নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ মানুষ বুঝতে পারছে না একটি দেশে বিচার বহির্ভুত হত্যাকান্ড প্রমাণ করে দেশটির বিচার ব্যবস্থা কতোটা ভঙ্গুর এবং দেশের সামগ্রিক গণমানুষের নিরাপত্তা কতোটা বেশী হুমকির মুখে।
যাদেরকে ক্রসফায়ারে দেয়া হল, হতে পারে তারা মাদক ব্যবসায়ী। কিন্ত, একজন পুলিশ অথবা বন্দুকধারী একজন র্যাব কখনোই সেই মানুষকে হত্যা করবার অধিকার রাখে না। মৃত্যুদণ্ড দেবার অধিকার রাখে আদালত। অথচ র্যাবের সদস্যরা যদি একজন মানুষকে হত্যা করে বন্দুকযুদ্ধের নাটক সাজায় তবে আমাদের প্রশ্ন আছে। এখানে র্যাব হত্যাকারী। দেশের প্রচলিত আইনে খুনিকে যেভাবে শাস্তি দেয়া হয়, সেই র্যাব সদস্যদেরও শাস্তি পেতে হবে। প্রচলিত আইনে একজন মাদক ব্যবসায়ীর শাস্তি হবে এটাই স্বাভাবিক। কিন্তু তার ব্যতিরেকে বন্দুকযুদ্ধের নাটক গ্রহণযোগ্য নয়। আওয়ামীলীগ দু'টি কাজের সমাধান করেছে।প্রথমত দেশের সাধারণ অসচেতন সমাজ এই বিচার বহির্ভুত হত্যাকাণ্ডকে বাহবা দিচ্ছে। আর সমাজে এ ধরনের মানুষ বেশী থাকবার কারণে আওয়ামীলীগ তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারছে। দ্বিতীয়ত যারা আওয়ামীলীগের রাজনৈতিক অথবা শত্রুভাবাপন্ন বলে প্রতীয়মান হয় তাদেরকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করে। পুলিশ, র্যাব যে মাদকের সাথে জড়িত তার হাজার হাজার প্রমাণ আমরা পেয়েছি। আমরা দেখেছি মাদকের বড় বড় গডফাদারেরা কেউ কেউ ক্ষমাতাসীন দলের এমপি পর্যন্ত! তাহলে এই নিহত মানুষগুলোর ইঁদুরভাগ্য! কেন র্যাবকে তিন লক্ষ টাকা দিতে হবে হাবিরের পরিবারকে? আবার কেন টাকা দিয়েও বন্দুক যুদ্ধ নামক সাজানো নাটকে প্রাণ হারাতে হবে? কেন ইয়াবা বদিরা এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে সাফাই গায়!
কিন্তু সমাজের এই অসচেতন মূর্খগোষ্ঠী কোন সাহসে এই সাজানো বিষয়গুলো বিশ্বাস করে? বদিদের ভোট দিয়ে এমপি করে মারা খায়! তারা কি দেখেনা প্রধান বিচারপতিকে কেন অসুস্থতার ভান ধরে বিদেশে পাড়ি জমাতে হয়? তারা কি দেখেনা সাগর-রুনির হত্যাকাণ্ডকে কীভাবে ধামাচাপা দেয়া হয়। তার কী জীবনে কখনো গুম হওয়া মানুষের খবর জানতে চায়নি? কতোটা নষ্ট একটা সমাজ, কতোটা নষ্ট একটা রাষ্ট্র! তারা কি এর খবর রাখেনা?
২| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: মাদক সেবী ও ব্যবসায়ীদের ব্যাপারে আপনার সাথে একমত নই।
২৬ শে মে, ২০১৮ ভোর ৪:২৯
মারুফ তারেক বলেছেন: Click This Link
৩| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বলন্ত প্রশ্ন!
উত্তর নেই। প্রশ্ন করার লোকই নেই!!
হাত কচলানো চামচেরা দারুন দারুন! বলে তোষামোদী করে!
আয়রন লেডী উপাধী দেবার বাহানা খোঁজে!
মিডিয়া শেষাস্ত্র! তাদের মূখো ঠোঙ্গা পড়ানো বেড়ালের মতো- দেশ জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব সব প্রশ্নেই উল্টো হাটছে !!
আর কত মৃত্যু হলে জাগবে বিবেক?
পোষ্টে +++++++
৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বুদ্ধিজীবির মত কথার কারণেই অপরাধীরা পার পেয়ে যায় ফালতু বিচার ব্যবস্থার কারণে। কিছু মরুক, তাহলে অন্তত কিছু লোক ভয় পাবে, সরে আসবে...
২৬ শে মে, ২০১৮ ভোর ৪:২৯
মারুফ তারেক বলেছেন: Click This Link
৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: সরকার যা করে নিজের ইচ্ছায় করে। কারো সাথে আলোচনা করে না।
হাজার বলেও তাদের থামানো যাবে না।
এখন আপনি এই প্রশ্নের উত্তর দেন
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কী ?
১. আমাজন
২. রিভার ডি
৩. জর্ডান
৪. সাঙ্গু
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
নতুন বলেছেন: আপনার প্রশ্নের উত্তর শেখ হাশিনার কাছে নেই।
আর এই প্রশ্ন গুলির ভয় যেইদিন প্রধানমন্ত্রী পাবে সেই দিন আপনার এই রকমের পোস্ট দিতে হবেনা।