নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকবছর ধরে সমকামিতার জন্য দায়ী গে জিনের খোঁজ করা হচ্ছিল৷ কিন্তু সমকামিতার জন্য দায়ী কোন গে জিনের খোঁজ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা শেষ পর্যন্ত কনক্লুশন টেনেছেন এই বলে: সমকামিতা কোন জেনেটিক ব্যাপার নয়, সমকামিতা ইজ এ্যা চয়েজ।
সমকামিতার ব্যাপারটা প্রকৃতিতে বিভিন্ন প্রাণির মধ্যে দেখতে পাওয়ার কারণে অনেকেই সমকামিতাকে প্রাকৃতিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। অথচ তারা ভুলে যান ক্যানিবালিজম কিংবা ইন্ট্রা ফ্যামিলি সেক্সুয়াল ইন্টারকোর্সের মতো ব্যাপারগুলোও কিন্তু প্রাণিদের মধ্যে দেখা যায়। তাই বলে কি মৃত মানুষকে অন্য মানুষেরা খেতে শুরু করবে? নিজেদের ফ্যামিলির মধ্যে সেক্সুয়াল রিলেশন বিল্ডআপ করবে? অবশ্য ফ্রান্সের মতো দেশ সেক্সুয়াল ফ্রিডমের নামে ইন্ট্রা ফ্যামিলি সেক্সুয়াল রিলেশনকেও স্বীকৃতি দেয়। মেক্সিকো দেয় খোলা ময়দানে সেক্স করবার অনুমতি। তদ্রুপ পশ্চিমের প্রায় সব দেশ সমকামিতার বিজ্ঞাপন টানায়, LGBTQ নামে নির্দিষ্ট গ্রুপকে হাজির করে। অথচ সায়েন্টিফিক্যালি LGBTQ দের কোন ফিজিক্যাল ভিত্তি নেই। মানব শরীরে এমন কোন জিন নেই যা মানুষকে সমকামী করতে পারে। LGBTQ এর দ্বারা মূলত lesbian, gay, bisexual, transgender এবং queer বুঝায়। পৃথিবীতে একদল ঈশ্বরহীন মানুষ যেমনি ম্যাক্রো ইভ্যালুয়েশনের নামে ভুল ব্যাখ্যা হাজির করেছে, ঠিক তেমনি সমকামিতার নামে তাদের মনগড়া ধ্বংসাত্মক যৌন চাহিদা ও শয়তানী কর্মকান্ডকে বৈধতা দিয়েছে।
বাংলাদেশে সমকামিতা অবৈধ ও অপরাধ। তবুও বাংলাদেশের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রমে সমকামিতাকে স্বাভাবিক ও ব্যক্তি স্বাধীনতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিচে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি পৃষ্ঠা যুক্ত করা হলো।
বাংলাদেশের আইন অনুযায়ী এই বিষয়টিকে ভয়ংকর অপরাধ হিসেবে বর্ণনা করা ও লেখকদের বিষয়ে তদন্ত হওয়া উচিত৷
মহান আল্লাহ পবিত্র কুরআনে এমন এক জাতির কথা উল্লেখ করেছেন, যারা ছিল সমকামী। পুরো জাতির লোক ছিল সমকামী কিংবা সমকামিতার সমর্থক। অত:পর আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। মহান আল্লাহ বলেন, 'এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল: তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত: পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।' (আরাফ ৭:৮১-৮২)
বাইবেলে উল্লেখ আছে, 'যারা সমকামিতায় দোষী, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না।' (১ করিন্থীয় ৬:৯-১০ )
যে সমকামিতা শুধুমাত্র যৌনতার বহি:প্রকাশ, সেই সমকামিতাকে আমি সমর্থন করি না। সমকামিতা শুধু ব্যক্তি বিশেষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রজাতির স্বাভাবিক গতিশীলতা এবং সামাজিক ও ধর্মীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সমকামিতা মানুষের ভোগবাদী দর্শনের চরম প্রকাশ, যা ব্যক্তিকে মানবজাতি থেকে বিচ্ছিন্ন করে।
সমকামিতা আমার ব্যক্তিগত আদর্শ এবং নৈতিকতা বিরুদ্ধ, তাই সমকামিতার ব্যক্তিকেন্দ্রিক ভিত্তিকে আমি অস্বীকার করি।
যা শুধু ব্যক্তি স্বার্থতেই সীমাবদ্ধ অথচ বৃহত্তর সামাজিক শৃঙ্খলাকে অস্বীকার করে, প্রজাতির সম্মুখ গতিকে রুদ্ধ করতে চায়, তা কখনোই মানবাধিকার হতে পারে না, হওয়া উচিত নয়।
টীকা:
জিন - জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক
২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৭
শেরজা তপন বলেছেন: Stop calling it a choice: Biological factors drive homosexuality
~সমকামীতাকে আমি সমর্থন না করলেও আপনার পোস্টের মুল বিষয়বস্তু খুব বেশী গ্রহনযোগ্য হচ্ছে না। এদের এই দাবির বিষয়ে কিছু বলবেন।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩০
