নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইকেল থেকে পড়ে পরদেশ জার্মানির কোলন শহরের এক হাসপাতালে শুয়ে আছি। পুরো একা নই, পাশে আছেন বয়স্ক এক জার্মান ভদ্রলোক, যিনি ঠিকঠাক হাঁটতে পারেন না। ভিজিটিং আওয়ারে বন্ধু-বান্ধবীরা দেখা করতে এসেছিল। এখন পাশের ভদ্রলোক ঘুমুচ্ছেন, আর আমি বসে বসে লেখছি। যেটা নিয়ে এসেছি, সেই শরীর আর মায়ের ভাষা, যা কোনদিন পরিবর্তিত হয় না। তাই আপনাদেরকে লেখছি, জেগে থাকলে কথা বলা যাবে ক্ষণ। এখন জার্মানিতে রাত আটটা বেজে বিশ মিনিট, বাংলাদেশে বারোটা বেজে বিশ। আমার বাড়ি পদ্মা নদী থেকে একটু দূরে, পদ্মায় বুঝি এখন ঘোর লাগানো বাতাস বাতাস বইছে? আমি ঠিক জানি না।
গতকাল আমার প্রথম সার্জারি হয়েছে, দু'একদিন পরে আবার। ফেসবুকে লেখিনি কিছু, ব্লগে লেখছি। আমি চাই না আমার মা দুশ্চিন্তায় নির্ঘুম থাকুক। আপনারা চাইলে এই অপরিচিতকে মানুষটিকে লেখতে পারেন। শুভরাত্রি।
বি:দ্র: ব্লগের নিয়মশৃঙ্খলার সাথে লেখাটি যাচ্ছে কি-না জানি না, তবুও লেখছি। প্রয়োজনে মডারেটর ডিলিট করে দিতে পারেন।
১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ২:০৭
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন
২| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩৯
মিরোরডডল বলেছেন:
কেনো ডিলিট করবে!
সামু পরিবারের একজন হসপিটালে শুয়ে আছে, সেখান থেকেও লিখছে, এটাতো সামুর প্রতি ভালোবাসা।
সাইকেল থেকে পড়ে গিয়ে দুইটা সার্জারি হচ্ছে, তার মানে এক্সিডেন্ট গুরুতর।
এই অবস্থায়ও যে লিখতে পারছে, এটা জেনে ভালো লাগলো।
মন খুলে সামুতে লিখবে, হসপিটালের সময়টা তাহলে দ্রুত কেটে যাবে।
এখনতো রাত সাড়ে বারোটার বেশি, ঘুমাচ্ছে নিশ্চয়ই।
টেইক কেয়ার, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:০৩
কামাল১৮ বলেছেন: দ্রুত আরোগ্য কামনা করি।
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৪
শেরজা তপন বলেছেন: আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই কামনা করছি। যেভাবে ভাল লাগে সেভাবেই লিখে যান মন খুলে।
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল্লাহ সোবাহানা তায়ালা আপনাকে নেক শেফা দান করুন।
আমিন।
ছুম্মা আমিন।
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার বর্তমান অবস্থা কী?
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩
মারুফ তারেক বলেছেন: আগামী সপ্তাহে আবার সার্জারি হবে
৭| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। ভালো থাকুন
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৮| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করি, হাসপাতল, আশেপাশের চিত্র লিখতে থাকুন। আমরাও জানলাম ওখানকার পরিবেশ
১৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
৯| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা ও দোয়া করছি, পরম করুনাময় আপনাকে হেফাজত করুন।
১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন।
১০| ১৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৪
আঁধারের যুবরাজ বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন।ওখানকার চার পাশের অভিজ্ঞতা নিয়ে লিখবেন।
১৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন। ইনশাআল্লাহ লেখার চেষ্টা করবো
১১| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মানুষের বিপদ আপদ আসে।
সেটা দীর্ঘস্থায়ী হয় না। দ্রুত সুস্থ হয়ে উঠুন।
১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৩
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিবেন।
১২| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:১১
সোনাগাজী বলেছেন:
জার্মানীতে কি করেন?
২৭ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:০২
মারুফ তারেক বলেছেন: বেঁচে আছি, বেঁচে থাকি
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৮
আহমেদ জী এস বলেছেন: মারুফ তারেক,
বিদেশের হাসপাতালে শুয়েও জানবেন, আপনি একা নন। সকল ব্লগার আপনার পাশেই আছেন, জেগে।
ভালো হয়ে উঠুন আর যে শরীর আর মায়ের ভাষাকে সাথে নিয়ে গেছেন তাকে আবার চাঙা করে তুলুন।
শুভেচ্ছান্তে..................