নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

একই ধারায় বহে পশ্চিমের জল...

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৩১


বার্লিন কিংবা প্যারিসে ইজরায়েলের পক্ষে বিক্ষোভ কিংবা সহমর্মিতা জানাতে রাস্তায় দাঁড়ালে পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে, অথচ প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ালে গ্রেপ্তার করা হয়েছে।
ইউএসএ বা আমরা যাকে আমেরিকা নামে চিনি, সেই আমেরিকা এখন বিশ্বের ডুবন্ত সূর্য। ডুবতে থাকে ব্রিটিশ এম্পায়ারের বেঁচে থাকার শেষ ভরসা ছিল আরও একটি বিশ্বযুদ্ধ, যদিও তা কাজে লাগেনি বা ব্রিটেনের বদলে কর্পোরেশন ও পরিবারগুলো আমেরিকাকে বেছে নিয়েছিল।বলা বাহুল্য নয়, শক্তির এই ট্রানজিশনে অন্য কোন নতুন রক্তক্ষয়ের প্রয়োজন পড়েনি। এই ব্যাপারটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। সচেতন পাঠক এই ঘটনার অনুসন্ধান করুন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান, জার্মানি, তুরস্ক কিংবা ইতালির মতো দেশগুলো হয়ে যায় আমেরিকার স্যাটেলাইট স্টেট। পরবর্তীতে আমরা দেখবো আরও প্রায় অর্ধশত বছর কিংবা তারও অধিক সময় পরে এই দেশগুলোর নিজস্ব কোন পররাষ্ট্রনীতি থাকবে না। আমরা দেখেছি ইউরোসেন্ট্রিক যুদ্ধ হলেও দূর প্রাচ্যের জাপানে নিউক্লিয়ার হামলা হয়ে গেছে, যা ছিল একপ্রকার ধরাছোঁয়ার বাইরে। সেই মাইটি এম্পায়ার জাপান, যারা বর্তমান চীনের বহু অংশ শাসন করতো, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় আমেরিকাকে। নিজেদের সংবিধান পরিবর্তন করে মিলিটারি শক্তিকে ঢুকিয়ে দেওয়া হয় আমেরিকার পকেটে। আর সেই সংবিধানের নাম দেওয়া হয় শান্তির সংবিধান।
জার্মানি মিলিটারি ইকুইপমেন্ট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হলেও মিলিটারি পাওয়ার ইনডেক্সে এদের অবস্থান নগন্য। এই দেশগুলোর সরকারব্যবস্থা ও সামগ্রিক মূল্যবোধের নীতি ঠিক করে দেয় সেই কর্পোরেশন বা পরিবারগুলো, যেমনটি তারা আমেরিকার জন্য করে আসছে।

কিন্তু এখন পাওয়ার ওয়েস্ট থেকে ইস্টের দিকে ট্রানজিশন হচ্ছে, যা রক্তের দাবি করছে, দাবি করছে আরও একটি মহাযুদ্ধের৷

ইউক্রেন-রাশিয়া কিংবা গাজা-প্যালেস্টাইন ইস্যুতে বহুবার যুদ্ধ বন্ধের আহ্বান করা হয়েছে, কিন্তু আমেরিকা কিংবা জায়ানিস্টরা সায় দেয়নি। কেননা তারা আরও ক্যাওস বৃদ্ধি করতে চায় ও এই ক্যাওসের ভেতর থেকে ফায়দা লুটতে চায়। হানাহানিতে পৃথিবীর কিছু মানুষের মৃত্যু হলে তাদের কিছু যায় আসে না।

ওসমানী খিলাফতের সাতশো বছর কেউ প্যালেস্টাইনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, অথচ আজ তুরস্ক নিজেই গোলামে পরিণত হয়েছে। যদিও এরদোয়ান সরকার গোলামীর থেকে বের হওয়ার পক্ষে বেশ কিছু কাজ করেছেন, যার ফলশ্রুতিতে তাকে নামিয়ে দেওয়ার জন্য ক্যু করা হয়েছিল। আপনারা যারা পাকিস্তানকে পৃথিবীর সপ্তম মিলিটারি পাওয়ারের দেশ হিসেবে চিনেন, তারা জানেন না পাকিস্তানও একটি গোলাম রাষ্ট্র। পৃথিবী একটি বিশেষ প্রক্রিয়ায় চলে শুধুমাত্র বিশেষ কাউকে ক্ষমতা ও প্রতিপত্তি পাইয়ে দেবার জন্য। সেই বিশেষ ব্যবস্থাকে আঘাত করতে চেয়েছিলেন মোয়াম্মর গাদ্দাফী। পৃথিবীর সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পেয়েও তার দেশের লোকেরা(?) তাকে হত্যা করেছে। আসলেই কী তা-ই? তাকে হত্যা করেছে সেই কর্পোরেশনগুলোর অধীনে থাকা শক্তিশালী দেশগুলো।