বিটপি বলেছেন: আপনি এখানে ধর্মীয় রেফেরেন্স টেনে আনাতেই বিষয়টি তুচ্ছ হয়ে গেল। বিজ্ঞান নিয়ে আলোচনা করলে বিজ্ঞান নিয়েই থাকবেন। ধর্ম বা মিথলজির সাথে মেলাতে যাবেন না।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১১
কামাল১৮ বলেছেন: এবার বিশ্বকাপে সমকামিদের প্রবেশাধীকার ছিল।অনেক দেশেরর মন্ত্রী ঘোষিত সমকামি।তারা খেলার মাঠে ছিলো। জাতি সংঘের সনদে বা মানবাধিকার সনধে সমকামিতাকে স্বিকৃতি দেয়া হয়েছে।সেখানে আমরা স্বাক্ষর করেছি।আমাদের পাশের দেশ ভারতেও সমকামিতাকে বৈধতা দেয়া আছে।ব্যাক্তিগত ভাবে আমি পছন্দ করি না কিন্তু বিরোধিতা করি না।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
সমকামী শব্দশুনলেই ভয় পেয়ে যায় বাঙালীরা।
৬| ০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জিনগত কোন সম্পর্ক নেই বলে অনেক বিজ্ঞানি বলে যাচ্ছে আবার এদিকে অনেকেই বলে যাচ্ছে যে জিনগত সম্পর্ক আছে । কিন্তু সাইকোএনালিসিসে এর কোন বিস্তারিত পাওয়া যায় না ! আসলে এখন সমকামীদের প্রধান অজুহাত হবে এই সাইকোএনালিসিস !!
৭| ০৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা , সপ্তম শ্রেণীর বইটিতে যা বলা আছে তাকে সরাসরি সমকামীতা বলে প্রশ্নবিদ্ধ করা যায় কী ? রূপান্তর তো এই দেশে অবৈধ না , সমকামীতা অবৈধ ! হ্যাঁ এখানে সমকামী বৈশিষ্ট্যের কিছুটা প্রকাশ পাচ্ছে কিন্তু আসলে পূর্ণাঙ্গ সমকামী হচ্ছে না , তাই এমন অভিযোগ করাটা যৌক্তিক হবে না !
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: সমকামীর চেয়ে আমি ভয় পাই ছাত্রলীগকে।
সমকামীরা ভয়ঙ্কর না। কিন্তু ছাত্রলীগ দিনের বেলা মানুষ কুপিয়ে মেরে ফেলতে পারে।
৯| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮
জ্যাক স্মিথ বলেছেন: জন্মগত ক্রুটির কারণেই মানুষ সমকামি হয়, প্লেইন এন্ড সিম্পল।
হিজড়া সম্প্রদায় এরাও কি বাই চয়েজে হিজড়া হয়েছে?
১০| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
নাহল তরকারি বলেছেন: সমকামী কে আমি ব্যাক্তিগত ভাবে অপছন্দ করি। কারন সম লিঙ্গে মিলনে কি সুখ পাওয়া যায়?
১১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২
নেওয়াজ আলি বলেছেন: সমকামিতা নোংরা রূচির পরিচয় অতএব ঘৃণিত
১২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৮
অজ্ঞ বালক বলেছেন: সমকামীতা ছোটখাট কিছু না, একটা দুইটা পত্রিকার বা ওয়েবসাইটের খবর পইড়া না লেইখা আরেকটু পড়াশোনা কইরা নেন। এটা বিশাল-বিশাল বিষয়।
১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৭
মারুফ তারেক বলেছেন: দয়া করে ন্যাচারের আর্টিকেলটি পড়ে দেখবেন, আসলেই কিন্তু বিশাল ব্যাপার।
https://www.nature.com/articles/d41586-019-02585-6
১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১০
মারুফ তারেক বলেছেন: ম্যাক্রো ইভ্যুলিউশনের অসারারতার জন্য পড়বেন স্টিফেন মায়ারের ডারউইন'স ডাবট্।
১৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা ভালো লেগেছে। জিন বা ধর্ম - কোনোকিছুই না, সমকামিতা কথাটা সামনে এলেই আমার বিবমিষা হয়। সমকামীদের বিশ্চয়ই এমনটা হয় না।
যতই বন্দনা করা হোক, সমকামিতা কোনো নেচারাল কাজ না। যদি তাই হতো, দেশে দেশে সমকামিতা আইন করে সিদ্ধ করার প্রয়োজন পড়তো না। নর-নারীদের মধ্যকার সেক্সুয়ালিটির জন্য কি কোনো আইন করতে হয়েছে? তাহলে সমকামিতার জন্য প্রয়োজন কেন? কারণ, এটা সর্বজন-গ্রহণীয় কোনো অ্যাফেয়ার না।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু অপরাধ প্রবনতার পিছনে জিনের ভুমিকা থাকে। কিন্তু সেই কারণে অপরাধীকে ক্ষমা করে দেয়া হয় না। আর সমকামিতার জন্য জিন দায়ী না বলেই এখন বলা হচ্ছে।