নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''আমরা যাইনি ম’রে আজো— তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন— এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর ’পরে।''
-জীবনানন্দ দাশ।
১৯৭৫ সালে জীবনানন্দ দাশের কবিতার থেকে নিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন ছেলে একটি গানের দল তৈরি করলো, নাম দিলো মহীনের ঘোড়াগুলি৷ আমাদের বুঝে উঠবার বয়সের আগে মহীনের ঘোড়াগুলি দাপিয়ে বেড়াতো পশ্চিমবঙ্গের পথে-ঘাটে। প্রথম পরিচয় হয় পৃথিবীটা ছোট হওয়ার মধ্য দিয়ে। যখন ওরা গাইল,
''পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেব্লের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা হা আ হা...''
আর প্রথম চিনলাম, ''যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে...'' শুনবার মধ্য দিয়ে।
মহীনের ঘোড়াগুলি-র এই গান গাওয়া ছিল মূলত পশ্চিমবঙ্গের নক্সালদের নিয়ে, সেইসব তরুণের দল, যারা সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিল। তারা কখনও মৃত্যুর কাছাকাছি গিয়েছিল, কখনোবা মৃত্যুকে আলিঙ্গন করেছিল।
আস্তাবল পূর্বেই ভেঙে গেছে, শেষ ছিল আর একটি মাত্র ঘোড়া। আজ সেই শেষ ঘোড়া তাপস বাপি দাস চলে গেলেন।
ওদেরকে কেউ কেউ বাংলার পিংক ফ্লয়েড বলতো কিংবা বলে, কিন্তু আমি ওদের স্বতন্ত্র কীর্তিকে ছোট করতে চাই না।
মহীনের ঘোড়াগুলি বারবার ফিরে আসে৷ ফিরে আসে, যেমনটা জীবনানন্দ দাশ লেখেছেন, ''এই সব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে''।
ওদের কয়েকটি গানের লিংক দিচ্ছি-
১) পৃথিবীটা নাকি ছোট হতে হতে...
২) হায় ভালোবাসি...
৩) যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে...
২৬শে জুলাই, ২০২৩
২| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভুল না করে থাকলে ওনাদের ব্যান্ডের প্রথমদিকে নাম ছিল আর্জ আর এটা তৈরী হয় ১৯৬৫ তে হয়তো। সেসময় চট্টগ্রামেও একটা ব্যান্ড তৈরী হয় , নাম হলো লাইটেনিংস ! বেশ নামডাক ছিল এই ব্যান্ডের ।
আর মহিনের ঘোড়াগুলি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে " ভালোলাগে জ্যোৎস্নায় " ও " ধাঁধাঁর থেকেও জটিল তুমি " এর জন্য । এই ধাঁধাঁর থেকেও জটিল তুমি গানটা গৌতম চট্টোপাধ্যায়ের করা !!
২৬ শে জুন, ২০২৩ রাত ৯:৪১
মারুফ তারেক বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩১
এইযেদুনিয়া বলেছেন: শেষ ঘোড়...
৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:১৭
শেরজা তপন বলেছেন: ফেসবুকে দেখেছি- আমার নামে নাম। কষ্ট পেয়েছি।
৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৩৮
কামাল১৮ বলেছেন: বিপ্লব যখন দানা বাঁদে তখন তার প্রভাব শিল্প সাহিত্যের সকল সাখায় প্রভাব ফেলে।মহীনের ঘোড়াগুলো তার একটা। বায়ান্নের আন্দোলনের ফসল আমাদের একঝাঁক নতুন সাহিত্যিক।৭১ এর আন্দোলন সফল পরিনতী পায় নাই বলে,শিল্পে সাহিত্যে তার প্রভাব খুব একটা পড়ে নাই।কেবল নাটকে তার প্রভাব কিছুটা পড়েছিলেন।
৭| ২৭ শে জুন, ২০২৩ রাত ৩:৫৭
চারাগাছ বলেছেন: তাপস বাপি দাস । শেষ ঘোড়া চলে গেলেন।
আপনি তপন কেন বলছেন?
২৭ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩২
মারুফ তারেক বলেছেন: ভুল হয়েছ্ব। দেখিয়ে দেওয়া জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৭
আমি সাজিদ বলেছেন: মহীনের ঘোড়াগুলি বাংলার বিপ্লবী প্রেমিক রক প্রেমীদের মনে আজীবনের জন্য স্থান করে নিয়েছে।