নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

কল্যাণ রাষ্ট্র, পুঁজিবাদ ও অন্তরালে স্যাডো গভর্নমেন্ট

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৭


আধুনিক ফেমিনিজম, সমকামী আন্দোলন, যুদ্ধ ও কাল্পনিক চাহিদা বুঝতে হলে আমাদেরকে কার্ল মার্ক্সের কাছে ফিরে যেতে হবে। অমর্ত্য সেনের আপেক্ষিক বঞ্চনা তত্ত্ব বলে মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজের অবস্থানের তুলনা করে যখন নিজের প্রতি অসম আচরণ দেখতে পান, তখন তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আর রাষ্ট্র সেখানে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ভূমিকা রাখতে পারে।

জার্মানি, ফ্রান্স, কিংবা নেদারল্যান্ডসের মতো রাষ্ট্রগুলো আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে পরিচিত, যারা জনগণের মধ্যে সুষম বন্টন করে ও মৌলিক চাহিদাগুলো পাবার অধিকার নিশ্চিত করে। সমাজবিজ্ঞানী টি মার্শাল আধুনিক কল্যাণ রাষ্ট্রকে গণতন্ত্র, কল্যাণ ও পুঁজিবাদের একটি স্বতন্ত্র সমন্বয় হিসেবে বর্ণনা করেছেন।

কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে সার্টেন গ্রুপের অধিকার নিশ্চিত করবার নিমিত্তে সমাজের বড় অংশকেও ভুক্তভুগী করে। যেমন গাজাকে পাবলিকলি লিগালাইজ করা, স্কুলগুলোতে LGBTQIA+ ইমপোজ করা ইত্যাদি।
কার্ল মার্ক্স সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের পরবর্তী রূপ হিসেবে বর্ণনা করেছেন। যা মূলত জন্ম দেয় বিলডেনবার্গ গ্রুপ বা পৃথিবীর স্যাডো গভর্নমেন্টের।

লিবিয়ায় ন্যাটো এল্যায়েন্সের যুদ্ধে জড়ানো জনগণের সিদ্ধান্ত ছিল না, সিদ্ধান্ত ছিল বড় বড় কর্পোরেশন তথা আর্থিক প্রতিষ্ঠানগুলোর, সিদ্ধান্ত ছিল স্যাডো গভর্নমেন্টের।আর একারণেই আপনারা দেখে থাকবেন, কানাডায় খ্রিস্টান ও মুসলিম নাগরিকরা মিলে স্কুলগুলোতে LGBTQIA+ অন্তর্ভুক্তিকরণ, জেন্ডার আইডেন্টিটি নিয়ে করা প্রপাগান্ডার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আবার বাংলাদেশে কিছু মিডিয়াও এই কমিউনিটির লোকদেরকে প্রমোট করছে, যদিও বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ।

যাইহোক, এক্ষেত্রে আমাদের পুঁজিবাদ বা উদ্বৃত্ত অর্থের ধারণা বুঝা জরুরি। কেননা এই অতিরিক্ত অর্থ ইনভেস্ট করার জন্য নতুন বাজার তৈরি করা জরুরি। আর এই কাজটি করছে ভ্যানগার্ড কিংনা স্ট্রেইট স্ট্রিট এর মতো প্রতিষ্ঠানগুলো।

এর বাইরে অর্থ যতদিন পর্যন্ত অর্থ ন্যাচারাল বা স্বর্ণ/রৌপ্য মুদ্রার ফর্মে ছিল, আজকের দিনের মতো বোগাস কাগজের টাকা ছিল না, ততদিন পর্যন্ত সম্পূর্ণ নতুন বোগাস অর্থকে ইনভেস্ট করার জন্য নতুন বাজার তৈরির প্রয়োজন ছিল না।
কিন্তু এখন বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে উদ্ধৃত্ত অর্থ আছে, বোগাস মানি আছে। এর জন্য নতুন বাজার তৈরি করা প্রয়োজন।