আজকের চীন কিংবা রাশিয়ার মতো শক্তি নতুন করে ছক কষছে, নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তুলবার নিমিত্তে। আমি বলছি না নতুন শাসন কল্যাণ বয়ে আনবে, নতুন শাসন এর চেয়েও খারাপ হতে পারে৷ পৃথিবীর কী হবে তা শুধু সময়-ই বলে দিতে পারে।

ছবি: The Plumb-pudding is in danger

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


কি কারণে জার্মানরা আপনাকে ওদের দেশ ব্যবহার করে অন্য জাতির জন্য প্রতিবাদ করতে দেবে? ওরা কি আপনাকে পেয়ে অনেক খুশী?

২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:০০

মারুফ তারেক বলেছেন: হাবিজাবির বিপরীতে আপনার কোন ভালো বক্তব্য থাকলে বলুন, আমরা এনলাইটেন্ড হই।

২| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:১১

জনারণ্যে একজন বলেছেন: @সোনা - ঠিক একই কারণে। যে কারণে আপনি আমেরিকাতে বসে অন্যদেশের (দেশ ও জাতি) উদ্ধার করছেন।

অপরিণত এবং অপরিপক্ক মস্তিষ্ক থাকলে যা হয় আর কি। যা খুশি বলে দিলাম, যা খুশি লিখে দিলাম। এবং সবশেষে নিজেই নিজের পিঠ চাপড়ে লাল করে দিলাম।

২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:২৬

মারুফ তারেক বলেছেন: তা আপনার পরিণত মস্তিষ্কে কিছু চিন্তা থাকলে আমাদেরকে বলুন, আমরা এনলাইটেন্ড হই।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩৫

জনারণ্যে একজন বলেছেন: মারুফ - কথাগুলি @সোনা গাজীকে বলা, আপনাকে নয়। কেউ মন্তব্য করলে প্রথমে বোঝার চেষ্টা করবেন, তারপর প্রতিমন্তব্য করবেন।

ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৪৩

মারুফ তারেক বলেছেন: ক্ষমা করবেন। আমি ঠিক জানিনা সোনা গাজী কেন প্রায় সব পোস্টেই খারাপ মন্তব্য করেন। আমি এর আগে হযরত মুহম্মদ (সাঃ) এর একটি চিঠির অনুবাদ দিয়েছিলাম। তিনি মন্তব্য করেছেন ট্রাম্পের কাছে পাঠিয়ে দেন।
একটু আগে আমার এই পোস্টে মন্তব্যের পর আমার পূর্ববর্তী ব্লগপোস্টে ব্যক্তগত প্রশ্ন করে বললেন, আপনি কী করেন?

৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩৬

মারুফ তারেক বলেছেন: ২০২০ থেকে শুরু করে সায়েন্টিফিক জার্নাল পাবলিকেশনে সবচেয়ে এগিয়ে আছে চীন। এটা চীনের জন্য বিশাল বড় এক জায়ান্ট স্টেপ। চীনারা শুধু কপি পোডাক্টই তৈরি করছে না, ইনোভেশনও করছে।
নিন্মোক্ত লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন।

Country Rank (Scientific Publication)

৫| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৪০

সোনাগাজী বলেছেন:


আপনি কি জার্মান যে, ওরা আপনাকে ঐ দেশে বাস করে, অন্য দেশ নিয়ে বাদ-প্রতিবাদ করতে দেবে?

২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৪৫

মারুফ তারেক বলেছেন: ভাই বহু জার্মান প্রতিবাদ করছে, ওদেরকেও পুলিশে ধরছে। আমার লেখা পড়লেন কী, আর বুঝলেন কী!

