বিএনপি মিলে ছাত্রদের আন্দোলন কব্জা করে নিয়েছে সরকারের ক্ষতি করার জন্য এক হাজার কোটি টাকার দালান কোঠা আর গাড়ি ভাঙচুর করেছে।

এইসব দীর্ঘসময় ধরে করেছে। কারণ তাদেরকে নির্বিঘ্নে কাজ করতে দিয়েছে সরকারি বাহিনী। এরপর দালান কোঠা মেরামত করার টেন্ডার হবে এক হাজার কোটি টাকার কাজ ৫০০০ কোটি টাকায় করা হবে। লাভ সবার, এই ভাঙচুরের পরিকল্পনাকারী আর বাস্তবায়ন কারীদের, সবার।

মহাখালীতে ভাঙচুরের পরের দিন শুক্রবার মেট্রোরেল স্টেশন ভাঙচুর করা হলো। অথচ বুধবার বিকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল! তাহলে মেট্রো রেল স্টেশন খুলে রাখা হয়েছিল কেন! ভাঙচুর করার জন্য? কেন মেট্রোরেলের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়া হয়নি!!

এত মানুষ মারা গেছে অথচ সরকারের একটা মানুষ একটা মিনিটের জন্য দুঃখ প্রকাশ করে কোন কথা বলেনি। আল্লাহ অবশ্যই এর বিচার করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.