নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতএব আমি কবিতায় সকল নপুংসক কবিদের গালাগাল দেই;
অতএব আমি কবিতায় লেখি দুই হাজার চব্বিশ সাল:
বাংলাদেশের কবিদের হৃদয় শশ্মান হয়ে গেছে
শকুনের মতো তীক্ষ্ণ হিংস্রতায়, কাপুরুষ ভীরুতায়।
অতএব আমি কবিদের বিষোদগার করি-
যখন আমার হৃদয় পুড়ে খাক হয়ে যায়
উল্লাসে, ভয়ে, ক্রোধে, বেদনায়
অশান্ত ঘোড়ার মতো, ভাঙা আয়নায় মতো, পদ্মার কালবৈশাখী ঝড়ের মতো
তবু,
সময় শান্ত হয়ে ঘরে ফিরবার অপেক্ষায়
তোমরা সাক্ষী থেকো বাংলাদেশের জনগণ।
২| ২২ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৫৫
শ্রাবণধারা বলেছেন: বিষাদগার মানে কী গলার মধ্যে বিষাদের টাই পড়া?
বিষাদগার নয় শব্দটা হবে বিষোদগার।
২৩ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
মারুফ তারেক বলেছেন: ঠিক করেছি, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৪৪
কামাল১৮ বলেছেন: আমাদের ব্লগের কবিরা বেশিরভাগ প্রেমের কবিতা লেখে।তারা অধিকারের জন্য সংগ্রাম করে না,সংগ্রামের কবিতাও লিখেন না।পড়ে ভালো লাগলো।অনুপ্রাণিত হলাম।