নতুন বাজার দখলের জন্য যুদ্ধের প্রয়োজন, বোগাস মানির বিপরীতে নতুন পণ্যের সৃষ্টি ও চাহিদার প্রয়োজন, কনসাম্পসন প্রয়োজন।
আর একারণেই যুদ্ধ লেগে আছে বছরের পর বছর। নতুন চাহিদাসম্পন্ন গোষ্ঠী হিসেবে LGBTQIA+ কমিউনিটির প্রয়োজন, যাতে তারা সারা জীবন চিকিৎসার জন্য, হরমোনের জন্য ওষুধ নিতে পারে। কেননা তারা ওষুধ গ্রহণ না করলে তো ব্যবসা হবে না।

পিংক মানি হলো পৃথিবীর LGBTQIA+ কমিউনিটির টোটাল পার্সেচিং পাওয়ার। এর পরিমাণটা কতো জানেন? ৩.৯ ট্রিলিয়ন ডলার।

ভিভেক রামাসামি, ২০২৪ ইউএসএ নির্বাচনে একজন রিপাবলিকান ক্যান্ডিডেট যিনি এই জেন্ডার ইস্যুগুলোর উত্তর দিচ্ছেন। ইউএসএ'র ক্ষেত্রে এই বড় বড় কোম্পানি যাদের নিজেদের মধ্যেই ডেমোক্রেসি নাই তারা সরকারকে পুশ করছে, যেমনটি করেছে ক্যালিফোর্নিয়া স্টেট।
ক্যালিফোর্নিয়া স্টেটের নতুন নিয়ম অনুযায়ী সন্তান সমকামী হতে চাইলে বাবা-মা তাদেরকে বাধা দিতে পারবে না, বাধা দিলে বাবা-মা'র কাছ থেকে সন্তানদেরকে ছিনিয়ে নেওয়া হবে। LGBTQIA+ এজেন্ডা নিয়ে কথা বলছেন ভিভেক রামাসামি

জার্মানির ক্ষেত্রের রেভে (REWE) গ্রুপ, অন্যতম বড় সুপারমার্কেট চেইন যারা ফান্ডিং করছে এই জেন্ডার এজেন্ডার পেছনে। কিন্তু কেন? এর কারণটা পূর্বেই লেখেছি।
একজন ট্রান্সজেন্ডারকে পুরো জীবনটাই হরমোনাল থেরাপির উপর কাটিয়ে দিতে হয়। এ এক নতুন ব্যবসার দ্বার উন্মুক্ত করেছে।
মূলত এই শয়তানী অর্থব্যবস্থা ও এর পেছনে থাকা শয়তানের শিষ্যদের না চিনলে আমরা পুরো ব্যাপারটাকে ধরতে পারবো না৷ আমরা বুঝতে পারবো না ওয়েস্টের সরকারগুলো পর্যন্ত জনগণের উপর কেন বিভিন্ন প্রপাগাণ্ডা চাপিয়ে দেয়, কেন যুদ্ধ হয়, কেন এডুকেশন সিস্টেম ও সামাজিক মোরালিটির পরিবর্তন হয়।

২৭শে সেপ্টেম্বর, ২০২৩
জিগেন, জার্মানি

ছবি কৃতজ্ঞতা: ওয়াশিংটন পোস্ট

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

কামাল১৮ বলেছেন: নতুন সাম্রাজ্যবাদীিরা রাষ্ট্র দখল না করে অনুগত সরকার চায়।যেটা আমেরিকা বাংলাদেশে চায়।গনতন্ত্র,মানবাধিকার তাদের উছিলা।

২| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৯:৫১

শ্রাবণধারা বলেছেন: খুব ভাল লিখেছেন জনাব। নারীবাদ, এলজিবিটি আন্দোলন, ব্লাক লাইফ ম্যাটারস সব শয়তানদের কাজ। আমাদের দাসপ্রথায় ফিরে যেতে হবে।

কালোদের দাস হিসেবে রাখলে পুঁজিবাদের বিরাট ক্ষতি। এই জন্য আফগানিস্থানে তালেবানরা নারীদের দাস হিসেবে রাখার পক্ষপাতি।

আই, এস জংগীরা নাকি সিরিয়ার কিছু জায়গার কাগজের নোট বাদ দিয়ে, স্বর্ণ মূদ্রার প্রচলন করেছে। আই, এস জংগী এবং তালেবানদের অর্থনীতিই আসল অর্থনীতি, বাকি গুলা সব সব বোগাস, শয়তানের শিষ্যদের কাজকারবার!!!