৬| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪৩

জনারণ্যে একজন বলেছেন: ইটস অলরাইট, মারুফ।

@ সোনা, আপনাকে কে বললো জার্মানিতে বসে অন্যদেশ নিয়ে বাদ-প্রতিবাদ করতে হলে জার্মানির নাগরিক হতেই হবে?

৭| ২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫০

সোনাগাজী বলেছেন:



জার্মানরা নিজ জাতির মানুষ ব্যতিত অন্য কাউকে নিজ দেশে পছন্দ করে না।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৯

অহরহ বলেছেন: বাংলাদেশে কেউ কী ইসরাইলের পতাকা নিয়ে দাড়াতে্ পারবে?

৯| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:৩৭

জনারণ্যে একজন বলেছেন: @সোনা গাজী, খুবই ঢালাও মন্তব্য, ঠিক যেরকম করে থাকেন সবসময়। আগেও বলেছি, শুধুমাত্র অপরিণত এবং অপরিপক্ক মস্তিষ্ক থেকেই এরকম একটা মন্তব্য প্রসব করা সম্ভব।

আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম, জার্মানরা নিজ জাতির মানুষ ব্যাতিত অন্য কাউকে ওদের দেশে পছন্দ করে না। কিন্তু সংবিধান বলেও তো একটা বস্তু আছে, তাই না?

ওদের সংবিধানের কোথাও কি বলা আছে, ওদের দেশে বসবাস করে, অন্য দেশের হয়ে প্রতিবাদ করতে হলে জার্মান নাগরিক হতেই হবে?

আপনাকে টঙের দোকানেই মানায়। আর যদি এখানে কারো পোস্টে নিজেকে জাহির করতে কিংবা বিজ্ঞ প্রমান করার জন্য মন্তব্য করতেই হয়, একটু হলেও হোমওয়ার্ক করে নেবেন।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২০

শেরজা তপন বলেছেন: ব্লগার মারুফ তারেক, আপনার কথায় বেশ যুক্তি আছে, একেবারে ফুঁ দিয়ে উড়িয়ে দেবার জো নেই!

মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধটা হতে হতে হচ্ছে না- ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে! এক দল পাশ কেটে গিয়ে তাদের ফায়দা লুটে যাচ্ছে বার বার, আর এর অদৃশ্য যাতাকলে পৃষ্ট হচ্ছি আমরা।

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০০

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ

১১| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:


১১ নং মন্তব্যে একজন বিখ্যাত ব্লগার বলছেন যে, আপনার কথায় যুক্তি আছে! আমি যুক্তি খুঁজে পাচ্ছি না; আপনি জাপান, জার্মানীর মতো দেশগুলোকে স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন; কিন্তু জার্মানরা ও জাপানীরা সেটা টের পাচ্ছে না! আপনার সমানও ওরা বুঝে না, বিশাল সমস্যা।

১২| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯

বাউন্ডেলে বলেছেন: কতগুলো অর্ধমুর্খ পশিচমা দেশগুলোকে মুক্তচিন্তা-বাকস্বাধীনতার - মানবতার দেশ বলে। তাদেরকে এই পোষ্ট কয়েকবার পড়ার অনুরোধ করছি।

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৭

কামাল১৮ বলেছেন: রাশিয়া ইউক্রেন যুদ্ধই তৃতীয় বিশ্ব যুদ্ধ।একদিকে রাশিয়া, চীন ,ইরান আর অন্য দিকে ন্যাটো।বিশ্বের আর বাকি থাকলো কে।এই যুদ্ধের জয় পরাজয়ের পর গড়ে উঠবে নতুন বিশ্ব ব্যবস্থা।
আপনার বিশ্লেষণ ভালো লেগেছে।রাজনৈতিক বিশ্লেষণ বিজ্ঞানের মতো না।সতভাগ সত্য হতে হবে।এখানে কিছু ধারণা থাকবে।হতে পারে আবার নাও হতে পারে।

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ

১৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



কামাল১৮ বলেছেন: রাশিয়া ইউক্রেন যুদ্ধই তৃতীয় বিশ্ব যুদ্ধ।একদিকে রাশিয়া, চীন ,ইরান আর অন্য দিকে ন্যাটো।বিশ্বের আর বাকি থাকলো কে।

-কামাল সাহেব, ইউক্রেনের গেরিলা যুদ্ধই কি ৩য় বিশ্বযুদ্ধ? ইউক্রেনের গেরিলারাই ন্যাটোর সৈন্য বাহিনী?

