নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্যালেস্টাইনের গাজায় গণহত্যা সংঘটিত করার অভিযোগে ইজরাইলকে অভিযুক্ত করে মামলা ঠুকেছে সাউথ আফ্রিকা। বলা বাহুল্য নয়, বহু মুসলিমপ্রধান দেশ হম্বিতম্বি করলেও প্যালেস্টাইনের পক্ষে কেউ এগিয়ে আসেনি। এগিয়ে এসেছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানপ্রধান কালো মানুষদের দেশ সাউথ আফ্রিকা। যুদ্ধ শুরু হওয়ার পর হম্বিতম্বি করা এরদোয়ানের দেশ তুরস্ক ইসরাইলের সাথে বাণিজ্য বাড়িয়েছে প্রায় ৩৫ শতাংশ। ইজরাইলে হামলা করা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে শংকিত সৌদি আরব। তারই ধারাবাহিকতা ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
আর এই গণহত্যায় অভিযুক্ত ইসরাইলকে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যায় অভিযুক্ত জার্মানি। ইতিহাসের নিয়ম হচ্ছে ইতিহাস বার বার ফিরে আসে, ইতিহাস হয়তো আবার ফিরে আসছে। যদিও খুব কম মানুষই ইতিহাস হতে শিক্ষা গ্রহণ করে।
অন্য আরও একটি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানপ্রধান দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হাগে গেইনগব (Hage Geingob) জার্মানির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
কেন বার বার খ্রিস্টান প্রধান বলছি? কারণ আমি আপনাদেরকে কুরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই।
"আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না।"
[সূরা আল মায়েদাহ, ৫:৮২]
তাহলে যুক্তরাষ্ট্রসহ পুরো পশ্চিমা জোট কি খ্রিস্টান প্রধান নয়?
এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আন্তর্জাতিক বিষয়াদিতে তো স্বার্থ ছাড়া কিছু হয় না, দক্ষিণ আফ্রিকা ইজরায়েলের বিপক্ষ আর ফিলিস্তানিদের পক্ষ নেয়ার কারণ কী?
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: সোনাগাজী বলেছেন: আয়াত ইত্যাদি আনছেন, আবার জার্মানীর সাহায্যও নিচ্ছেন; আপনার কথার কোন মুল্য আছে বলে মনে হয় না।
হা হা হা ............. তাইতো।
আসলে এই মামলা করে কি লাভ!!
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ফলাফল শূন্য।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১
মারুফ তারেক বলেছেন: বেঁচে থেকেইবা কী এমন করতেছি। বেঁচে থাকারওতো প্রয়োজন নেই!
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৩
সোনাগাজী বলেছেন:
আয়াত ইত্যাদি আনছেন, আবার জার্মানীর সাহায্যও নিচ্ছেন; আপনার কথার কোন মুল্য আছে বলে মনে হয় না।