০৪ ঠা অক্টোবর, ২০২৩ রাত ২:৪৭

মারুফ তারেক বলেছেন: বিলডেনবার্গ গ্রুপ সম্পর্কে আল-জাজিরার ছোট্ট ভিডিও।

https://youtu.be/4pmvJYsDeLY?si=ZyPfY_36TCry28Bg

৩| ০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



কি লেখেন, কয়েকদিন পরে পড়লে নিজেও বুঝবেন বলে মনে হয় না।

০৪ ঠা অক্টোবর, ২০২৩ রাত ২:৪৮

মারুফ তারেক বলেছেন: তাই না-কি B-)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৮

শ্রাবণধারা বলেছেন: কার্ল মার্ক্স, অমর্ত্য সেন ইত্যাদি নাম দিয়ে শুরু করে বিশেষ জ্ঞানী একটা ভুমিকা দিয়ে তালেবানী চিন্তা ভাবনা প্রকাশ করা কোন কাজের কথা নয়।

পুঁজিবাদের ভিতরে দুঃসহ শোষণ আছে। উদারনৈতিক গনতন্ত্রের ধারণাতে বাক স্বাধীনতা ও ব্যাক্তি স্বাতন্ত্রের ফাপা বুলি আছে। তাই বলে, তালেবানী অর্থনীতি এবং জংগী ধ্যানধারনা আধুনিক বিশ্বের কোন সমস্যার সমাধান নয়। তালেবানী অর্থনীতি এবং জংগী ধ্যানধারনাই পৃথিবীর জন্য বড় সমস্যা।

অতএব মাথা থেকে এইসব তালেবানী চিন্তা এবং জংগী বিষ্ঠা পরিষ্কার করে স্বাভাবিক জীবন যাপন করুন। ভালো চিন্তা ভাবনা এবং লেখাপড়া করুন।

০৪ ঠা অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৩

মারুফ তারেক বলেছেন: এখানে তালেবান শব্দ না থাকলেও আপনি তালেবানদের নিয়ে এসেছেন। মানে ওয়েস্ট আপনাকে যা কপচিয়েছে তার বাইরে আপনি চিন্তা করতে ব্যার্থ। বুঝা যাচ্ছে তালেবানদের নিয়েও আপনার আরও একটু চিন্তাভাবনার প্রয়োজন।

মনযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন-
https://youtu.be/U-hzwJ8eGSs?si=nkudDHglNfs9MeKW

কোন লজিক্যাল ফ্যালাসিতে যেতে চাই না।

আমার জীবনযাপনের সিন্ধান্ত একান্ত আমার, সেখানে আপনার অনাধিকার চর্চা না করাই শ্রেয়।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ সকাল ৮:১৯

শ্রাবণধারা বলেছেন: জংগী চিন্তা ভাবনা, আত্মঘাতী বোমা হামলা, কাফের কতল এই বিষয়গুলো ভয় পাই। এইজন্য অনাধিকার চর্চা করে ফেলেছিলাম ভাই। দয়া করে ক্ষমা করে দেবেন।

আমাদের পড়ালেখা তো আসলে পাশ্চাত্য নির্ভর। তাই সে ভাবেই চিন্তা করতে শিখেছি। খুব ভুল হয়ে গেছে। আফগানিস্তান থেকে স্কুল কারিকুলাম বাংলাদেশে আসলে আবার স্কুলে ভর্তি হব। তখন হয়তো আপনাদের মতো করে চিন্তা করতে শিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.