১৫| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪২

আমি সাজিদ বলেছেন: একটা জিনিস বুঝি না। এত পশ্চিম ঘৃণা করলে ওখানে এশিয়ানরা বিশেষ করে আমাদের মুসলিম কমিউনিটির লোক যাচ্ছে কেন? যেমন আপনিই তো জার্মানি থাকেন। কেন সৌদি/ দুবাই/ কাতার গেলেন না? সৌদিও তো বাইরে থেকে টিচার এনে৷ নিজেদের ইউনিভার্সিটির র‍্যাংক এগিয়ে নিয়েছে।

২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৯

মারুফ তারেক বলেছেন: বাংলাদেশের অনেক অনেক সমস্যা। তাই বলে আমি কিংবা আপনি বাংলাদেশ একবারে ছেড়ে দেবো। সবারই তো ভালো-খারাপ আছে৷ খারাপ নিয়ে লেখলে কি সে দেশে যাওয়া যাবে না?

১৬| ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পৃথিবীতে অনেক মুসলিম সংখ্যারিষ্ঠ দেশ আছে। তারা কী কী করেছে?

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০০

মারুফ তারেক বলেছেন: অনেক কিছুই করেছে। হয়তো একদিন তাদের নিয়েও লেখবো।

১৭| ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি আসলে কি বলতে চাচ্ছেন?

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০০

মারুফ তারেক বলেছেন: বলেছি তো...

১৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১

আমি নই বলেছেন: ফ্রান্স, ব্রিটেন এরাতো আফ্রিকা, এশিয়ার রক্ত চুসেই আজকে সভ্য, শক্তিশালী হয়েছে, এদের অন্যায়ের পক্ষে অবস্থান নেয়াই স্বাভাবিক। আপনার বিশ্লেষন সঠিক হয়েছে, হয়ত ক্ষমতার পালাবদলের শুরু হয়েছে।

তবে এখানে এসব লিখে লাভ নেই, এখানে দুনীয়ার সবচাইতে জ্ঞানী ব্যাক্তি লেখেন। তিনি এবং তার চামচারা ছারা কারো লেখার বা মতের কোনো মুল্য নেই। উনি অলরেডি বলেই দিয়েছেন এগুলো হাবিজাবি বকবক।

১৯| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৩

জ্যাক স্মিথ বলেছেন: আমেরিকা ডুবন্ত সূর্য , ইরান এবার আমেরিকাকে পুরোপুরি ডুবিয়ে দিবে, অতঃপর ইরানের নেতৃত্বে সম্পূর্ণ নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, পশ্চিমারা তখন দলে দলে মিডিলিস্টে কাজ করতে আসবে।

২০| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২৮

কামাল১৮ বলেছেন: @ গাজী সাহেব, জেনারেল গিয়াপের বই পড়ে গেরিলা যুদ্ধ শিখেছি।ইউক্রেন যেটা হয় সেটাকে গেরিলা যুদ্ধ বলে না।গেরিলা যুদ্ধ করেছে চীন।ভিয়েতনাম।৭১ রে ঢাকায় কিছু গেরিলা আক্রমন হয়েছে।মাওসেত্ং গেরিলা যুদ্ধের মহা নায়ক।জেলনস্কি করবে গেরিলা যুদ্ধ।হাসালেন।ইউক্রেন সামনা সামনি আক্রমনে যাচ্ছে।গেরিলা যুদ্ধ কোথায় হয়।

২১| ২৮ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার বিশ্লেষণাত্মক পোস্ট ভাল লেগেছে। কিছু কিছু মন্তব্য আশা জাগানিয়া । কে কি নেগেটিভলি বললো দয়া করে কানে দিবেন না।
শুভকামনা রইলো নিরন্তর।

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৫

মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ

২২| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার বিশ্লেষণ!

ইউক্রেন যুদ্ধের হাল হকিকত দেখে ইতিমধ্যে অনেক বিশ্লেষক বলেই দিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখন মিডলইস্টের অবস্থা দেখেও মনে হচ্ছে আমেরিকা একটা বড়সড় যুদ্ধের জন্য মুখিয়ে আছে। মুখে যে যত শান্তির কথাই বলুক না কেন শেষ পর্যন্ত ফয়সালাটা মনে হয় যুদ্ধের মধ্য দিয়েই হবে।

২৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.